|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 অনিকেত বৈরাগী তূর্য্য
অনিকেত বৈরাগী তূর্য্য 
	মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
গত কয়েকদিন ধরে খেয়াল করছেন পোস্ট কম আসে? মন্তব্যও কম। মনে হচ্ছে ব্লগ ঘুমিয়ে গেছে। ভিন্ন ধাঁচের কয়েকজন ব্লগারকে দেখি না। বিশেষত সোনাগাজীকে। সোবুজ নামের একজনকে দেখি না অনেকদিন। সাসুমকে এই দেখি এই নেই। জগতারন এবং আখেনাটনকেও কম কম দেখা যায়। নতুনও নেই অনেকদিন। রানার ব্লগ অবশ্য উঁকি দেয় মাঝেমধ্যে। 
খাইরুল আহসান, সোনাবীজ অথবা ধূলোবালি ছাই, আহমেদ জী এস, জুন অবশ্য হারিয়ে যাননি। তারা না থাকলে আরও খালি খালি লাগত। 
মরুভূমির জলদস্যু, মিররডল, অপ্সরা, শাহ আজিজ, নূর মোহাম্মদ নূরু, মনিরা সুলতানা সক্রিয় আছেন। আছেন স্বপ্নবাজ সৌরভ, ঢাবিয়ান, জুলভার্ন, অপু তানভীর, মোহাম্মদ গোফরান, সারে চুয়াত্তর, ভার্চুয়াল তাসনিম, কামাল ৮০। রাজীব নুর কয়েকদিন ছিলেন না। মনে হচ্ছে গুরু বিনে ওনার ভালো লাগে না।
নতুন নকিব, নীল আকাশকেও দেখা যায় না। 
যাহোক, পক্ষ-বিপক্ষ আলোচনা থাকলে ভালো লাগে। এক তরফা পোস্ট ভালো লাগে না
 ৪৬ টি
    	৪৬ টি    	 +০/-০
    	+০/-০  ২৫ শে আগস্ট, ২০২২  বিকাল ৫:৪৯
২৫ শে আগস্ট, ২০২২  বিকাল ৫:৪৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওনার অনুপস্থিতি স্পষ্ট বোঝা যাচ্ছে।
২|  ২৫ শে আগস্ট, ২০২২  বিকাল ৫:৫২
২৫ শে আগস্ট, ২০২২  বিকাল ৫:৫২
ককচক বলেছেন: পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনা হলে ভালো লাগে। অনেক কিছুই জানা যায়।
  ২৫ শে আগস্ট, ২০২২  বিকাল ৫:৫৫
২৫ শে আগস্ট, ২০২২  বিকাল ৫:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: ঠিক।
৩|  ২৫ শে আগস্ট, ২০২২  বিকাল ৫:৫৮
২৫ শে আগস্ট, ২০২২  বিকাল ৫:৫৮
আহমেদ জী এস বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য,
আশা করি, অনুপস্থিত ব্লগারদের পূনঃ পদচারণায় ব্লগের পানসে-পানসে ভাব কেটে গিয়ে মিষ্টি-মিষ্টি হয়ে উঠবে।
  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:০৪
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:০৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এমন হলেই ভালো হতো।
৪|  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:০৮
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:০৮
কামাল৮০ বলেছেন: আসা যাওয়ার এই খেলা চলবেই।কাউকে আসতে না দেওয়া এটা ঠিক না।যেতে চায় তাকে ধরে রাখা যায় না।
  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:১০
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:১০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাও ঠিক।
৫|  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:২৮
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: 
আপনি যে সব ব্লগারদের নাম লিখেছেন, তাদের মধ্য থেকে, আমি ছাড়া আর সবাই এক একজন ব্লগের প্রান।সবাই মিলে, ব্লগীয় নীতিমালা মেনে ব্লগটাকে জমজমাট ও মিষ্টি করে রাখুক।সবাই মিলে ব্লগে থাকুক। 
ব্লগ যারা ভালোবাসেন তাদের প্রতি ভালোবাসা। আপনিও ব্লগের প্রতি ভালোবাসা থেকেই এই পোস্ট লিখেছেন। 
দিনশেষে ব্লগের ভালো হোক। ব্লগারদের ভালো হোক। পারষ্পরিক সম্মান বজায় থাকুক।
  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৩৭
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দিনশেষে ব্লগের ভালো হোক। ব্লগারদের ভালো হোক। পারষ্পরিক সম্মান বজায় থাকুক। এটাই চাওয়া।
৬|  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৩১
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
পুরোনো কেউ ফিরে আসবে বলে মনে হয়না । সময়টাই অন্য রকম। 
২২- ৩০ বছরের কত জন ব্লগার আছে বলে আপনার ধারণা?
  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৩৭
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৩৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হাতেগোনা।
৭|  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৪২
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৪২
জুন বলেছেন: ব্লগে ক্যাচাল দেখলে আমারও হারিয়ে যেতে ইচ্ছে করে । আমি কারো সাথে একটু উচু গলায় কথা বলতে পারি না ক্যাচাল তো দুর অস্ত বৈরাগী ।
  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৪৫
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৪৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ক্যাচাল হলেও তো ব্লগ জমজমাট থাকে। নীরবতা ভালো লাগে?
৮|  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৫০
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৫০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ওনার অনুপস্থিতি স্পষ্ট বোঝা যাচ্ছে। 
ব্লগের প্রান চাঁদগাজী। সামুকে প্রানবন্ত করে রাখেন চাঁদগাজী। 
হ্যাঁ জানি চাঁদগাজী ছাড়াও সামু চলবে। কিন্তু প্রানহীণ ভাবে চলবে। 
আমি তিনজন ব্লগারের সাথে কথা বলেছি। তারাও আমার সাথে একমত। চাঁদগাজী ছাড়া ব্লগ ভালো লাগে না।
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:০৩
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:০৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে।
৯|  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৫৬
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৬:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাগাজী সাহেবকে মুক্তি দেয়া হউক। উলটাপালটা অনেক কথা বললেও ওনার লেখাগুলি ভালো।
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:০৫
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:০৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হজম হয় না অনেকের।
১০|  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:১৯
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: 
সকলের ফিরে আসার শুভকামনা রইলো।
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:০৬
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:০৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তবে তাই হোক।
১১|  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:৩০
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:৩০
পোড়া বেগুন বলেছেন: 
আবার জমবে মেলা বট তলা হাট খোলা;
আউসের নবান্যের উৎসবে......…
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:০৯
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:০৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেই ভালো সেই ভালো।
১২|  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:৪০
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:৪০
রযাবিডি বলেছেন: চলার পথে আবার জমবে মেলা।
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:১০
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:১০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হয়ত।
১৩|  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:৪৩
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:৪৩
ঢাবিয়ান বলেছেন: ব্যস্ততার কারনে হয়ত অনেকেই অনিয়মিত হয়ে পড়েছে।
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:১০
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:১০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এটাও কারণ।
১৪|  ২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:৪৪
২৫ শে আগস্ট, ২০২২  সন্ধ্যা  ৭:৪৪
মনিরা সুলতানা বলেছেন: আশা করছি আবার জমজমাট হবে।
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:১১
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:১১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হলে ভালো হতো।
১৫|  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ৮:০০
২৫ শে আগস্ট, ২০২২  রাত ৮:০০
খায়রুল আহসান বলেছেন: ২০১৯ এ একটা সময় ছিল, যখন ভিপিএন ছাড়া ব্লগে ঢোকা যেত না। তখনও চেষ্টা করে গেছি যথাসম্ভব ব্লগে অনলাইন থাকতে, পোস্ট লিখতে ও পড়তে। সে চেষ্টা এখনও অব্যাহত আছে। 
ব্লগে সকলের উপস্থিতি কামনা করি। সকলেই একে অপরের সম্মানের দিকে খেয়াল রেখে সৌহার্দ্যের সাথে ব্লগিং করে যাক, এটাও কাম্য। দ্বিমত থাকবেই, সবার সব লেখার সাথে ঐকমত্য পোষণ করা সম্ভবও নয়, প্রত্যাশিতও নয়। আলোচনা সমালোচনা যেন কারও প্রতি কিংবা কারও পেশার প্রতি ব্যক্তি আক্রমণ বা প্রাতিষ্ঠানিক আক্রমণে পর্যবসিত না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব প্রথমতঃ ব্লগারগণের নিজের উপর, অতঃপর ব্লগ কর্তৃপক্ষের উপর বর্তায়।
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:১৪
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:১৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সহমত। মাঝেমাঝে বাড়াবাড়ি হয়ে যায়। যাহোক, সকলেই একে অপরের সম্মানের দিকে খেয়াল রেখে সৌহার্দ্যের সাথে ব্লগিং করে যাক, এটাও কাম্য।
১৬|  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ৮:০৮
২৫ শে আগস্ট, ২০২২  রাত ৮:০৮
মিরোরডডল  বলেছেন: 
খেলাঘর কিছুদিন আগে বলে গেছে সাময়িক বিরতির কথা, হয়তো চলে আসবে শীঘ্রই ।
সোবুজ অন্য নিক থেকে রেগুলার একটিভ আছে । 
সাসুম আছে কিন্তু কমেন্ট কম তাই উপস্থিতি বোঝা যায়নি ।
আনা পোষ্ট দিলে আসে কদিনের জন্য, আবার পোষ্ট নিয়ে নিশ্চয়ই আসবে । 
নতুন বাংলাদেশে গেছে ফ্যামিলি ভিজিট । নেক্সট ফিউ উইক্সে চলে আসবে ।
অনেকেই বেশ দীর্ঘদিন ধরে নেই ।
নেওয়াজ আলী, অন্য নিক থেকে আসে কিনা জানিনা ।
সোহানী আপু, নান্দনিক নন্দিনী, সামিয়া, রামিসা এরা অনেকদিন আসে না ।
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:১৬
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:১৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেক খোঁজখবর জানলাম আপনার মাধ্যমে। সবাই ভালোমতো ফিরে আসুক এই কামনা।
১৭|  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ৮:১৬
২৫ শে আগস্ট, ২০২২  রাত ৮:১৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: একজন দুইজন ব্লগারের জন্য যদি ব্লগ পানসে মনে হয়, তাহলে তাদের আলাদা কোথাও লিখে দিয়ে সেগুলির সুধা তাদের ভক্তরা পান করলেই বোধ হয় ভালো লাগে।
আমার কাছে মনে হয় এই এক-দুইজন ব্লগারের লেখাটাই কয়েকজন পড়ে; আর যারা আসল ব্লগার-আসল পাঠক, তারা সবার লেখাই পড়ার চেষ্টা করে।
দিন শেষে উপদেশ (অনুরোধ নয়) ব্লগ পড়ুন, কোন পার্টিকুলার লেখকের লেখা না।
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:০২
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:০২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হিংসার বশবর্তী হয়ে একটা ছাগলের মতো মন্তব্য করলেন। ভালো লিখিয়েদের নাম না লিখে আপনার মতো যদু মধুর নাম লিখব? যাদের নাম লিখছি তারা ভালো ব্লগার।
১৮|  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ৮:২৫
২৫ শে আগস্ট, ২০২২  রাত ৮:২৫
শাহ আজিজ বলেছেন: সোনাগাজিকে অনুমতি দেওয়া হোক ব্লগিং করার ।
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:১৭
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:১৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একমত।
১৯|  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ৮:৪৩
২৫ শে আগস্ট, ২০২২  রাত ৮:৪৩
অপ্সরা বলেছেন: আমার কি মনে হয় জানো ভাইয়া?
ভালোমানুষের যেমন দাম নাই  জগতে আই মিন দাম আছে বাট চার্ম নাই তেমনই ভালো ভালো নিরীহ পোস্টদের দাম আছে কিন্তু চার্ম নাই ব্লগেতে।   
 
তাই ভালো ভালো পোস্ট থাকিলেই চলিবেক না।  
 
ব্লগে লাগবে চার্মিং পোস্ট ।  
 
আর জানোই যে যুগের যে চল। ইদানিং কালের ছেলেমেয়েরা যেমন বাবা মায়েদের কথা শুনে না আগেরকালের মত। বেয়াদপের ধাড় একেকজনা। ঠিক তেমনি ইদানিং কালে একটা ট্রেন্ড হয়েছে আমাদের ব্লগেতে সমালোচনার নামে একে অন্যকে হার্ট করে মন্তব্য করা। এই হার্ট আবার সবাই করতে পারে না। বিশেষ করে দূর্বল চরিত্রের মানুষেরা তাই তারা যারা তেমন করে যা তা বলে মানুষকে হার্ট করে ফেলে তাদের পূজারী হয়ে যায়।  
 
কারণ তারা সেসব বলতে পারতো না। মুখ বুজে বকাঝাকা খেত। তাই তারা তখন সেসব মাস্তানী টাইপ আচরনের ফ্যান হয়ে পড়ে। 
আর যাই বলো আর তাই বলো একজন মাস্তানের আচরনে যে চার্ম আছে একজন সাধূবাবার আচরনে কি সেই চার্ম থাকে???
একজন মাস্তান গুন্ডা বা পান্ডার আচরনে যেই টক ঝাল মিষ্টি আছে একজন সাধুবাবার আচরণ তো শুধুই পানসে। 
তাই ব্লগে সবাই থাকুক। 
সাধুবাবা টাইপ মানুষেরা লিখুক তারা ব্লগের শোভা কিন্তু চার্মিং টাইপ মাস্তানী পোস্ট দেওয়া কমেন্ট করা লোকজনাগুলো হোক ব্লগের টক ঝাল মিষ্টি কিংবা তিতা করোলার মজা।  
 
শুধু শুধু পানসে সাধুবাবা টাইপ ব্লগাররা লিখলে ব্লগ তো পানসে লাগবেই।  
 
ধ্যাৎ আমারও ইদানিং পানসেই লাগছে।
আমি একজ সাধুবিবি কিন্তু আই লাইক চার্মিং টক ঝাল তিতা ব্লগারস 
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:২৩
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:২৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দরকারী অনেক কথা বলছেন। আসলেই চার্মিং পোস্ট ছাড়া ব্লগ জমে না। আমি বলি সব ধরণের পোস্ট চলুক। বোঝাপড়া হোক সবার মধ্যে। পার্সোনাল অ্যাটাক না হোক।
২০|  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ৮:৪৫
২৫ শে আগস্ট, ২০২২  রাত ৮:৪৫
সাসুম বলেছেন: জনপ্রিয় ব্যান্ড কুইনের একটা দুনিয়া বিখ্যাত গান আছে-  দা শো মাস্ট গো অন 
কুইনের সেই বিখ্যাত গান 
কে থাকবে , কে আছে , কে নাই- সেই আফসোস না করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে! হয়ত এক চমকের জন্য থমকে দাড়ানো যায়, বাট কে নেই বা কে হারিয়ে গেছে সে আফসোস না করে আমাদের সাম্নের দিকে যেতে হবে। 
ব্লগে অনেকেই আছেন, অনেকেই লিখেন, অনেকেই রেগুলার থাকেন! তাদের লিখা পড়েন! কেউ আর কখনো ফিরে আসবেনা, কেউ থমকে দাঁড়াবে , কেউ উকি দিয়ে যাবে! 
খালি খালি লাগার কোন কারন ই নেই! হ্যা, আফসোস করা যায় হয়ত আগের সেই সুদিন নেই, বাট সামনে আগায়ে যাওয়া দরকার। 
আমার ব্যাপারে ব্যাখ্যা দেই- আমি অনলাইনে এলে আমার ব্লগে লগিন করা থাকে! বাট আজকাল ক্রোমে যায়গা বেশি নেয় তাই একটা ক্রোম এক্সটেনশান ইউজ করি, এর নাম ট্যাব সাস্পেন্ডার, এটা কিছুক্ষন ইনেক্টিভ থাকা ট্যাব কে ক্লোজ করে দেয়। ফলে আমাকে প্রায় অনলাইনে দেখায় না! বাট আমি ডেইলি সব লেখা পড়ি, ইভেন প্রায় কমেন্ট ও পড়ি। বাট কমেন্ট করার মত কিছু পাইনা বিধায় হয়ত আলোচনায় আসা হয় না! সেটা ভিন্ন আলাপ ।
হ্যাপি ব্লগিং 
দা শো মাস্ট গো অন 
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:২৬
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:২৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সহমত। কিন্তু আফসোস এ জন্য করতে হয় ভালো লেখা নেই বললেই চলে। আগের মতো আনন্দ নেই।
২১|  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ৯:৩৬
২৫ শে আগস্ট, ২০২২  রাত ৯:৩৬
স্বাধীন বাংলা ৭১ বলেছেন: 
ভাল! 
ফিরিয়ে আনাহ হুক ব্লগার সোনাগাজী সহ সক্কল ব্লগারকে।দল-মত-মতবাদ-ধর্ম-বর্ণ-অরাজনৈতিক এই ব্লগডি দেশের হজ্ঞল ব্লগারের প্রাণের ব্লগ।আপণের সাথে শহমত পুশন করিচ্ছি। ব্লগ পানসে।এক পক্ষীয় স্টেন্ড ব্লগকে পানসে করে দেয়। 
আলুচ্য হজ্ঞল ব্লগারদের ব্লগিঙ চলুক!কাহারুকুনু মন্তুব্যু অথবা পোষ্ট সোনাগাজীর পক্ষে গেলে তাকে সোনাগাজীর বক্ত বানিয়ে দেয়া হইতাছে। ইহা দুঃখুজনক।
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:২৯
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:২৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই পোস্টটা নিরপেক্ষ। তাও এক বিশেষ প্রাণি আহত হলো। কারণ বুঝলাম না।
২২|  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:৩৫
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:৩৫
জ্যাকেল  বলেছেন: ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১০:০২১
লেখক বলেছেন: হিংসার বশবর্তী হয়ে একটা ছাগলের মতো মন্তব্য করলেন। ভালো লিখিয়েদের নাম না লিখে আপনার মতো যদু মধুর নাম লিখব? যাদের নাম লিখছি তারা ভালো ব্লগার।
আরেকজনকে ছাগল বলবার আগে নিজের দিকে কি একবার তাকিয়েছেন? আপনার মধ্যে ভদ্রতার যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত হইতেছে যা আসলে লেখোক আপনার দিকে ফিরে আসতেছে। (মানে ছাগল আসলে আপোনি)
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:৪২
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:৪২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চুরের সাক্ষী গাঁটকাটা।
২৩|  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:৪২
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বৈরাগী ভাই,
কোনো পোস্টে নিজের নাম দেখলে নিশ্চয়ই ভালো লাগে যে-কারো; আমিও সম্মানিত বোধ করছি ও ভালো লাগছে আমার উল্লেখ করায়; যদিও একই সাথে লজ্জাবোধও হচ্ছে এবং বিব্রতও হচ্ছি। তো, আমার নাম উল্লেখ করায় ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সুযোগে বক্ষ্যমান বিষয়ে আমার মতামতটাও জানিয়ে যাচ্ছি। আমার মতে, বর্তমানে ব্লগ খুবই সরগরম এবং অনেক ব্লগারের উপস্থিতিতে উৎসবমুখর। ব্লগে দুটো পক্ষের মধ্যে বেশ বিতণ্ডা বিদ্যমান, আমরা সবাই জানি। সত্যিকার অর্থে আমি এখন নির্ভয়ে এবং নিঃসঙ্কোচে ব্লগিং করতে পারছি, কেমন একটা স্বাধীনতার আবহ আমার সর্বাঙ্গে প্রবহমান। আমি জানি, কোনো পোস্টে কোনো কমেন্ট করলে এখন কেউ সেখানে এসে খুবই অক-ওয়ার্ড কোনো কমেন্ট করবেন না, যেটা আমাকে বিব্রত করবে। এখানে আমার কিছু ছাত্রছাত্রী কিছু আছে বলে জানি, আমার কলিগরা আছেন, তাদের কাছে আমার একটা অবস্থান আছে। এঁদের সামনে অপমানিত বোধ হবার মতো সহ্যশক্তি আমার নেই। সবার একটাই চাওয়া - কেউ যেন কাউকে ব্যক্তি-আক্রমণ না করেন। ধরুন, আপনার এ পোস্ট পড়ে আপনাকে বললাম, আপনার মাথায় কুকুরের ক্রোমোজোম বা শূকরের ক্রোমোজোম, বা আপনি মগজহীন- এটা বলে আমি যদি বলি আমি আপনাকে কোনো গালি দিই নাই, বা ব্যক্তি-আক্রমণ করি নাই, আর কেউ যদি আমাকে সাপোর্ট করে বলেন - এটা কোনো গালি না, বা ব্যক্তি-আক্রমণ না, তাহলে আমি ও আমার সাপোর্টার সবাই হয় মিথ্যাবাদী, মিথ্যা বলছি, অথবা আহাম্মক- যারা গালি কী জিনিস, সেটাই বোঝে না। কথায় কথায় কারো লেখাকে গার্বেজ বলা, ধারণা ভুল, অপ-ব্লগার, মগজহীন বলা কোনো সভ্যতার মধ্যে পড়ে না। আপনার কোনো কনসেপ্ট যদি ভুল হয়ে থাকে, তাহলে আমার উচিত হবে সঠিক কনসেপ্ট কী সেটা ব্যাখ্যা করে বোঝানো। আমি নিজের কনসেপ্টই ক্লিয়ার করে বলতে পারছি না, অথচ তামাম দুনিয়ায় চেঁচিয়ে বেড়াচ্ছি - আপনার কনসেপ্ট ভুল - এটা কোনো ব্লগারের ভালো স্বভাব হতে পারে না।
আমি ব্যাপারটাকে এভাবে দেখি - কোনো ব্লগারকে যদি গালিগালাজ করি, তার সাথে যদি ব্লগার্স ডে-তে বা অন্য কোথাও দৈবাৎ দেখা হয়ে যায়, তাকে আমি মুখ দেখাবো কীভাবে? একজন মানবিক বোধসম্পন্ন মানুষের এই সৌজন্যবোধটুকু থাকা প্রয়োজন যে, কাউকে অযথা আক্রমণ করা অন্যায়।
সোনাগাজী ভাইকে আমি খুবই শ্রদ্ধার চোখে দেখি, যার প্রধানতম কারণ- তিনি নিজেকে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিয়ে থাকেন। আমার চাচা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময়টা আমি নিজের ছোট্ট চোখে দেখেছি। ছোটোবেলা থেকে এখনো বুকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে সোনাগাজী ভাই নিজেকে যেই অবস্থানে নিয়েছেন, তার নিজের সম্মান সমুন্নত রাখার জন্যই একটু মেপে মেপে, বুদ্ধিমত্তা ও সৌজন্যের সাথে তার ব্লগিং করা উচিত।
আমিও চাই, ব্লগের নীতিমালা অনুযায়ী সোনাগাজী ভাইসহ সবাই 'ব্যানমুক্ত' হোন। অ্যাট দ্য সেইম টাইম এটাই চাই, তারা যেন নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে সুনির্মল, নির্ভেজাল, জ্ঞানোদ্দীপ্ত ও সৌহার্দপূর্ণ ব্লগিঙে নিজেদের নিবেদিত করেন।
সবার জন্য শুভেচ্ছা।
  ২৫ শে আগস্ট, ২০২২  রাত ১১:০২
২৫ শে আগস্ট, ২০২২  রাত ১১:০২
অনিকেত বৈরাগী তূর্য্য  বলেছেন: বুঝতে পারছি না আপনার মন্তব্যের উত্তর কী দেব। সোনাগাজী সাহেবের ওই ধরণের মন্তব্য অবশ্যই নিন্দনীয়। এতবার সতর্ক করা হলো তাও ঠিক হলেন না। এবার ফিরে এলে এমন মম্তব্য করবেন না আশা করি।
সবাই নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে সুনির্মল, নির্ভেজাল, জ্ঞানোদ্দীপ্ত ও সৌহার্দপূর্ণ ব্লগিঙে নিজেদের নিবেদিত করুন। এটাই চাওয়া।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০২২  বিকাল ৫:৪৬
২৫ শে আগস্ট, ২০২২  বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: আমার স্পষ্ট কথা- চাঁদগাজীকে ছাড়া সামু ভালো লাগে না।
আমি সামুতে চাঁদগাজীকে দেখতে চাই।