নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় ডা. জাফরুল্লাহ'র গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। '৭১ সালে কয়েকজন মিলে বাংলাদেশ হাসপাতাল প্রতিষ্ঠা করে আহত মুক্তিযোদ্ধাদের সুস্থ করেছেন। স্বাধীনতার পরও বিরাট অবদান রেখেছেন। চেয়েছিলেন মৃত্যুর পরও অবদান রাখতে। তাই তো মরণোত্তর দেহদান করতে চেয়েছেন। তার পরিবারও সম্মত ছিল। কিন্তু বাঁধ সাধেন কয়েকজন চিকিৎসক। তারা তাঁর সম্মানার্থে তার দেহে ছুরি-কাচি লাগাবেন না। এটা কি সম্মান না কি অসম্মান?
পৃথিবীর বহু মানুষ মরণোত্তর দেহদান করেছেন। যদ্দুর জানি, ড. আহমদ শরিফও মরণোত্তর দেহদান করেছেন। তার দেহে ছুরি-কাচি চালানোয় অসম্মান হয়েছে?
একটা সময় ছিল টিভি-যক্ষা-কলেরায় লোকজন মারা যেত। এমনও তো শোনা গেছে যক্ষা হলে রক্ষা নেই। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য যক্ষায় মারা গেছেন। এখনকার যুগে যক্ষা কোনো রোগ?
কলেরায় গ্রামের পর গ্রাম উজার হয়ে যেত। যাকে অনেকেই উলাউঠা রোগ বলে। অথচ কলেরা এখন নিরাময় যোগ্য।
এসব রোগের প্রতিষেধক তৈরি করতে গিয়ে অনেকে প্রাণ হুমকিতে ফেলেছেন। আমরা কি করোনার টিকা আবিষ্কারের ঘটনা জানি না? যারা আবিষ্কার করলেন তাদের দুর্ভোগ দেখি নি? অনেকে নিজের শরীরে টিকা নিয়ে দেখেছেন কার্যকারিতা কেমন? এমন সব দুঃসাহসী কাজ যারা করেন, তাদের তো আমরা মনেও রাখি না। বলি, টাকা দিয়েই তো চিকিৎসা নিই। আমরা ভুলে যাই টাকা খেয়ে মানুষ বাঁচতে পারে না।
মরণোত্তর দেহদানকে ধর্মমতে সমর্থন করা হয় না বোধকরি। এই মরদেহ মাটিতে পঁচলে বা শ্মশানে পোড়ালে আসলে কী লাভ? কোনো কাজে লাগে? স্রষ্টা শাস্তি দিলে তো আত্মাকে দেবেন, শরীরকে দেবেন কি? যারা মরণোত্তর দেহদান করেন, তারা তো মানবকল্যাণে দান করেন, এতে তো স্রষ্টার অখুশি হওয়ার কথা না। তারপরও কেন মরণোত্তর দেহদানকে ভিন্ন চোখে দেখা হয়?
২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ডাক্তারেরাও এমন আবেগপ্রবণ ভাবা যায়!
২| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: তার প্রতি যথেষ্ঠ ভালোবাসা ছিলো মানুষের। সেই ভালোবাসার খাতিরে তাঁরা ছুরি কাচি চালাতে চায়নি।
২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনি এই ভালোবাসা চাননি। নিজের দেহ মানবকল্যাণে দান করতে চেয়েছিলেন।
৩| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৫
এমজেডএফ বলেছেন: ডাক্তারগণ ভিত্তিহীন ও আযোক্তিক "আবেগ" দেখাতে গিয়ে ডা. জাফরুল্লাহর একটি মহতী প্রয়াসকে অসম্মান করলেন। এর পেছনে ডা. জাফরুল্লাহর সন্তানদের নেতিবাচক ভূমিকা রয়েছে। উল্লেখ্য, লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ও মরণোত্তর দেহদান করতে চেয়েছিলেন। কিন্তু মৃত্যুর পর তাঁর সন্তানেরা তা করতে দেয় নাই!
২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:১৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মরণোত্তর দেহদান উপমহাদেশে এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারেনি।
৪| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: মরনোত্তর দেহ দান হালাল নাকি হারাম?
২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সম্ভবত নিষেধ।
৫| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেহ দান খুবই সাহসের কাজ। উনি সাহসী ছিলেন আমরা সকলেই তা জানি।
২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জ্বি।
৬| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:২৩
শেরজা তপন বলেছেন: আসলে বয়সজনিত কারণ ও বহুধরনের রোগে আক্রান্ত ছিলেন তিনি। তাঁর অর্গানগুলো কতটা কাজে লাগল সেটাও একটা ফ্যাক্টর নয় কি?
৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ২:৪০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রতিস্থাপিত না করা গেলেও মেডিক্যালে গবেষণায় কাজে লাগতে পারত।
৭| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:২৬
ডার্ক ম্যান বলেছেন: আমি চক্ষু আর কিডনি দান করতে আগ্রহী। ধর্মীয় কোনো বিধি নিষেধ কি আছে
৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ২:৪২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Click This Link
৮| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মরণোত্তর দেহদান নিয়ে চমৎকার একটি ছবি দেখেছিলাম। শারলিন তাতে অভিনয় করেছিলেন।
নামটা মনে পড়ছে না।
৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ২:৪৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মনে পড়লে জানাবেন দয়া করে।
৯| ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩১
কিরকুট বলেছেন: মানুষ মারা গেলে তার দেহের অধিকার তার থাকে না। উহা তার আত্মীয় স্বজনের কাছে চলে যায়। এটাই সমস্যা। আমার যেটা মনে হয় এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।
০২ রা মে, ২০২৩ রাত ১২:৫৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হতেও পারে।
১০| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মরণোত্তর দেহদানকে ধর্ম কতটুকু সমর্থন করে তা সঠিক ভাবে জানা আবশ্যক ।
..............................................................................................................
তবে ঊনার পরিবার থেকে সমস্যা ছিল বলে প্রতীয়মান ।
ডাক্তাররা সম্মত ছিলনা এটা গ্রহনযোগ্য যুক্তি নয় ।
তবে বিষয়টি উনার মৃত্যুর পূর্বে সমাধান করা যেত ।
০২ রা মে, ২০২৩ রাত ১২:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনি বলে গিয়েছিলেন। জানা যায়, উনার পরিবারও রাজি ছিল।
১১| ০১ লা মে, ২০২৩ রাত ১২:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মরণোত্তর দেহদানের উপর ছায়াছবিটির নাম - 'উনপঞ্চাশ বাতাস'।
এখানে ট্রেইলার পাবেন- https://www.youtube.com/watch?v=Fg8YXdSp0zc
দারুণ একটি মুভি। গানগুলোও খুব চমৎকার।
০২ রা মে, ২০২৩ রাত ১২:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:১৪
রানার ব্লগ বলেছেন: বাংগালী আবেগী জাতি। এরা আবেগে ভেসে যায় অন্যকেও ভাসায়।