|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অনিকেত বৈরাগী তূর্য্য
অনিকেত বৈরাগী তূর্য্য 
	মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
মানুষজন না খেয়ে মারা যাচ্ছিল। এর মধ্যে এক শ্রেণির ব্যবসায়ী আবির্ভূত হয়, যারা পণ্য মজুদ করছিল। মানুষের মৃত্যু তাদের মনে মায়া জাগাচ্ছিল না। শোনা যায় লবনের সাথে পানি মিশিয়ে বিক্রি করত এক শ্রেণির ব্যবসায়ী। কতটা বর্বর এরা, ভাবা যায়!
হ্যাঁ, ওই ব্যবসায়ী শ্রেণির বংশধররা এখনও তৎপর। আমরা কি দেখি নি ভারত যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করল, এরা পেঁয়াজ গুদামজাত করে দাম বাড়িয়েছে? রমজান মাস এলে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে পণ্যের দাম কমানো হয়, বাংলাদেশে বাড়ে। খাদ্যে ভেজাল দেওয়ার কথা তো নতুন করে বলার নেই। করোনার পরীক্ষা নিয়ে ব্যবসা হয়েছে। মাস্ক নিয়ে ব্যবসা হয়েছে। এখন যখন সরকার তেল-ডিজেলের দাম বাড়িয়েছে, আমাদের গ্যাস চালিত গাড়িগুলোও তেল-ডিজেল চালিত হয়ে গেছে। ব্যবসা আর ব্যবসা। সব জায়গায় ব্যবসা। দাফনের কাপড় নিয়েও ব্যবসা হবে।
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ১১ ই নভেম্বর, ২০২১  সকাল ১১:৫৯
১১ ই নভেম্বর, ২০২১  সকাল ১১:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রতারকদের খপ্পরে ব্যবসা।
২|  ১১ ই নভেম্বর, ২০২১  সকাল ১১:৫৬
১১ ই নভেম্বর, ২০২১  সকাল ১১:৫৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সব মানুষ খারাপ। আমি তো চারপাশে তাকিয়ে ভালো মানুষ খুঁজে পাই না।
  ১১ ই নভেম্বর, ২০২১  দুপুর ১২:০০
১১ ই নভেম্বর, ২০২১  দুপুর ১২:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভণ্ডরা ভালো মানুষ সেজে থাকে।
৩|  ১১ ই নভেম্বর, ২০২১  দুপুর ১২:০৫
১১ ই নভেম্বর, ২০২১  দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর হয়ে গেছে। 
আজও মানুষ রাস্তায় ঘুমায়। লাখ লাখ বেকার। অন্যায় অবিচার চলছেই।
  ১১ ই নভেম্বর, ২০২১  দুপুর ১২:০৯
১১ ই নভেম্বর, ২০২১  দুপুর ১২:০৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মন্ত্রী-আমলারা বিদেশে সেকেন্ড হোম বানায়। দেশ নিয়ে কারও মাথাব্যথা নেই।
৪|  ১১ ই নভেম্বর, ২০২১  দুপুর ১২:১৪
১১ ই নভেম্বর, ২০২১  দুপুর ১২:১৪
জুল ভার্ন বলেছেন: কোনো না কোনো ভাবে রাস্ট্রীয়, সরকারী/ প্রশাসনিক সহায়তা না পেলে দুর্ণীতি হতে পারেনা।
  ১১ ই নভেম্বর, ২০২১  দুপুর ১২:১৭
১১ ই নভেম্বর, ২০২১  দুপুর ১২:১৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমেরিকার এক প্রেসিডেন্ট বলেছিলেন, যে রেলের তেল চুরি করতে পারে, সুযোগ পেলে পুরো বগিই তুলে নিয়ে যেত।
৫|  ১১ ই নভেম্বর, ২০২১  দুপুর ১২:৩৯
১১ ই নভেম্বর, ২০২১  দুপুর ১২:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের লোভের আগুনে আমরা পুড়ে ছাঁই।
  ১১ ই নভেম্বর, ২০২১  সন্ধ্যা  ৭:৫৫
১১ ই নভেম্বর, ২০২১  সন্ধ্যা  ৭:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Exactly
৬|  ১১ ই নভেম্বর, ২০২১  সন্ধ্যা  ৬:৫৮
১১ ই নভেম্বর, ২০২১  সন্ধ্যা  ৬:৫৮
চাঁদগাজী বলেছেন: 
আপনি ভালো ব্যবসায়ী হয়ে যান।
  ১১ ই নভেম্বর, ২০২১  সন্ধ্যা  ৭:৫৫
১১ ই নভেম্বর, ২০২১  সন্ধ্যা  ৭:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Okay
৭|  ১১ ই নভেম্বর, ২০২১  রাত ৮:৪২
১১ ই নভেম্বর, ২০২১  রাত ৮:৪২
নেওয়াজ আলি বলেছেন: ৭৪ সালে কোন দল রাষ্ট্র ক্ষমতায় ছিলো
  ১১ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৪০
১১ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৪০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পূর্ববর্তী নির্বাচনে যে দল বিজয়ী হয়েছিল।
৮|  ১১ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৪০
১১ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্ত্রী-আমলারা বিদেশে সেকেন্ড হোম বানায়। দেশ নিয়ে কারও মাথাব্যথা নেই। 
এজন্য কি আমি নৌকায় ভোট দিয়েছি? 
শেখ হাসিনার কাছে আমার অনেক আশা ছিলো।
  ১১ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৪১
১১ ই নভেম্বর, ২০২১  রাত ৯:৪১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যে যায় লঙ্কায় সেই হয় রাবণ।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২১  সকাল ১১:৫৪
১১ ই নভেম্বর, ২০২১  সকাল ১১:৫৪
ঢাবিয়ান বলেছেন: ব্যবসা না এগুলো হচ্ছে প্রতারনা