নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

বিচার চেয়ে কী হবে?

১৩ ই মে, ২০২২ বিকাল ৪:৪০

ঢাকা কলেজ-নিউ মার্কেট সংঘর্ষে নাহিদ নামের একজন রাইডার মারা গেল, যার কোন সম্পৃক্ততাই ছিল না এই সংঘর্ষে তবুও তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তরুণ এক ছেলে। কিছুদিন হয় ভালোবসে বিয়ে করছিল। এখন তার পরিবার যাবে কোথায়? খবরে শুনি লোকজন তার সুন্দরী বউকে সাহায্য করার নাম করে বিয়ে করতে চায়। যাহোক, কথা সেটা না। নাহিদের পরিবার নাহিদ হত্যার বিচার চায় না। চেয়ে কী লাভ? বিচার হলেও কি নাহিদ ফিরে আসবে? তার অভাব পূরণ হবে?
শাহজাহানপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত নিরীহ প্রীতির বাবাও বিচার চান নি।

দেশে কোন হত্যাকাণ্ড বা অরাজকতা হলে লোকজন কেন বিচার চায়? এসব বিচার চাওয়ার কোনো অর্থ আছে? ভুক্তভোগী পরিবার কি লাভবান হয় না কি মামলার খরচ চালাতে গিয়ে সর্বস্বান্ত হয়?

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২২ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:



এগুলোর বিচার পরিবার কেন চাইতে হবে? এসবের বিচার চাওয়ার কথা পুলিশের! বাংলাদেশের পুলিশ শুধু চোর নয়, ওদের পুরো এজেন্ডাই ইডিওটিক।

১৩ ই মে, ২০২২ বিকাল ৪:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাষ্ট্র নিজ দায়িত্ব এসব অন্যায়ের প্রতিকার করতে পারে অথচ ভোগান্তি পোহাতে হয় জনগণকে।

২| ১৩ ই মে, ২০২২ বিকাল ৫:১৬

শাহ আজিজ বলেছেন: যে বিচারের আশায় কোর্টের দারস্থ হয়েছে তাকে শেষ পর্যন্ত সর্বশেষ বস্ত্রটুকু সমর্পণ করে কোর্ট ত্যাগ করতে হয়েছে । কালো কোটের শয়তানী প্রচণ্ড দুর্ধর্ষ ।

১৩ ই মে, ২০২২ বিকাল ৫:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রিয়জন গেল, টাকাও গেল। শেষে পণ্ডশ্রমও হলো।

৩| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: বিআর চেয়ে কোনো লাভ নেই।

১৪ ই মে, ২০২২ ভোর ৬:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই তো দেখছি।

৪| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: এদেশে বিচার নেই। জোর যার মুল্লুক তার।

১৪ ই মে, ২০২২ ভোর ৬:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিচার চাইতে গিয়ে সর্বস্বান্ত হতে দেখেছি।

৫| ১৩ ই মে, ২০২২ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য,




সোনাগাজীর মন্তব্যের সাথে সহমত। আসলেই যে কোনও অপরাধের বিচার চাইতে হবে কেন ? প্রকাশ্য দিবালোকের ঘটনা। আইন রক্ষার দায়িত্ব তো পুলিশের। পুলিশ কেন অপরাধ দেখেও আইন রক্ষার কাজটি কোন সময়ই করেনা ? কাউকে মামলা করতেই হবে কেন ? ভুক্তভোগীর বলাই তো যথেষ্ট। জনগণকে রক্ষার সার্বিক দায়িত্ব তো সরকারের-ই , না কি !!!!!!!!! তাই রাষ্ট্র কি তার জনগণের সাথে সাথে নিজেও অপরাধের শিকার নয় ?????

১৪ ই মে, ২০২২ ভোর ৬:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রশাসন মনে করে ভুক্তভোগী অভিযোগ জানালেই মামলা হবে। বুঝতে পারি না ভুক্তভোগীরই কেন বলতে হবে।

৬| ১৩ ই মে, ২০২২ রাত ১০:০৪

বিজন রয় বলেছেন: পরিবর্তন দরকার। আর কোন পথ নেই।
পরিবর্তন দরকার।

১৪ ই মে, ২০২২ ভোর ৬:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রশাসনে অথর্ব এবং অসৎ লোকে ভরপুর।

৭| ১৩ ই মে, ২০২২ রাত ১০:০৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: লাভ নেই।

১৪ ই মে, ২০২২ ভোর ৬:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সত্যি তাই।

৮| ১৩ ই মে, ২০২২ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: নাহিদ বা প্রীতি ক্ষমতাবানদের পুত্র কন্যা নয়। তাই বিচারের প্রশ্নই আসে না।

১৪ ই মে, ২০২২ ভোর ৬:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেকসময় দেখা যায় ক্ষমতাবানদের সাথে অন্যায় হলেও বিচার হয় নি। অরাজক এক পরিস্থিতির মধ্যে আছি আমরা।

৯| ১৪ ই মে, ২০২২ সকাল ১০:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বিচার চাইতে হবে কেন? এ কেমন সিস্টেম ?

১৮ ই মে, ২০২২ রাত ১১:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনাচার।

১০| ১৬ ই মে, ২০২২ সকাল ১১:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিচার চেয়ে কি হবে, বিচার তো আর হবেনা উল্টো আপনারই বিচার করা হবে? যেখানে রাস্ট্র আছে সেখানে বিচার চাইতে কেন হবে?

১৮ ই মে, ২০২২ রাত ১১:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সত্যিই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.