নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

মার্তিনেজের সাথে জামালের দেখা হলো না

০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৯


আর্জেন্টাইন বাজপাখি খ্যাত এমিলিয়েনো মার্তিনেজ বাংলাদেশ ঘুরে গেলেন। ঘুরে গেলেন বললে ভুল হবে। হাতেগোনা কয়েকজনের সাথে দেখা করে গেলেন। প্রধানমন্ত্রী, মাশরাফী, পলক ও তাদের স্ত্রী-সন্তান এবং কয়েকজনের সঙ্গে।

কলকাতার এক ক্লাবের উদ্যোগে উপমহাদেশে আসা। মার্তিনেজ নিজেই নাকি বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। উনি জানেন বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ভক্ত আছে। বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা প্রীতি তো সারাবিশ্বে ফলাও করে প্রচারিত হয়েছে। এর ফলশ্রুতিতে এদেশে আর্জেন্টিনার দূতাবাসও খোলা হয়েছে। দু'দেশের সম্পর্ক দৃঢ় হবে।

মার্তিনেজ এ দেশে আসায় কতটুকু লাভ হয়েছে, সে হিসেবে যাব না। এখানে লাভ-ক্ষতির হিসেব নেই। তবে খারাপ যেটা হলো, ভক্তদের সাথে দেখা হয়নি। যদিও পলক জানাচ্ছেন, মার্তিনেজ নাকি বাংলাদেশ-আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলতে চান। এসব তো আকাশ-কুসুম কল্পনা।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিমানবন্দরে অবস্থান করেও মার্তিনেজের সাথে দেখা করতে পারেননি। সুদূর ডেনমার্ক থেকে আসা যুবকটি শুধুমাত্র দেশপ্রেমের জন্য বাংলাদেশ দলে খেলছেন। অথচ ডেনমার্কে কত সযোগ-সুবিধা। আমাদের কর্তা-ব্যক্তিরা নিজেরা দেখা করলেন। একবারও জামাল ভূঁইয়ার মর্যাদর কথা ভাবলেন না। এ জন্যই কোন কবি বলেছিলেন, আমরা দেশি ঠাকুররে পায়ে ঠেলি।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৮

জুন বলেছেন: কলকাতার ফুটবল ক্লাবে সম্বর্ধনা সেরে বিদায় নিয়ে বাইরে দাঁড়ানো ভক্তদের সাথে দেখা না করেই বেরিয়ে যাচ্ছিলেন মার্তিনেজ। কলকাতার ভক্তরা বাংলাদেশের মত না, তারা মার্তিনেজের গাড়ির কাচ ভেংগে তার সাথে মোলাকাত করে। পরে পুলিশের গাড়িতে উনি উদ্ধার লাভ করেন।
সুত্র : পত্রিকা

০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভক্তদের সঙ্গে দেখা করার ব্যবস্থা রাখলে এমন কী ক্ষতি হতো?

২| ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলাদেশে ভালো কিছু ঘটার সম্ভাবনা বরাবরই কম। একজন খেলোয়াড় এসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে যায়। এদের মানসিকতার পরিবর্তন সম্ভব নয়।

০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৩১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভক্তরা খেলার প্রাণ। তাদের সঙ্গে দেখা না করাটা উচিত হয়নি।

৩| ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৩৭

রানার ব্লগ বলেছেন: জুন বলেছেন: কলকাতার ফুটবল ক্লাবে সম্বর্ধনা সেরে বিদায় নিয়ে বাইরে দাঁড়ানো ভক্তদের সাথে দেখা না করেই বেরিয়ে যাচ্ছিলেন মার্তিনেজ। কলকাতার ভক্তরা বাংলাদেশের মত না, তারা মার্তিনেজের গাড়ির কাচ ভেংগে তার সাথে মোলাকাত করে। পরে পুলিশের গাড়িতে উনি উদ্ধার লাভ করেন।
সুত্র : পত্রিকা
ভাগ্যিস এমন কিছু বাংলাদেশে ঘটেনি । ইজ্জতের হাত ধোয়ার বয়েল ওয়াটার হয়ে যেতো । ]


বাংলাদেশের কর্তা ব্যাক্তিরা নিজেদের নিয়েই চিন্তা করে কুল পায় না দেশের সম্মানের কথা কখন ভাববেন ।

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পুরো ছেলেমানুষি কাণ্ড করেছে!

৪| ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৫৫

অপু তানভীর বলেছেন: সরকার বা বাফুফেকে বলেন নিয়ে আসতে । প্রাইভেট কোম্পানি নিয়ে এলে তাদের মত করেই চলবে । পাব্লিকের ইচ্ছে মত না । এখানে আমার আপনার ইচ্ছে আবেগের কোন দাম নেই । থাকা উচিতও না ।

আর জামাল ভুইয়াকে নিয়ে দেখলাম পাব্লিক খুব সেন্টি খাচ্ছে । আজকের আগে তার কয়টা খেলা দেখেছেন বলেন দেখি ।

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জামাল ভূঁইয়া জাতীয় দলের অধিনায়ক। তার একটা মর্যাদা আছে।

৫| ০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বর্তমান দেশের পরিস্থিতিতে এটাই স্বাভাবিক । তবে দু:খ পাবেন না । সেইদিন খুব বেশি দূরে নয় ।যেদিন এরা আর কেউ ক্ষমতার আশেপাশে থাকবে না ।

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ক্ষমতার পালাবদল হলেও চরিত্র বদলাবে বলে মনে হয় না।

৬| ০৫ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

ঢাবিয়ান বলেছেন: কত টাকা খরচ হয়েছে তার এই এক দিনের সফরে কে জানে !!

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভারতীয় ক্লাবের সৌজন্যে উপমহাদেশে আসা। মার্তিনেজ নিজেই নাকি বাংলাদেশে আসতে আগ্রহ দেখিয়েছিলেন।

৭| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: বেহুদা এত লাফালাফির কিচ্ছু নেই।

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নামকরাদের নিয়ে লাফালাফি হয় কমবেশি।

৮| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: গেঁয়ো যোগী ভিখ পায় না।

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেটাই স্পষ্ট হলো।

৯| ০৬ ই জুলাই, ২০২৩ সকাল ৭:২৫

সোহানী বলেছেন: আচ্ছা এতে কি কোন উপকার বা আয় হবে???????????

২১ শে জুলাই, ২০২৩ রাত ৮:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সবকিছুতে লাভ-ক্ষতির হিসেব চলে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.