নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
সেদিন দেখলাম একজনের পাঁচটা লেখা প্রথম পাতায়। আলোচিত অংশে দেখি একেকজনের একাধিক পোস্ট। এগুলো কেন? প্রতিদিন একটা করে দিলে হয় না? একদিনে একাধিক পোস্টই দিতে হবে?
কিছু কিছু ব্লগার দেখা যায় পত্রিকার নিউজ উপস্থাপন করে অথচ নিজস্ব মতামত নেই। এরা কি এখানে সাংবাদিকতা করতে এসেছে? করলেও নিজের মতামত কই? পত্রিকার নিউজ তো পত্রিকায়ই পড়ি, ফেসবুকে পড়ি। ব্লগেও এসে পড়তে হবে?
তারপর আসে উত্তর। একজন পোস্ট প্রসব করে গেল যে গেল, আর এল না। মন্তব্য আসে কিন্তু উত্তর নেই। বিষয়টা শুধু বিরক্তিকরই না, অপমানজনকও। একজন আপনার লেখায় মন্তব্য করেছে, সুতরাং আপনি উত্তর দিতে বাধ্য। কেন ভুলে যায় কিছু কিছু ব্লগার?
কপি-পেস্টের বিরুদ্ধে জোরালো আন্দোলন হলো। বেশ ভালো। এখন কপি-পেস্ট কমে গেছে। কিন্তু দলাদলি কমে নি। যে যাকে পছন্দ করে না তার পিছে লেগে থাকে। কেন? আর কি কাজকর্ম নেই?
কাউকে ব্লগ থেকে বিতাড়িত করতে কোনো কোনো ব্লগার উঠেপড়ে লাগেন। তার দরকার কী? তাকে ব্লক করে দিলেই তো হয়। নোংরা ফ্লাডিং করা বেশি দরকার?
আরও বহু সমস্যা। প্রতিকার কই?
২৭ শে মে, ২০২২ দুপুর ২:০১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই তো দেখছি।
২| ২৭ শে মে, ২০২২ দুপুর ১:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আগের নিয়ম বদল করা উচিত। ব্লগে ব্লগার নাই। তাই কেউ চাইলে যত খুশি পোস্ট প্রথম পাতায় দিতে পারবে এমন নিয়ম করা উচিত।
নিজস্ব কোন ভাবনা না থাকলে শুধু শুধু পত্রিকার লেখা তুলে দেয়া ঠিক না।
পোস্টের মন্তব্যের জবাব না দেয়াটা অসৌজন্যমুলক আচরণ।
দলাদলি করা ভালো না।
ব্লগে ব্লক করার পদ্ধতি আছে। সেটা প্রয়োগ না করে আমরা অন্যের পিছে লাগি। এটা ঠিক না।
২৭ শে মে, ২০২২ দুপুর ২:০৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কারও কোনো মাথাব্যথা নেই এসব নিয়ে।
৩| ২৭ শে মে, ২০২২ দুপুর ২:৩৮
রানার ব্লগ বলেছেন: এক্সাইটমেন্টের মাত্রা বেশি হলে এমন হয়।
২৭ শে মে, ২০২২ বিকাল ৫:১৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ও আচ্ছা।
৪| ২৭ শে মে, ২০২২ বিকাল ৪:২৭
ইমরোজ৭৫ বলেছেন: আমার উত্তর দিতে দেরী হলেও, উত্তর দিতে চেষ্টা করি।
২৭ শে মে, ২০২২ বিকাল ৫:১৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাহলে ঠিক আছে।
৫| ২৭ শে মে, ২০২২ বিকাল ৪:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: দিকনা ? তাতে তো কারো কোন ক্ষতি হচ্ছে না।
২৭ শে মে, ২০২২ বিকাল ৫:১৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হচ্ছে তো। লোকজন বিরক্ত হচ্ছে।
৬| ২৭ শে মে, ২০২২ বিকাল ৪:৩৯
সোনাগাজী বলেছেন:
যাঁরা একাধিক পোষ্ট দিচ্ছেন, তাঁদর লেখার মান কেমন?
২৭ শে মে, ২০২২ বিকাল ৫:১৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গড়পড়তা।
৭| ২৭ শে মে, ২০২২ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: হ্যাঁ হ্যাঁ--
ইয়েস ইয়েস----
২৭ শে মে, ২০২২ বিকাল ৫:১৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: না, না-- নো, নো---
৮| ২৭ শে মে, ২০২২ বিকাল ৫:১৬
মোস্তফা সোহেল বলেছেন: অনেকে ব্যস্ততার মাঝে ব্লগে সময় দেন।প্রতি মন্তব্যের সময় পান না হয়তো।
২৭ শে মে, ২০২২ বিকাল ৫:১৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই বলে পোস্ট দিয়ে হারিয়ে গেলে কেমনে হয়?
৯| ২৭ শে মে, ২০২২ বিকাল ৫:৫৩
মাস্টারদা বলেছেন: নেপটিজমের যমে কী এখানেও ধরেছে তাহলে?
২৭ শে মে, ২০২২ রাত ১০:০৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Hm
১০| ২৭ শে মে, ২০২২ রাত ১০:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কারো পোস্ট ২ দিনে ১০,০০০ বারেরো বেশি পড়া হয় ক্যামনে????
২৮ শে মে, ২০২২ সকাল ৭:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Refresh করে কেউ।
১১| ২৭ শে মে, ২০২২ রাত ১০:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একই সময়ে একজনের একাধিক পোস্টের কারণে অনেক মান সম্পন্ন লেখা দ্রুত পেছনের পাতায় চলে যায়।
যারা একাধিক পোস্ট দিচ্ছেন, তারা এক পোস্টেই ১/২/৩ এভাবে সকল ভাবনা /লেখা লিখতে পারেন।
২৮ শে মে, ২০২২ সকাল ৭:৩৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যারা একাধিক পোস্ট দিচ্ছেন, তারা এক পোস্টেই ১/২/৩ এভাবে সকল ভাবনা /লেখা লিখতে পারেন। প্রস্তাব টা ভালো। তবে যারা একসঙ্গে একাধিক পোস্ট দেন, তারা মনে হয় এটেনশন পেতে চান শুধু। ভাবনাচিন্তার বিস্তার চান না।
১২| ২৭ শে মে, ২০২২ রাত ১০:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: সাড়ে চুয়াত্তর ভাইয়ের প্রথমটি বাদে সবগুলির সাথে আমি একমত।
১১ নাম্বারে লিটন ভাই প্রথম পাতায় একাধিক পোস্ট না দেয়ার সঠিক ব্যাখ্যা দিয়েছেন।
তবে আমার মনে হয়, যেহেতু এখন পোস্টের সংখ্যা কমে গেছে সেইহেতু ২৪ ঘন্টাতেও যদি নিজের পোস্ট প্রথম পাতা থেকে না সরে তাহলে দ্বিতীয় পোষ্ট করা যেতে পারে।
২৮ শে মে, ২০২২ সকাল ৭:৪০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাড়াতাড়ি পোস্ট দিতেই হবে; এমন না। অন্যদের পোস্ট নিয়ে আলোচনা করা যায়।
১৩| ২৭ শে মে, ২০২২ রাত ১০:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: কারো পোস্ট ২ দিনে ১০,০০০ বারেরো বেশি পড়া হয় ক্যামনে????
মশিউর ভাই কোন খারাপ ও নোংরা লোক উদ্দেশ্যপ্রনোদিত ভাবে আমার পোষ্টটি অহেতুক ১০ হাজার বার হিট করিয়েছে। এই ব্যাপারে কর্তৃপক্ষকে ২ ৩ বার অভিযোগ জানানো হয়েছে।
২৮ শে মে, ২০২২ সকাল ৭:৪১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শত্রুতা করে কিছু কিছু পোস্ট রিফ্রেশ করা হয়।
১৪| ২৮ শে মে, ২০২২ সকাল ৮:৪০
জ্যাকেল বলেছেন: ব্লগে কপি পেস্ট নিয়ে সমস্যা কেটে যাক ইহা অনেকেই চান না। তাদের পোস্ট এবং মন্তব্যে এক প্রকার ব্যাং করতে দেখা যায়, দেখুন অবস্থা। যাক, ব্লগ টিম সিরিয়াসলি ব্যাপারটা দেখেছেন, এটাই গুড নিউজ।
২৮ শে মে, ২০২২ সকাল ৮:৫৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কপি-পেস্ট ঝামেলা আপাতত কেটে যাচ্ছে মনে হয়।
১৫| ২৮ শে মে, ২০২২ দুপুর ১২:৫৩
রানার ব্লগ বলেছেন: রাজীব ভাই আপনি অনেক ভালো লেখেন এটা স্বীকার করছি তাই বলে প্রথম পাতা ভর্তি করে ফেলবেন আপনি একাই তা কেনো আমাদের মতো অল্প বিদ্যাধারীদের ও সুজুগ দেন ।
২৮ শে মে, ২০২২ বিকাল ৪:৪১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওনি মাঠ একাই দখলে নিতে চান মনে হচ্ছে।
১৬| ২৮ শে মে, ২০২২ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল কথা হলো- আমরা এসব নিয়ে ভাববো না।
আমরা শুধু লিখে যাবো। এসব ভাবনা ও সমাধান করবেন ব্লগটিম, মডারেটর।
২৮ শে মে, ২০২২ বিকাল ৪:৪০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুযোগ তো সবারই পাওয়া উচিত। তাই না? শুধু লিখলেই তো হবে না, পড়তেও হবে। এত ঘন ঘন পোস্ট প্রসব করলে লেখার মান কমে যাবে না?
১৭| ২৮ শে মে, ২০২২ বিকাল ৪:৫৪
ভার্চুয়াল তাসনিম বলেছেন: একটি পত্রিকায় পড়েছিলাম অনলাইনে যারা অনেক সময় কাটান তাদের অধিকাংশ নিষঙ্গ। একাকীত্বের যন্ত্রণা তাদের হতাশায় আচ্ছন্ন করে ফেলে। হত তাই ব্লগে এটা ওটা করে লিখে কষ্ট ভুলে থাকতে চান। লেখার জন্য সবচেয়ে সুন্দর স্থান ব্লগ। এখানে মন খোলে লেখা যায়। চাপাবাজি করাও যায়। ছাইয়াবাজী করা যায়। কেউ পড়ুক অথবা না পড়ুক নিজ মনকে নিজে সান্ত্বনা দেয়া যায় লেখার মাধ্যমে।
ব্লগ-টিম দেখছেন। দৃষ্টিকটু হলে তারা পরিবর্তন আনবেন।
২৮ শে মে, ২০২২ রাত ৯:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লিখতে তো কেউ বারণ করে না৷ দরকার পড়লে বড়ো করে লিখুক। প্রতিদিন একাধিক কেন?
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২২ দুপুর ১:৫৩
প্রতিদিন বাংলা বলেছেন: ব্লগে কোনো মডু নেই
কুৎসা বিষয়ক হলে তাদের ডেকে আনা সহজ