নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগকে কেন ভোট দেবেন? বিএনপিকে কেন ভোট দেবেন?

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান
৭০-এর দশকে সমাজতন্ত্র খুবই জনপ্রিয় একটা ধারণা ছিল, এমনকি পাকিস্থানের পিপলস পার্টির ভুট্টোও তাঁর অর্থনৈতিক কর্মসূচি সমাজতান্ত্রিক হবে বলে ঘোষণা দিয়েই নির্বাচন করেছিলেন । বাংলাদেশের চীনাপন্থী সমাজতন্ত্রীরা বিশ্বাসই করতে পারেন নি যে শেখ মুজিবুর রহমানের মতো গণতন্ত্রপন্থী নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হতে পারে । কারণ, তিনি বিপ্লবী ছিলেন না ।
এই চীনাপন্থীদের অনেকেই দেশ স্বাধীন হওয়ার পরেও তাঁদের দলের নাম বদলান নি । ১৯৭৫-এ বঙ্গবন্ধুর অবর্তমানে সমস্ত আওয়ামীলীগ - বিরোধীকে নিয়ে জিয়াউর রহমান যে বিএনপি গঠন করেন, তাতে যেমন রাজাকারদের ঠাঁই হলো, তেমনি তার একটা বড় অংশ জুড়ে রইলেন চীনাপন্থী বামপন্থীরা ।
আওয়ামীলীগ ছিল প্রধানত কৃষকের দল । বিএনপি হলো সামরিক-বেসামরিক আমলা, ব্যবসায়ী ও শিল্পপতিদের দল । চাল-চলনে জিয়াউর রহমান ছিলেন আধুনিকতর, তিনি ব্যান্ডসংগীতে পৃষ্ঠপোষকতা করেন, শিশুপার্ক নির্মাণ করেন এবং টেলিভিশনকে রঙিন করেন । দেশের তরুণ সমাজ সেই সময় বিএনপি ও জিয়ার প্রতি আকৃষ্ট হতে লাগল । স্ববিরোধীতায় আক্রান্ত জিয়া ধর্মভিত্তিক রাজনীতির দুয়ার খুলে দিলেন, আবার গোলাম আযমের বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিরোধ গড়ে তোলার আন্দোলনে মুক্তিযোদ্ধাদের উসকে দিলেন ।
বিএনপি যে জনপ্রিয়তা পেয়েছিল, তার মূলে ছিল তারা আওয়ামীলীগের চেয়েও আধুনিক ও প্রগতিশীল বলে নিজেকে পরিচিত করাতে পেরেছিল তরুণদের কাছে । এমনকি খালেদা জিয়া যে ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হলেন, তাও তাঁর এরশাদবিরোধী আন্দোলনে আপসহীনতার ভাবমূর্তির কারণেই । প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফা বলেছিলেন, "আওয়ামীলীগ যখন নির্বাচনে জেতে একা জেতে, কিন্তু যখন হারে সারা বাংলাদেশ হারে ।" কারণ, এই দলের কাছে জনগনের চাহিদা বেশি । দল যখন চাহিদা যখন পূরণ করতে ব্যর্থ হয়, তখন জনগনের নিরাশ হওয়া ছাড়া কিছু করার থাকেনা ।
হুমায়ুন আজাদ বলেছিলেন, "আওয়ামীলীগ যার প্রতিদ্বন্দ্বী, নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তার কিছু করার দরকার পড়ে না ।" বড় পরিতাপের বিষয় এই, আওয়ামীলীগ জনগনের চাহিদা পূরণ করতে পারছে না । জনগন এই দলের বিকল্প খুঁজছে । সোহরাওয়ার্দী, মুজিবের আওয়ামীলীগ এখন আর নেই । যেটা আছে, সেটা দুর্নীতিবাজদের, লুটেরাদের । আওয়ামীলীগ দুর্নীতিগ্রস্ত, কিন্তু তার বিকল্প বিএনপি নয় । আওয়ামীলীগ যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে দ্বিধাগ্রস্ত, কিন্তু তার বিকল্প বিএনপি নয় । আওয়ামীলীগের বিকল্প হতে পারে আরও প্রগতিশীল, আরও আধুনিক, আরও দক্ষ একটা রাজনৈতিক দল । আমরা সেই দলেরই পথ চেয়ে আছি ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

নজসু বলেছেন:



দেখা যাক। :-B

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সময় লাগবে কিছুটা।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

ডার্ক ম্যান বলেছেন: জিয়া গোলাম আজমের বিরুদ্ধে জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের উস্কে দিয়েছিলেন , এটা কিভাবে ???
গোলাম আজমের নাগরিকত্ব কে যেন ফিরিয়ে দিয়েছিলেন <<পাকিস্তানপন্থীদের আশ্রয়স্থল ছিল বিএনপি ।
সামরিক বাহিনীর সহায়তায় বিএনপির জন্ম । বাংলাদেশে পাকিস্থানপ্রেমীদের অস্তিত্ব বিলুপ্তির পথে , তাই আজ বিএনপির করুণ দশা ।
মুক্তিযুদ্ধের চেতনাধারি কোন রাজনৈতিক দল গড়ে উঠুক । নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দল কখনো সফল হতে পারে না

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনাধারী কোন রাজনৈতিক দল গড়ে ওঠুক। প্রত্যাশা এমনই।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

সেলিম৮৩ বলেছেন: এদেশে বিক্ল্প কোন রাজনৈতিক দল হয়তো কোনদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আশা করা যায়।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

যোখার সারনায়েভ বলেছেন: নতুনের আহবান শোনা যায়। তবে সময় লাগবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খুব বেশি নয়।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ এখন জেনারেল জিয়ার কৌশলগুলো কাজে লাগাচ্ছে। আওয়ামী লীগ কৃষকদের দল নয়, ব্যবসায়ীদের দল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পরিবর্তিত আওয়ামীলীগ।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: একদল ব্যাপক কাজ করেছেন, কিছু ভুলভ্রান্তি করেছেন। আরেকদল কোন উল্লেখযোগ্য কাজই করেননি, অপকর্ম করেছেন সীমাহীন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সঠিক।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৫

নজসু বলেছেন:

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.