|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অনিকেত বৈরাগী তূর্য্য
অনিকেত বৈরাগী তূর্য্য 
	মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
পথেঘাটে যেখানেই যান, লোকজনের নীতিকথার শেষ নেই। মনে হয়, আহা কত ভালো মানুষ। ধর্মের কথা শুনলে মনে হয় কত ধার্মিক। আসলেই কি এরা ভালো, এরা ধার্মিক? 
আমাদের দেশের মানুষের মতো এত ভণ্ড মানুষ খুব কমই আছে। এরা ঘুষের টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে হালাল খাবার খুঁজে। খাদ্যে ভেজাল দেয় আবার হজ্জও করে।
 ১০ টি
    	১০ টি    	 +৪/-০
    	+৪/-০  ৩১ শে অক্টোবর, ২০২১  দুপুর ১:২০
৩১ শে অক্টোবর, ২০২১  দুপুর ১:২০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Exactly.
২|  ৩১ শে অক্টোবর, ২০২১  দুপুর ১২:৪৮
৩১ শে অক্টোবর, ২০২১  দুপুর ১২:৪৮
ঢাবিয়ান বলেছেন: ভাল মন্দ সব রকমের মানুষই সব দেশেই আছে। তবে উন্নত দেশে মন্দ/ ভন্ডরা দৌড়ের ওপড়ে থাকে আর আমাদের দেশে তারা বুল ফুলিয়ে হাটে। কেন আবার জিগায়েন না। আশাকরি এইটা না বুঝার মত ভন্ড আপনে না।
  ৩১ শে অক্টোবর, ২০২১  দুপুর ১:২০
৩১ শে অক্টোবর, ২০২১  দুপুর ১:২০
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: 
৩|  ৩১ শে অক্টোবর, ২০২১  বিকাল ৩:২২
৩১ শে অক্টোবর, ২০২১  বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কোনো ভালো মানুষ নেই। 
মসজিদের ইমাম হোক, আর এতিমখানার হুজুর হোক। কোনো শালা ভালো না।
  ০১ লা নভেম্বর, ২০২১  সকাল ৯:১৮
০১ লা নভেম্বর, ২০২১  সকাল ৯:১৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাটপার।
৪|  ৩১ শে অক্টোবর, ২০২১  বিকাল ৫:৪৪
৩১ শে অক্টোবর, ২০২১  বিকাল ৫:৪৪
বিটপি বলেছেন: আমাদের প্রতিবেশী জনদরদী একবার আমাদের অনেক করুণা করে বেবীফুড রপ্তানি করে আমাদের জেনারেশনকে অকাল ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। সেই বেবী ফুড খেয়েই আমাদের এখন এই অবস্থা
  ০১ লা নভেম্বর, ২০২১  সকাল ৯:১৯
০১ লা নভেম্বর, ২০২১  সকাল ৯:১৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই?
৫|  ৩১ শে অক্টোবর, ২০২১  রাত ১০:২১
৩১ শে অক্টোবর, ২০২১  রাত ১০:২১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধার্মীকরা যা বলে ধর্ম গ্রন্থ থেকেই বলে।ভাল বলুক আর খারাপ বলুক  সেটা তার বক্তব্য না।সে যা করে যেনে বুঝেই করে। এক সপ্তাহ সে যা করলো ,সহি মতো জুম্মার নামাজ পড়লে এক সপ্তাহের সমস্ত গুনাহ মাপ।
আল্লাহর আদেশ অমান্য করার পাপ আল্লাহ মাপ করতে পারে কিন্তু মানুষের সাথে  যে অন্যায় করা হয় তা আল্লাহ মাপ করতে পারে না।এটাই করেই সমাজে অন্যায় অবিচার বেড়ে গেছে।ঘুষ খেয়ে মানুষ হালাল খাবার খোঁজে।
  ০১ লা নভেম্বর, ২০২১  সকাল ৯:২০
০১ লা নভেম্বর, ২০২১  সকাল ৯:২০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২১  দুপুর ১২:৩১
৩১ শে অক্টোবর, ২০২১  দুপুর ১২:৩১
অর্ক বলেছেন: ভেজাল বেবিফুডে ভরে গেছে দেশ! এটা চলে আসছে। ভেজাল বেবিফুড! এই সব সমস্যার মূলেই আসলে ভেজাল বেবিফুড।