নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

সমাজের অধিকাংশ গালিই নারী বিষয়ক

০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৫

গালিবাজদের কি সেই শ্রেণির সাথে তুলনা করা যায়, যারা হুট করে রাগ হলেই নারীদের মানে স্ত্রীদের মারধর শুরু করে? তাহলে এত এত গালি কেন নারীদের নিয়েই উদ্ভব হলো? সমাজের এমন কোনো মানুষ নেই, যারা গালাগাল করে না। কেউ কম, কেউ বেশ। লাগামহীন হয়ে গেলে অবশ্য ডা. মুরাদের অবস্থা হয়ে যায়।

কিছুদিন আগে মামুনুল ইস্যুতে গালাগালিতে দেশ সরগরম ছিল। যারা গালাগাল করেছে, তারা মামুনুলকে ইসলামের আইডল মেনে তার স্বপক্ষেই গালাগাল করেছে। অবাক হয়ে এসব লক্ষ্য করেছি আমরা।
সাকা চৌধুরীর ভাষা তো সেই লেভেলের ছিল। পাপিয়া নামের জনৈক নেত্রী সংসদে প্রধানমন্ত্রীকে নিয়েও আজেবাজে কথা বলেছিলেন৷ আলাল নামের একজনের ভিডিও ভাইরাল হলো শেখ হাসিনাকে নিয়ে বাজে কথা বলার। সেসব নিয়ে অবশ্য তেমন সমালোচনা হয় নি। সমালোচনা হলো কেবল জাইমাকে নিয়ে কথা বলায়, মাহিকে নিয়ে কথা বলায়। অথচ সব ধরণের অশ্রাব্য গালমন্দেরই সমালোচনা হওয়া উচিত ছিল।

গালাগালির অবশ্য একটা ভালো দিক আছে। রাগ কমে গিয়ে মাথা ঠাণ্ডা হয়ে যায়। তবে খারাপ দিকটাই বেশি। মুরাদকে দেখেই দেখুন না। বেচারা কি দাপটে কয়দিন মন্ত্রীত্ব করল অথচ এখন কী দশা!



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সবমন্ত্রীর কার্যকলাপ মুরাদের মতোই; বাকীগুলোর কার্যকলাপ প্রকাশ হচ্ছে না, এটাই পার্থক্য।

০৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কেউ কারও চেয়ে কম নয়। গালাগালি বাঙালির ঐতিহ্য হয়ে গেছে।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: এখন দেখা যাচ্ছে তোফায়েল, মখা, খন্দকার এরাই ভালো ছিলেন। নতুনরা ভন্ড।

০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দিনদিন অধঃপতন হচ্ছে নৈতিকতার।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: রাজীব নুর, এখন দেশ শাসন করতে মুগুর লাগে,আপনি যাদের কথা বলছেন এদের মুগুরের জোর ছিল না।

০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হতে পারে তবে ওনারা বর্তমানদের মতো বেয়াদব ছিলেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.