|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অনিকেত বৈরাগী তূর্য্য
অনিকেত বৈরাগী তূর্য্য 
	মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বর ও আত্মায় বিশ্বাস করতেন না, পরলোকে বিশ্বাস করতেন না; পূজা-আহ্নিকে বিশ্বাস করতেন না । প্রশ্ন উঠলে তিনি পাল্টা নানা উত্তর দিতেন । তিনি বলেছেন, “ঈশ্বরকে ডাকবার আর কী দরকার! চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে, তখন অনেক লোককে বন্দি করলে; ক্রমে প্রায় এক লক্ষ বন্দি জমে গেল ।... তখন চেঙ্গিস খাঁ বললেন... ওদের বধ কর ।...এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন? কই একটু নিবারণ তো করলেন না । তা তিনি থাকেন থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না ।” তিনি আরও বলেছেন, “স্যর জন লরেন্স’ বলে একটা জাহাজ ডুবে ৮০০ লোক মারা গেল, দুনিয়ার মালিক কি আমাদের চেয়েও নিষ্ঠুর? আমি যা পারি না, কেমন করে পরম করুণাময় হয়ে তিনি তা পারলেন, কেমন করে তিনি একসঙ্গে ডুবিয়ে মারতে পারলেন সাতশ-আটশ মানুষ? এই কি দুনিয়ার মালিকের কাজ?”
বিদ্যাসাগর কাশী গেছেন বাবা-মার সাথে দেখা করতে । কাশীর পাণ্ডার দল মন্দিরে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করেছে । তিনি বলেছেন, "আমি ওসব মানি না । আমার বাবা বিশ্বেশ্বর, মা অন্নপূর্ণা, আর কাউকে আমি মানি না ।" তিনি জীবনে কোনও দিন কোনও মন্দিরে যান নি ।
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৫৪
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভাবিত করছে।
২|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৪:১০
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৪:১০
অগ্নিবেশ বলেছেন: দুর্বলদেরই ইশ্বরের প্রয়োজন।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:০৩
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:০৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শক্ত উক্তি।
৩|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৫:০৭
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৫:০৭
রাকিম বলেছেন: ভাই অগ্নিবেশ - সবলদেরও ঈশ্বরের প্রয়োজন যখন তারা বিপদে পড়ে । by the by আপনার লেখায় ঈশ্বরের বানান ভুল
৪|  ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:১২
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: সব যুগেই পন্ডিতরা নাস্তিক হয়।
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:০৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:০৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নাস্তিক হতে গেলে ন্যূনতম হলেও পড়ালেখা করতে হয়।
৫|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৬:১৮
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৬:১৮
অগ্নিবেশ বলেছেন: রাকিম ভাই ঈশ্বরই ভূল। ভূল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
৬|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৬:১৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৬:১৯
বর্ণিল হিমু বলেছেন: ওই নিষ্ক্রীয় নামটাকে আমিও মানি না......
  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:০৬
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:০৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিশ্বাস পাল্টানো মানুষের সহজাত বৈশিষ্ট।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৫২
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯  বিকাল ৩:৫২
হাবিব বলেছেন: উনার যুক্তির সাথে আপনি কি একমত?