নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

কেউ ন্যায়ের কথা বললে আমার সন্দেহ হয়

২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৮

'জুলুম যখন সহ্যের বাইরে চলে যায় আর আর্তনাদ যখন পালিয়েও দিশা পায় না, তখন এই প্রতারক সমাজ ন্যায়ের জন্য খোদার দুয়ারে ধর্ণা দেয়!'
সংগৃহীত

কোনো মানুষ যখন ভালো ভালো কথা বলে, আপাতদৃষ্টে তাকে ভালো মানুষ মনে হয়। আসলেই কি সে ভালো মানুষ? আমাদের সমাজে ভণ্ডদের ছড়াছড়ি। বেশিরভাগের মনে এক, মুখে আরেক। অনেকে উপরের ভালো মানুষিকে মুখোশ হিসেবে ব্যবহার করে। সুযোগ পেলে যা করার সব করে নেয়।

মূলত তখনই সে ন্যায়ের কথা বলে অথবা খোদার কাছে বিচার দেয় যখন সে প্রতিপক্ষের সাথে শক্তিতে পেরে উঠে না।

রাজনৈতিক অথবা ধর্মীয় যে দিকেই তাকাই না কেন, বেশিরভাগ মানুষ প্রতিপক্ষকে হীন চোখে দেখে। সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে অন্যকে দাবিয়ে রাখার প্রয়াস চালায়। অথচ নিজে যখন সংখ্যালঘিষ্ঠ তখনই সে ন্যায় বিচারকের ভূমিকায় অবতীর্ণ।

জনৈক লেখক বলেছিলেন, এ দেশের ভিক্ষুকেরা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। কথাটায় সত্যতা আছে বৈকি। যে সামান্য চুরির লোভ সংবরণ করতে পারে না, বড় কিছু করার সুযোগ পেলে সে নাটবল্টুসহ সব তুলে আনত।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুবিধাবাদীরাও মুখে অনেক মিষ্টি মিষ্টি আদর্শবাদী কথা বলে। কিন্তু কাজের ক্ষেত্রে অন্য রকম আচরণ করে।

২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক।

২| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১৮

নাহল তরকারি বলেছেন: আমার কোন মুখোশ নাই।

২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনি বোকা কিসিমের, তবে লোক ভালো।

৩| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:

বাংলায় নবী এসে কথা বললেও আগে গণধোলাই খেতে হবে।

২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিজেকে আগে প্রমাণ করতে হবে তিনি যে নবি।

৪| ২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, চাকুরী পাবার কষ্টের উপর ও উহা পেয়ে প্রশান্তি লাভের উপর আপনার বেশী ও সঠিক অভিজ্ঞতা থাকার কথা; যেটার উপর বেশী অভিজ্ঞতা সেটা নিয়ে লেখেন।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লিখব।

৫| ২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

জ্যাকেল বলেছেন: আপনে এত হতাশ কেন?

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হতাশ হওয়ার মতোই ব্যাপার না? কাকে বিশ্বাস করবেন? আশপাশের যাদের বিশ্বাস করছেন, তারা কি ঠিক মর্যাদা রাখে?

৬| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: ঘোর কলিকাল এখন।
একজন চোর আরেকজনকে চোর বলে চিৎকার দেয়।
একজন দূর্নীতিবাজ চিৎকার দিয়ে আরেকজনকে দূর্নীতিবাজ বলে। এই তো নিয়ম এখন।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভণ্ডদের জয়জয়কার।

৭| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ৩:০৯

সোনাগাজী বলেছেন:




আমি দেখলাম, আপনি নিজেই তো ভন্ডকে উৎসাহ দেন

২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কোনটায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.