নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

বেকুবদের জন্য আমার সহানুভূতি কাজ করে না

০১ লা জুন, ২০২২ রাত ১০:৩৮

ইণ্ডিয়ান একজন গায়ক মারা গেছেন, ওনি আবার বাংলাদেশেও বেশ জনপ্রিয়। যে অডিটোরিয়ামে ওনি গান গাইছিলেন, ধারণক্ষমতার চার গুন লোক হয়েছিল। এসি বন্ধ ছিল। জ্বলছিল বিশাল বিশাল পাওয়ারের লাইট। দমবন্ধ হয়ে যাচ্ছিল। গায়ক ঘেমে নেয়ে গেছিলেন। বারবার বলছিলেন লাইট বন্ধ করে দাও, এসি চালু করো। আয়োজকরা কর্ণপাত করে নি। ফলাফল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু।
স্বাভাবিকভাবে রাগ হওয়ার কথা আয়োজকদের ওপর। কিন্তু আমার রাগ খোদ গায়কের ওপর। ওনার কী এমন দায় পড়েছিল জীবন বিসর্জন দিয়ে গান শোনানোর?
ওনি বেরিয়ে গেলে নিন্দুকেরা অনেক কানাঘুঁষা করত কিন্তু ওনি তো বেঁচে যেতেন। জীবনের চেয়ে ভক্তদের আবদার বেশি দামি? ওনি পরবর্তীতে ভক্তদের খুশি করতে পারতেন না?


ছেলেটা মেয়েটাকে বলল গোপনে বিয়ে করবে। মেয়ে পরিবারসহ রাজি। বিয়ে হলো। বিয়ের কিছুদিন পর ছেলে যৌতুক চায়। মেয়ে লাখখানেক টাকা দেয়। ছেলে আরও চায়। এবার মেয়ে বেঁকে বসে। ছেলেটা লাপাত্তা।
আচ্ছা, যে ছেলে বিয়ে গোপন করে সে প্রতারক বোঝাই যায়। মেয়ে বা মেয়ের পরিবারের মাথায় কি ঘিলুও ছিল না? এখন বুঝুক ঠ্যালা।

আরও একটা ঘটনা এর সাথে প্রাসঙ্গিক। প্রবাসী দেশে এসে বিয়ে করেছেন। বিয়ের পর দেখা গেল ওনার আরও একজন বউ আছে। এখন নতুন বউ তালাক চায়। আচ্ছা, টাকা পয়সা দেখেই কি মাথা ঘুরে গিয়েছিল? একবারও ছেলের ব্যাপারে খোঁজ নেওয়া গেল না?


বাসায় সুন্দরী বউ। স্বামীর বয়স বেশি। স্বামী এক লোককে ঘন ঘন বাসায় নিয়ে আসেন। জমিজমা নিয়ে কী সব কথাবার্তা বলেন৷ একসময় দেখা গেল স্বামীর অবর্তমানে ওই লোকের সাথে বউয়ের পরকীয়া। তিন সন্তান রেখে পলায়ন। এমন এক লোকের সাথে পলায়ন, যে মহিলার মেয়ের দিকেও নজর দিয়েছিল। ভাবা যায়? যৌন অতৃপ্তি মানুষের হিতাহিত জ্ঞানও লোপ করে দেয়?
যাহোক, মহিলা যে খুব সুখী তা না। সতিন নিয়ে সংসার। নাক চোখের পানি এক।

মহিলার পূর্ববর্তী স্বামী বিদেশ থাকার সময় টাকা পাঠাতেন মায়ের নামে। সে জমি এখন সব ভাইদের। যিনি টাকা পাঠাতেন, ওনি ছেলেমেয়েদের কোনো চাহিদাই পূরণ করতে পারেন না।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২২ রাত ১০:৫০

সোনাগাজী বলেছেন:



গায়কের বয়স কতো?

০১ লা জুন, ২০২২ রাত ১১:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ৫২+

২| ০১ লা জুন, ২০২২ রাত ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: এমন কিছু লোকতো থাকেই...

০১ লা জুন, ২০২২ রাত ১১:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এরা বেকুব...

৩| ০১ লা জুন, ২০২২ রাত ১১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


২/৩/৪ ঠিক আছে বেকুবীর নিদর্শন ; কিন্তু ১ নং'এ দমবন্ধ হওয়া স্টেজ বানিয়ে গায়ক উঠালো,কিন্তু উনার কথা শুনলো না 'ব্যাপারটা কেমন নাহ!!

০১ লা জুন, ২০২২ রাত ১১:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওনার অবস্থা অন্য কেউ বুঝবে না। ওনার বেরিয়ে যাওয়া উচিত ছিল।

৪| ০১ লা জুন, ২০২২ রাত ১১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহম্মকরা না থাকলে প্রতারকরা
কি করে খাবে?

০১ লা জুন, ২০২২ রাত ১১:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাও ঠিক।

৫| ০১ লা জুন, ২০২২ রাত ১১:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: স্যার আমি আপাতত বাকশক্তি হারিয়ে ফেলছি। কিছুই বলতে পারছিনা।

০১ লা জুন, ২০২২ রাত ১১:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খুব বিরক্ত হয়েছি ওনার আহম্মকিতে...

৬| ০১ লা জুন, ২০২২ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর একটি পোষ্ট।
আমার খুবই ভালো লেগেছে।

০১ লা জুন, ২০২২ রাত ১১:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জেনে ভালো লাগল।

৭| ০২ রা জুন, ২০২২ রাত ১:৪৯

গরল বলেছেন: Common sense is commonly uncommon in some common people.

০২ রা জুন, ২০২২ সকাল ৭:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই তো দেখছি।

৮| ০২ রা জুন, ২০২২ সকাল ৯:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আহারে!

০২ রা জুন, ২০২২ দুপুর ২:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন:

৯| ০২ রা জুন, ২০২২ সকাল ১১:১৭

জুল ভার্ন বলেছেন: ফেসবুকে কে কে ভক্ত একজনের পোস্টে আমি মন্তব্য করেছিলাম- 'কে কে'র গান অল্প বিস্তর শুনেছি- ভালো গাইতেন।'

জবাবে তিনি লিখেছেন- "অল্প বিস্তর শুনে কে কে'র মূল্যায়ণ করবেন কিভাবে? জন্ম দিতে দিতে বুড়ো হয়ে গিয়েছেন, কে কে'র গান শুনবেন কখোন।"

ভাবতে পারেন কতো বড়ো কে কে ভক্ত এলেমদার!

০২ রা জুন, ২০২২ বিকাল ৩:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কে কে এর গান শুনে ওনি দেশ ও জাতির কী কী উপকার করেছেন জানতে চাইলেন না?

১০| ০২ রা জুন, ২০২২ বিকাল ৩:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিকই কইছেন।

০২ রা জুন, ২০২২ বিকাল ৩:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ও আচ্ছা।

১১| ০২ রা জুন, ২০২২ বিকাল ৩:৩৮

রানার ব্লগ বলেছেন: আয়োজকরাই বা কেমন। এতো গুলা লোক একটা বদ্ধ জায়গায় সেখানে এসি অফ করে রাখছে । যতদূর জানি গায়ক বারবার ইশারা করছিলেন স্পট লাইট অফ করতে। আয়োজক গুলার নামে শক্ত মামলা হওয়া উচিৎ

০২ রা জুন, ২০২২ বিকাল ৪:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দরদর করে ঘামছিলেন গায়ক। ওনার শরীর কুলাচ্ছিল না। আয়োজকদের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ওনার বেরিয়ে যাওয়া উচিত ছিল।

১২| ০২ রা জুন, ২০২২ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০২ রা জুন, ২০২২ বিকাল ৪:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালো মন্তব্যই করছে। লোকজন মোটামুটি একমত আমার সাথে।

১৩| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্ত্যব্য সহ পড়ে গেলাম।
গত কালের আগে আমি কে কে সাহেবের নামও শুনিনি। বিস্তারিত জেনে উনার মৃত্য প্যাথেটিক মনে হয়েছে।

০২ রা জুন, ২০২২ রাত ১০:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওনার নামটা অনেকের অজানা থাকলেও ওনার গান, বিশেষত ইমরান হাশমির লিপ সিং বেশ সমাদৃত।

১৪| ০২ রা জুন, ২০২২ রাত ৯:৪৩

জ্যাকেল বলেছেন: হায়! ঐ মা-ভক্ত ছেলেটার জন্য খারাপ লাগলো। বাকিদের জন্য অবশ্য তেমন খারাপ লাগেনি।

০২ রা জুন, ২০২২ রাত ১০:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অথচ মা টা ছেলেটার প্রতি অবিচার করেছেন।

১৫| ০৩ রা জুন, ২০২২ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালো মন্তব্যই করছে। লোকজন মোটামুটি একমত আমার সাথে

হ্যাঁ সেটাই দেখলাম।
কে কি কন্তব্য করে সেদিকেও আমাকেও খেয়াল রাখতে হয়।

০৩ রা জুন, ২০২২ সকাল ৮:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.