নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

অদূরদর্শী কুকুর এবং কিছু মানুষের চারিত্রিক সাদৃশ্য

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

এক কুকুর এক কাককে ভীষণ ঈর্ষা করতো। কাক যখন বাঁশের আগায় উঠে কা কা করতো, সে রাগে গিজগিজ করতো। মনে মনে ভাবতো, বাঁশের আগায় যদি পানি উঠতো, তাহলে দেখতাম কাক কী করে ওখানে বসে আর কা কা করে।
গাছের আগায় পানি উঠলে তার অবস্থাও যে বেগতিক হবে বেকুব কুকুর তা বুঝতো না।
যাহোক, একসময় তীব্র বন্যা হলো। বাঁশের অগ্রভাগ পর্যন্ত পানি উঠে গেল। ফলস্রুতিতে কাক মরলো, কুকুরও মরলো; পুরো জনপদও ডুবলো।
.
চিনদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর কিছু লোক বলতে শুরু করলো ওগুলো বিধাতার অভিশাপ। ওরা পাপের ফল ভোগ করছে (পরের বিপদ হলে অভিশাপ অথচ নিজের উপর পড়লে পরীক্ষা)। দেখতে দেখতে এটা পৃথিবীর আরও কয়েকটা দেশে ছড়িয়ে পড়লো। ইতালিতে ছড়ালো, আমেরিকায় ছড়ালো। ইরান, পাকিস্তানেও ছড়ালো, ভারতেও ছড়ালো। খবরে প্রকাশ বাংলাদেশেও ছড়িয়েছে। ইতোমধ্যে তিনজন শনাক্ত। করোনা এখনও কি অভিশাপ আছে নাকি পরীক্ষা বোধগম্য না।
.
কিছু কিছু মানুষকে দেখলাম হা-হুতাশ করছে এত এত দেশে ছড়ালো বাংলাদেশে ছড়াচ্ছে না কেন? এরা হচ্ছে সে শ্রেণির জনগণ যারা গাবতলির গরুর হাটে আগুন লাগলে সেলফি খেঁচে। মানুষ পুড়ে মরলে বা কাওকে কুপিয়ে মারলে লাইভ ভিডিও করে।
এদের আশা পূর্ণ হলো অবশেষে। ডেঙ্গু সামলাতেই আমাদের যে অবস্থা হলো, করোনা কেমনে সামলানো হবে সে ভাবনায় ভাবিত না হয়ে এরা মনে হয় খুব খুশিই হয়েছে। পরিণতি যে ঐ কুকুরের মতোই হবে এই নির্বোধ শ্রেণি বুঝতেই পারছে না।

নগর পুড়লে দেবালয়ও যে এড়ায় না এরা তা ভুলে গেছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



চীনে করোনা ছড়িয়ে পড়ার পর, কোন কোন দেশের লোকজন ইহাকে "বিধাতার অভিশাপ" বলেছে?

০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এক নাম্বারে বাংলাদেশ।

২| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: Right

০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধন্যবাদ।

৩| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: নির্বোধ লোকজন সমাজে প্রচুর আছে।

২৩ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হুম।

৪| ১০ ই মার্চ, ২০২০ ভোর ৫:৩০

ভুয়া মফিজ বলেছেন: আপনার এই লেখাটা পড়ে আমার মনে একটা প্রবচন আসলো। সেটা হলো, চালুনী সুইকে বলে, তোর পাছায় ফুটা।
চালুনীর নিজের পাছায় যে কয়েক'শ ফুটা, সেদিকে কোন খবর নাই।

নিজেদের ইমানের কোন খবর নাই, অন্যের উপরে গজব নিয়ে মাতামাতি করে কতোগুলা ছাগল!! B-)

একটা কারেকশান আছে। গাছের আগায় পানি উঠলে তার অবস্থাও যে বেগতিক হবে বেকুব কাক তা বুঝতো না। কাকের জায়গায় কুকুর হবে।

২৩ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: করোনা মানবজাতিকে একটা কঠিন শিক্ষা দিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ পৃথিবীতে এর একটা প্রভাব থাকবে।

৫| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:০৯

রাশিয়া বলেছেন: বাংলাদেশে কয়জন ওয়াজি আছে? তাদের মধ্যে কয়জন করোনাকে চীনের উপর আল্লাহ্‌র গজব বলেছে? ইউটিউব ঘাটলে একটা কি দুইটা পাওয়া যাবে। তারাই কি পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে? আপনি ১০০ জন সাধারণ মানুষের সাক্ষাৎ নেন তো, কয়জন এইটাকে উইঘুরের গজব বলে? তারপর বাংলাদেশের পিন্ডি চটকাতে আসেন।

২৩ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কী বলেন? এখনও বহু শিক্ষিত লোকও গজব মনে করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.