নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

বেল পাকলে কাকের কী?

২৫ শে মে, ২০২২ সকাল ১১:১৫

বন্ধু বান্ধব বিয়ে করছে। কিন্তু তাদের মনে অনেক দুঃখ। কত আশা ছিল সুন্দরী মেয়ে বিয়ে করবে অথচ জুটছে মোটা, কালো সব মেয়ে। বর্ণবৈষম্য হয়ে যাচ্ছে মনে হয়। তবে এটা কিন্তু সত্যি প্রত্যেকেই সুন্দরী মেয়ে চায়। যেমন প্রত্যেক মেয়ে চায় সুপুরুষ।
যাহোক, সেদিন একজন বলল, কিছু করার নেই রে! আমাদের কপালে এগুলোই জুটবে। নেই টাকা, নেই ভালো চাকরি। মোটামুটি একটা জুটাই তো অনেক।
সত্যিই তো। আমি বললাম।
আমার ঘনিষ্ঠতা ছিল এক মেয়ের সাথে। প্রায় দু বছরের পরিচয়। সেদিন সে নিজেই বলল, আমার আগে আরও কয়েকজনের সঙ্গে তার কথা হতো। একজনের সঙ্গে দু বছর কথা হয়েছে। তেরো-চৌদ্দ বছর বয়সে একজনের সঙ্গে শারীরিক সম্পর্কও হয়েছিল। পরে ধোঁকা দিয়ে চলে গেছে।
জিগ্যেস করলাম, দু বছর যার সাথে কথা হলো তার কী হলো?
সে বলল, তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি।

মনটা খুব খারাপ হলো। বুঝতে পারলাম এতকিছু করা সত্ত্বেও কেন তার মন পাই না। যদিও সে বলে অনেক ভালোবাসে কিন্তু মনে হয় না। শুধু রাগ আর রাগ। যদিও মাঝেমধ্যে দরদ করে।
কিন্তু তাতে কি মন ভরে?
বুঝতে পারি মন তো তার অন্য দিকে বর্গা দেওয়া। রাগের মাথায় অনেক কিছু বললাম। সে কাঁদল। অবশ্য এত অপমান করার পর কান্না করারই কথা। যোগাযোগ না রাখারই কথা। হলোও সেটাই।

খুবই কষ্ট হয় কপালে সব সেকেন্ড হ্যান্ডই জুটে। কারও প্রথম পছন্দ হওয়া হলো না।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২২ সকাল ১১:২২

রানার ব্লগ বলেছেন: কেউই কারো প্রথম হতে পারে না !!!

২৫ শে মে, ২০২২ সকাল ১১:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভাবতেই এত খারাপ লাগে যে বলে বোঝাতে পারব না।

২| ২৫ শে মে, ২০২২ দুপুর ১২:০৭

মোস্তফা সোহেল বলেছেন: বিয়ে করতে গেলে একটা মেয়ের পেছনের ইতিহাস না জানতে চাওয়াই ভাল।

২৫ শে মে, ২০২২ দুপুর ১:৩৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পেছনের ইতিহাস না হয় বাদ কিন্তু এ মেয়ে কি পরবর্তীজনকে মন থেকে ভালোবাসতে পারবে? মনে তো হয় নি।

৩| ২৫ শে মে, ২০২২ দুপুর ১২:১৬

অগ্নিবেশ বলেছেন: আইছে আমার ফাসট হ্যান্ড X((

২৫ শে মে, ২০২২ দুপুর ১:৩৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রেগে গেলেন মনে হচ্ছে?

৪| ২৫ শে মে, ২০২২ দুপুর ১২:৩১

অপু তানভীর বলেছেন: সেকেন্ডহ্যান্ড শব্দটা খুবই বাজে শোনালো !

বিয়ে কিংবা সম্পর্ক জড়ানোর বেলাতে একজন আগে কী করেছে সেটাকে বিবেচনাতে নিয়ে আসাটা বোকামী ! আপনার সম্পর্কে জড়ানোর পরে সে শতভাগ লয়্যাল কিনা সেটা হচ্ছে প্রধান বিষয় !

২৫ শে মে, ২০২২ দুপুর ১:৩৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেকেন্ড হ্যান্ড শব্দ টা আসলেই বাজে। কিন্তু এটা দুঃখে বলা। আপনার কথা সত্যি। কিন্তু মেয়েটাকে লয়্যাল মনে হয় নি। মনে হয়েছে ব্যবহার করছে।

৫| ২৫ শে মে, ২০২২ দুপুর ১:২১

সোনাগাজী বলেছেন:




১৩/১৪ বছর বয়সে শারীরিক সম্পর্ক? সে ময়ের ভবিষ্যত কি বলা মুশকিল।

২৫ শে মে, ২০২২ দুপুর ১:৩৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যদিও বলেছিল বুঝতে পারে নি। আবার ওর মায়েরও একটা নষ্ট কেচ্ছা আছে।

৬| ২৫ শে মে, ২০২২ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: এই মন্দের ভিড়ে একজন সহজ সরল মানুষ খুঁজে নিন। যে আপনাকে মোটামোটি ভালোবাসবে। শ্রদ্ধা করবে। আপনিও শ্রদ্ধা ও ভালোবাসতে পারবেন।

২৫ শে মে, ২০২২ দুপুর ১:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই করতে হবে।

৭| ২৫ শে মে, ২০২২ দুপুর ২:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ফর্সা হলেই সুন্দর হয় এমন নয়। সুন্দর কালো হয়, শ্যামলা হয়,বেটে হয়, লম্বা হয়, চিকন হয়।আমার চোখে সবচেয়ে সুন্দরী মেয়ে সে, যে বন্ধুত্বকে সম্মান দিতে পারে। যার সাথে মিশে আমি কমফোর্ট। একটা কালো মেয়ে বন্ধু আমার সাথে সিগারেট শেয়ার করে টানে, এককাপ চায়ের অর্ধেক আমি খাই বাকি অর্ধেক সে পিরিসে ঢেলে খায়। সে আমার কাছে অনেক সুন্দর মেয়ে। আমি একবার হসপিটালে ভর্তি ছিলাম। ৮-৯ দিন ছিলাম। সে প্রতিদিন এসে বসে থাকত। ফ্রূটস কেটে খাওয়াতো। ওর সম্বন্ধে বিস্তারিত লিখলে মন্তব্য পোস্টের চেয়ে লম্বা হয়ে যাবে।

২৫ শে মে, ২০২২ দুপুর ২:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ডেফিনেশন ঠিক আছে আপনার। আমি এটা মানি।

৮| ২৫ শে মে, ২০২২ দুপুর ২:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


সবাই নষ্ট হয়েও ভালো খুজে, দুই নষ্ট ভালো হওয়ার জন্য এক হলে ভালোর দিকে যেতেও পারে।

২৫ শে মে, ২০২২ দুপুর ২:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এটা অবশ্য ঠিক বলেছেন।

৯| ২৫ শে মে, ২০২২ দুপুর ২:৪৩

নতুন বলেছেন: খুবই কষ্ট হয় কপালে সব সেকেন্ড হ্যান্ডই জুটে। কারও প্রথম পছন্দ হওয়া হলো না।


আগের সম্পর্কগুলি যদি নস্টামী হয় তবে আপনার সাথে যেটা হচ্ছে সেটাও তো নস্টামী তাই না?

ছেলে মেয়ে পাশে আশা, কাছে আশা থেকেই শারিরিক সম্পর্ক হয়ে যায়। এখন যদি আপনাদের কাছে আশা থেকে তেমন কিছু হয়ে যায় তবে আপনি কিন্তু বলবেন না যে গতকাল নস্টামী করেছি।

আমার অপরের দোষ বেশি দেখি, নিজেদের দোষটা দেখি না।

যার সাথে মনের মিল হয় সেই সবচেয়ে সুন্দরী। হেলেন অফ ট্রও কেউ বিরক্ত লাগবে যদি মনের ক্যামিস্টিতে না মিল হয়।

২৫ শে মে, ২০২২ দুপুর ২:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আগের সম্পর্ক নিয়ে মাথাব্যথা নেই। কিন্তু এত ভালোবাসা সত্ত্বেও যদি মন না পাওয়া যায়, তার মন যদি অন্য দিকে থাকে তাহলে করণীয় কী? মনের মিল হলেই সুন্দরী এটা জ্ঞানের কথা কিন্তু বাস্তবে সবাই দেখতে সুন্দর খুঁজে।

১০| ২৫ শে মে, ২০২২ দুপুর ২:৫৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: আগের সম্পর্ক নিয়ে মাথাব্যথা নেই। কিন্তু এত ভালোবাসা সত্ত্বেও যদি মন না পাওয়া যায়, তার মন যদি অন্য দিকে থাকে তাহলে করণীয় কী? মনের মিল হলেই সুন্দরী এটা জ্ঞানের কথা কিন্তু বাস্তবে সবাই দেখতে সুন্দর খুঁজে।

মানুষের মন জটিল জিনিস। আপনি কাউকে ভালোবাসেন এবং ২০০% ভালোবাসতেই পারেন, কিন্তু সেটা কোন গ্যারান্টি দেয়না যে মেয়েটি আপনাকে ভালোবাসবেই।

যখন দুজন দুজনকে ভালোবাসে সেটাই সবচেয়ে ভালো সম্পর্ক। অনেকের জীবন এমনটা হয়তো হয় না। যারা তেমন জুড়ি মেলাতে পারে তারা সবচেয়ে সুখী জীবন জাপন করতে পারে।

এই জন্য আপনাকে যে ভালোবাসে তাকে খুজে বের করুন, তাকে পেলে তাকে ভালোবাসার চেস্টা করুন। সবচেয়ে সুখী হতে পারবেন।

২৫ শে মে, ২০২২ বিকাল ৩:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বললে বিশ্বাস করবেন কি না এই মেয়ের জন্য নিজে না খেয়ে থেকেছি (ভালো খাবার হলে ওর জন্য নিয়ে যেতাম)। দেখা হলে জোর করে খাইয়েছি। বেহায়ার মতো নিজে বারবার কল দিয়েছি। বাড়ির সাথেও কথা বলিয়ে দিয়েছি। কাজকর্ম ফেলে সারাদিন সময় দিয়েছি। কী করি নি? বিনিময়ে ও বারবার ব্লক করেছে, ছোটো করেছে। সম্পর্ক টেকানোর সর্বাত্মক চেষ্টা করেছি। অথচ ওর কোনো চেষ্টা ছিল না।

১১| ২৫ শে মে, ২০২২ বিকাল ৩:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এগুলো সবসময়ই সেকেন্ডহ্যান্ড হয়।

২৫ শে মে, ২০২২ বিকাল ৩:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কথাটা খারাপ হলেও এটাই কিন্তু সত্যি। এদের ভালোবাসতে নেই। এরা ভালোবাসার যোগ্য না।

১২| ২৫ শে মে, ২০২২ বিকাল ৪:৩৪

নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: যদিও বলেছিল বুঝতে পারে নি। আবার ওর মায়েরও একটা নষ্ট কেচ্ছা আছে।
এই মেয়ের কাছে থেকে দূরে থাকাই নিরাপদ, মেয়েরা বেশিরভাগ সময়ে মায়ের মতোই হয়।

২৫ শে মে, ২০২২ বিকাল ৫:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেটাই মনে হচ্ছে।

১৩| ২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৬

বিটপি বলেছেন: ফর্সা হওয়া কোন সৌন্দর্যের মাপকাঠি নয়। তবে হ্যাঁ, বাচ্চাকাচ্চা ফর্সা দেখতে চাইলে বাবা মা কেউ একজনকে ফর্সা হতে হয়। এখনকার দিনে যেখানে একটা ছেলের বিয়ে করতে ৩০ বছর পার হয়ে যায়, সেখানে মেয়ের রূপ কোন ম্যাটারই করেনা। করে চারিত্র, গুণ এবং কমিটমেন্ট।

২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চরিত্র, গুণ; কমিটমেন্ট কোনোটাই পাওয়া হলো না।

১৪| ২৫ শে মে, ২০২২ রাত ৯:৪৯

গরল বলেছেন: এসব নিয়ে দু:খ করা মানে নিজেকে ছোট করা, নারী জাতিকেও ছোট করা। আপনি যদি মনে করেন যে আর্থিক অসঙ্গতির কারণে সুন্দরী মেয়ে পাচ্ছেন না তাহলে মনে হতে পারে আপনি হয়ত ধনি বাবার মেয়ের পেছনে ঘুরছেন। আপনি চিন্তা করে দেখুন যে আপনার কি সুন্দরী মেয়েই লাগবে না সুশ্রী হলেই চলবে, ফ্যাশন সচেতন গ্লামারাস মেয়ে লাগবে না মার্জিত রুচিশীল মেয়ে হলেই চলবে। আপনি সুন্দরি মেয়ে চাইলে আপনারও সিক্স প্যাক থাকটা বাঞ্চনিয়। বউ এর কারণে ছেলে মেয়ে ফর্সা হবে কিনা সেটা চিন্তা করবেন না ছেলে মেয়ে ভদ্র, মার্জিত ও শিক্ষিত হবে সেটা চাইবেন? অতএব সুস্থ চিন্তা করুন কোন দু:খ থাকবে না।

২৫ শে মে, ২০২২ রাত ১১:৩১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিজের লেভেল বুঝেই চাওয়াটা হওয়া দরকার মনে হয়।

১৫| ২৫ শে মে, ২০২২ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৫ শে মে, ২০২২ রাত ১১:৩০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে।

১৬| ২৬ শে মে, ২০২২ রাত ১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খান সাব কিন্তু ফাস্টহ্যান্ড
জিতে নিয়েছেন, তাকে
নিয়েই শুরু আর তাতে শেষ!
লাকি বয়!

আপনার জন্য যাকে তৈরী করা হয়েছে
তাকেই বরণ করতে হবে।
তার আতীত ঘাটতে যাবেন না।
কারন স্ত্রীকে সন্ধেহ করে জেতার চেয়ে
বিশাস করে ঠকাও ভালো।

২৬ শে মে, ২০২২ ভোর ৪:৩০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কারণ, স্ত্রীকে সন্ধেহ করে জেতার চেয়ে
বিশাস করে ঠকাও ভালো।
সন্দেহজনক কাজ করলে সন্দেহ করা ছাড়া উপায় কী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.