নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
গত মাসের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। দেড় সহস্রাধিক ইসরায়েলিকে হত্যা করে, জিম্মি করে দুই শতাধিক। প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। তাদের হামলায় এখন পর্যন্ত নয় হাজারের ওপর ফিলিস্তিনি নিহত হয়েছে। বাদ যাচ্ছে না নারী-শিশুরাও।
হামলা-পাল্টা হামলা চলছেই। লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাসহ আরও একাধিক ইসলামি সশস্ত্র সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালাচ্ছে। ভীত হয়ে অনেক ইসরায়েলি দেশ ছেড়ে পালাচ্ছে।
এর আগেও ইসরায়েল গাজায় হামলা চালিয়েছে। সেসময় বিশ্ববাসী অতটা মাথা ঘামায়নি। কিন্তু এবার ইসরায়েলের বেপরোয়া মনোভাবে বিশ্ববাসী হতচকিত। বিশেষত হাসপাতালে বোমা হামলায় পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। ইসরায়েলে হামলার পর বিশ্ববাসী ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল হলেও গাজায় ইসরায়েলিদের বর্বতার দরুণ সে সহানুভূতি উবে গেছে। বিশ্বের বিভিন্ন দেশে নিগৃহীত হচ্ছে অনেক ইসরায়েলি।
পূর্বের হামাস আর এখনকার হামাসের মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত এখন তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র চলে এসেছে। বিশ্বের বেশ কিছু দেশ তাদের অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। ইসরায়েলের মতো একটা প্রযুক্তির উৎকর্ষতার শীর্ষে থাকা একটা দেশে হামলা চালিয়ে এত এত মানুষ হত্যা এবং জিম্মি করা যে হামাসের সক্ষমতার পরিচয় দেয়; এটা বলার অপেক্ষা রাখে না। বোঝা যাচ্ছে ওদের বড় ফান্ডিং আছে।
গাজায় হামলা বিশ্ববাসীকে মনঃক্ষুণ্ন করেছে নিঃসন্দেহে। সবাই প্রতিবাদ জানিয়েছে। অথচ এ বিষয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন বিএনপির কোনো প্রতিবাদ নেই। তারা বলছে, তারা তাদের বর্তমান অবস্থা নিয়েই চিন্তিত। আসলে তারা আমেরিকা তথা তাদের মিত্রদের বিরাগভাজন হতে চাচ্ছে না।
ইসরায়েল যে গাজায় হামলা চালাচ্ছে, এর পেছনে সমর্থন আছে আমেরিকারও। বিশ্বমোড়ল আমেরিকা সারাবিশ্বেই মানবতা-গণতন্ত্র ফেরি করে বেড়ায়। বাংলাদেশের আসন্ন নির্বাচন উপলক্ষ্যেও তাদের ভূমিকা অগ্রগণ্য। কিছুদিন আগে ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের লোকজন কর্তৃক হিরো আলম নামক জনৈক কনটেন্ট ক্রিয়েটর নির্যাতনের শিকার হলে আমেরিকাসহ বিশ্বের একাধিক দেশ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়, অথচ গত ২৮ অক্টোবর প্রকাশ্য দিবালোকে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় তারা নীরব। নীরব বিএনপির ডাকা হরতাল-অবরোধ কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও আন্দোলনের বিষয়েও। অহিংস আন্দোলনের কথা থাকলেও ২৮ অক্টোবর যে সহিংসতা হয়েছে; এ বিষয়ে আমেরিকার কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।
০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমেরিকা-বিএনপির মানবতা অন্য ধাঁচের।
২| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩
সোনাগাজী বলেছেন:
হামাসের সমর্থক শতকরা কতভাগ?
০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাংলাদেশে ব্যাপক সংখ্যক লোক হামাস সমর্থক। এরা ইসরায়েলে হামলা চালানো, এবং হত্যাকাণ্ড চালানোকে সমর্থন করে।
৩| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:০০
নিমো বলেছেন: হরতাল-অবরোধের নামে দেশের অসহনীয় দ্রন্যমূল্যকে আরও অসহনীয় যারা করছে, তারা করবে মানবতা! হাসালেন ভাই। ক্ষমতার মসনদ যেখানে কয়েক ইঞ্চি দূরে, তখন হাজার মাইল দূরের বর্বতা নিয়ে মাথা ঘামানোর তাদের সময় কোথায় ? তারা দূ্তাবাসগুলোয় তদবিরে ব্যস্ত। পশ্চিমারা বিরক্ত হলেই, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ফুস!
০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১১:০১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পশ্চিমারা বিরক্ত হলেই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ফুস!
ঠিকই। তাদের বিরাগভাজন হওয়া যাবে না।
৪| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:০২
কামাল১৮ বলেছেন: বিএনপি কিছু বলেনি, আমার মনে হয় পিটার হাস ইহুদি বলে।
০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১১:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হতেও পারে। পিটার হাস হয়তো গোস্বা করবে।
৫| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৭
গেঁয়ো ভূত বলেছেন: ক্ষমতা যওয়ার গ্যারান্টি পাইছে মনে হয়, এইজন্য ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না।
০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমেরিকা ক্ষমতায় নিয়ে যাবে মনে হয়।
৬| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
বিএনপি নির্বাচনের আগ পর্যন্ত কি কি কর্মসুচী দিয়ে মাঠে থাকবে?
০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপাতত হরতাল-অবরোধ।
৭| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৭
নিক্সাসী বলেছেন: বিএনপির বলার কি আছে? ওদের তো নিজেদেরই ক্ষমতা নেই
০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আছে। সমব্যথী হতে পারত। কিন্তু ওরা যে সুযোগসন্ধানী; এটা প্রমাণিত।
৮| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৯
মৃতের সহিত কথোপকথন বলেছেন: বিএনপি নেতৃত্বশূন্যতায় ভুগছে। তাদের অযোগ্যতা নিয়ে কথা বলার জন্য অজস্র সময় পড়ে আছে সামনে । এই মুহুর্তে জনগনের ভোটাধিকারের জন্য তারা লড়াই করছে , এটাই আসল কথা।
০৩ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভোট কাকে দেবেন? আগে তো নেতৃত্ব তৈরি হতে হবে। গরু-ছাগলকে ভোট দিয়ে কী হবে?
৯| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৬
নিমো বলেছেন: মৃতের সহিত কথোপকথন বলেছেন: বিএনপি নেতৃত্বশূন্যতায় ভুগছে। এই মুহুর্তে জনগনের ভোটাধিকারের জন্য তারা লড়াই করছে , এটাই আসল কথা।
নেতৃত্বশূন্য লড়াই থেকে অ্শ্বডিম্ব ছাড়া আর কিছুতো আসবে বলে মনে হয় না। কী সব লিখেন! কপি-পেস্ট করলেও, একটু বুঝে করেন।
০৩ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেকে গণতন্ত্র বলতে শুধু ক্ষমতার পালাবদল বুঝে। ভোটাধিকার গণতন্ত্রের একটা অংশ মাত্র। আর কিছু ঠিক না করে শুধু ভোট ভোট করলে গণতন্ত্র হয় না। গত ৩৩ বছর ধরে কী হচ্ছে; এসব দেখেও অনেকে বোঝে না।
১০| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪২
রানার ব্লগ বলেছেন: আপনি ও না!! কি যে বলেন!!?? যাদের টাকায় আন্দোলন চলে তাদের কে খারাপ বলে কি নিজের মাথায় নিজেই কাঠাল ভাংবে নাকি। বাংলাদেশের কোন পার্টি সৎ না। এরা এখানে ধান্দা করার জন্য রাজনীতি করে। তাই জন্যই তারা পেশা লেখেন রাজনীতি।
০৩ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মনে হয় না এবারও সুবিধা করতে পারবে। আওয়ামী লীগ পরিস্থিতি সামলে নেবে মনে হয়।
১১| ০৩ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭
বাউন্ডেলে বলেছেন: মোসাদের টাকায় আন্দোলন। বাংলাদেশে এসব ভন্ডামী চলে না।
০৩ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সমর্থকগোষ্ঠি কম না।
১২| ০৩ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১:১১
শেরজা তপন বলেছেন: বি এন পি শুধু ক্ষমতায় যেতে চায়- যে কোন উপায়ে যে কোন ভাবে।
শুধু দ্রব্যমুল্যের উর্ধ্বগতি নিয়ে আন্দোলন করে তারা সরকারকে একেবারে নাজেহাল করে ফেলতে পারত কিন্তু তারা জানেইনা কিভাবে জনগনের দাবীর সাথে সম্পৃক্ত হতে হয়।
সেই আদ্যিকালের হরতাল অবরোধ গাড়ি জালাও আর অফিস আদালত ভেঙ্গে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি কর -যত পার সাধারন মানুষকে কষ্ট দাও। সেই বেজন্মা গনতন্ত্রের থিউরি নিয়ে আছে। যত্তসব!!!
০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১২:২২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শুধু দ্রব্যমূল্য নিয়ে হৈচৈ করে জনগণকে ক্ষেপিয়ে তোলা সম্ভব ছিল। অথচ তারা জনগণকে পুড়িয়ে কী ফায়দা লুটবে বোঝা যাচ্ছে না।
১৩| ০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: বিএনপির নিজের অবস্থা ভালো না। সে কি বলবে?
০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১২:২০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিন্তু তারা তো ধর্মের বানি বেশি শোনায়।
১৪| ০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: বিএনপি বাচা মরার লড়াই লড়ছে।
০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১২:২০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেঁচে ফিরুক।
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯
নিমো বলেছেন: লেখক বলেছেন: অনেকে গণতন্ত্র বলতে শুধু ক্ষমতার পালাবদল বুঝে। ভোটাধিকার গণতন্ত্রের একটা অংশ মাত্র। আর কিছু ঠিক না করে শুধু ভোট ভোট করলে গণতন্ত্র হয় না।
এই সমস্যা আছে বলেই বাংলাদেশ নাথিং পার্টি,জামায়াতের মত দল টিকে আছে। নইলে এসব আবর্জনারতো দল হিসাবে এদেশে অস্তিত্বশীলই থাকার কথা নয়।
০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সহমত।
১৬| ০৬ ই নভেম্বর, ২০২৩ ভোর ৫:১৯
মারুফ তারেক বলেছেন: বিএনপি নিজেই মজলুম, জেলে আছে।
০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একটা বিবৃতি দিলে আহামরি বিশাল কিছু করতে হয় না। আসলে ওরা আমেরিকার বিরাগভাজন হতে চায় না।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩
নূর আলম হিরণ বলেছেন: বিএনপির অবস্থা বুঝে মানবতা দেখায়, এটা শিখেছে আমেরিকার কাছ থেকেই।