নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ভারত বা পাকিস্তান না; এখানে ধর্ম দিয়ে সুবিধা করা যাবে না

২৯ শে জুলাই, ২০২৩ রাত ১:২৭


ভারতে হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায়। পাকিস্তান সরকারও ধর্মকে তোয়াজ করে চলে। কারণ, সেসব দেশের সংখ্যাগরিষ্ঠরা খেতে না পেলেও ধর্ম নিয়ে নানান কাহিনি করবেই। বাংলাদেশে কট্টরপন্থি একটা অংশ মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করলেও সুবিধা করতে পারে না, পারবেও না। বাংলাদেশের মানুষ ওদের মতো এত কট্টর না। এরা ধর্মকে ধর্মের জায়গায় আর রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখে। ধর্ম ব্যবসায়ীদের চেনে। যদি ওদের জারিজোরি না বুঝত তাহলে এতদিন জামাত-হেফাজত-ইসলামী আন্দোলন ক্ষমতায় থাকত।

বিএনপি বা আওয়ামী লীগ দুটো দলই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। বস্তুতঃ দেশটাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এখন কোনো দল যদি ধর্মের লেবাস পরে রাজনীতি করে, তাতে আখেরে লাভ হবে না। লাভ করতে হলে ধর্ম আর রাজনীতিকে দুই জায়গায় রাখতে হবে। কথা বলতে হবে জনগণের অধিকার নিয়ে।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ১:৪৯

কামাল১৮ বলেছেন: বালাদেশের প্রতিটা দল সাম্প্রদায়ীক, এমন কি রাষ্ট্র নিজেও।

২৯ শে জুলাই, ২০২৩ রাত ১:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাজনীতি আর রাজনীতির জায়গায় নেই, জাতীয়তাবাদ জাতীয়তাবাদের জায়গায় নেই। ধর্মের লেবাস পরিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করা হয়। অথচ লাভ হয় না তেমন। লাভ হলে রাজনীতি নিয়ে, ক্ষমতা নিয়ে জনগণের উৎসাহ থাকত।

২| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ২:৩৬

জাবাইরেজা বলেছেন: কর্ম হোক যথাতথা ধর্ম হোক বালো

২৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক।

৩| ২৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৩৭

শেরজা তপন বলেছেন: দুটো দলই ধর্মকে ব্যাবহার করে ফায়দা লুটছে- যখন যেভাবে দরকার।
কথা বলতে হবে জনগণের অধিকার নিয়ে। ~ তা এ বিষয়ে কে কে বলছে ভায়া? কোন জনগণ কোন দেশী জনগণ নিয়ে তারা কথা বলছে? আওয়ামীলীগ ভাবে বিএনপির সমর্থক এডেশের জনগণ না বি এনপিও ভাবে তাদের সমর্থকেরাই এদেশী জনগণ আওয়ামীলীগের নয়।

২৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বলেনি, বলতে তো হবে। দুটো দলের একাংশ একে অপরকে ঘায়েল করতে যখন ধর্ম নিয়ে হামলে পড়তে চায়, তখন এটা তো বলতেই হয় ধর্ম নিয়ে রাজনীতি করে সাময়িক ফায়দা হলেও ক্ষমতায় আসা যায় না, ক্ষমতা ধরে রাখা যায় না।

৪| ২৯ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২৬

রাজসিংহ ২০২৩ বলেছেন: আওয়ামী লীগ একসময় সেকুলার ছিলো। এখন ধর্মাশ্রয়ী। এদেশে ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে আপনি যেকোনো অপকর্ম করতে পারেন।

২৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক, তবে ইসলামকে ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়া যাবে না।

৫| ২৯ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৪৪

নূর আলম হিরণ বলেছেন: রাজনীতিতে দল পরিবর্তনকে আপনি কিভাবে দেখেন?

২৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: স্বাভাবিক যদি মতাদর্শ কাছাকাছি থাকে। বাম থেকে ডানে মোড় নিলে সেটা অবশ্যই আদর্শহীন।

৬| ২৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: ধর্মভিত্তিক রাজনীতি ধীরে ধীরে লোপ পাবে, মানুষের কিছুটা হলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পেয়েছে।

২৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একবারের গাজীপুর সিটি নির্বাচনে এক প্রার্থী বলেছিল, তাকে ভোট না দিলে মুসলমানিত্ব থাকবে না। তার জারিজোরিতে কাজ হয়নি। ভোট পায়নি তেমন।

৭| ২৯ শে জুলাই, ২০২৩ রাত ১১:১১

হাবিব ইমরান বলেছেন:

বাঙালি সুবিধাবাদী। মসজিদ মাদরাসায় টাকায় দেয় ঠিক। কিন্তু ভোটের বেলায় ‘না’।

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সঠিক।

৮| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?

৩০ শে জুলাই, ২০২৩ রাত ১২:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাঙালিরা ধর্মাশ্রয়ী কাউকে ভোট দেয় না।

৯| ৩০ শে জুলাই, ২০২৩ রাত ৩:৫৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার লেখা পড়িয়া চমৎকৃত হইলাম। বাঙ্গালী রাজনীতি বুঝে এইডা আপনার লেখায় বুঝা গেলো!

৩০ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: :`>

১০| ৩০ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩৮

অরন্যে রোদন - ২ বলেছেন: লেখক হয়তো দীর্ঘকাল এখানে আসেননি, এখানকার মানুষের সাথে মেশেননি।
আর নয়তো এটা একটা স্যটায়ার পোষ্ট।

৩০ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক তা না। তিন দেশের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করলাম। ভুল হলো কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.