নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

ছবিটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে

১৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৮


গত বছরের জুলাইয়ে আন্দোলনে গিয়ে এই ছেলেটা একটি হাত হারিয়েছিল। পরবর্তীতে কৃত্তিম হাত লাগানো হয়। গতকাল সংসদ ভবন এলাকায় পুলিশের ধরপাকড়ের একপর্যায়ে সে রাস্তায় পড়ে যায়। তার সেই কৃত্তিম হাতটিও পাশে পড়ে ছিল।

ছবিটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। জুলাইয়ে নিহত আরো কয়েকজনের পরিবারের লোকজনকে দেখলাম ফ্যাসিস্ট ট্যাগ দেওয়া হয়েছে। মানে তারা বলতে চাচ্ছে, আওয়ামী লীগের লোকজন এসব করছে। বিষয়টাকে যদি গণ্ডগোল হিসেবেই দেখা হয়, তাহলে জুলাই কী ছিল? তখন করলে ভালো আর এখন খারাপ? নিজেদের আখের ঠিকই গুছিয়ে নিয়েছে, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কয়জন উঠে দাঁড়াতে পারল?

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছে, ‘রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকব, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না।’

কথার সত্যতা আছে। ঐ আন্দোলনে অনেকে ভালো উদ্দেশ্যেই গিয়েছে। তারা ভেবেছে দেশের ভালো হবে। কিন্তু তারা তো বোঝেনি তাদের এভাবে ব্যবহার করে টিস্যুর মতো ফেলে দেওয়া হবে। এভাবে ব্যবহার কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে। ফল ভোগ করে একটা পক্ষ, কিন্তু কষ্ট যা করার সব করে নিম্ন কিংবা মধ্যবিত্ত ঘরের ছেলেরা।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:২৪

জেনারেশন একাত্তর বলেছেন:



এই ছেলেটা বুঝে কিংবা না'বুঝে আমেরিকান ক্যু'তে যোগ দিয়েছিলো; তার ক্ষতিপুরণ আসতে হবে ইউনুস, পাকিস্তান ও আমেরিকান দুতাবাস থেকে।

১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ক্ষতিপূরণ কেউ কেউ অনেক পাচ্ছে, কেউ কেউ পাচ্ছেই না।

২| ১৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৯

জেনারেশন একাত্তর বলেছেন:



এই ধরণের বাংগালী না'বুঝে ইউনুসদের মতো প্রতারকের ফাঁদে পা দিয়ে শহীদ হয়।

১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কম বয়সী আবেগ।

৩| ১৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫০

সৈয়দ কুতুব বলেছেন: সালাউদদিন সাহেব খারাপ কিছু বলেন নি । একটা ভিডিও দেখলাম যেখানে ভাংচুর করে নিজে নিজে আহত হওয়ার ভান করে শুয়ে পড়েছে। গতকাল আনদোলনে বহিরাগত ছিলো। এমনও শুনেছি সারজিস বাবুর লোক জুলাই আনদোলনের মানুষের মাঝে ঢুকে পড়েছে । ভিডিও টা দিতেসি দেখে নিয়েন ।

১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঢালাওভাবে বলা হয়ে গেছে। আমি বিশৃঙ্খলাকে সাপোর্ট করছি না, তাই বলে ফ্যাসিস্ট ট্যাগ দেওয়ার কারণও তো দেখি না।

৪| ১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

সৈয়দ কুতুব বলেছেন: সালাউদ্দীন সাহেব খারাপ কি বলেছেন? সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে। https://www.facebook.com/share/1BWxxkim1s/

১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এসব নাটক গত বছরের জুলাইতেও হয়েছে। তখন সুবিধা করলেও এখন করা যাচ্ছে না। আমি যাদের উদ্দেশ্য ভালো ছিল এবং এখনও নিপীড়িত তাদের প্রতি সহানুভূতিশীল।

৫| ১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: গতবছরের ঘটনার সাথে গতকালে ঘটনার মিল নাই । আলি রিয়াজ কেনো জুলাই সনদে জুলাই যোদধাদের দায় মুকতি দিলেন না সেটার জবাব চাওয়া উচিত । আনদোলন করতে হবে কেন ? আপনি দায় মুকতি না দিলে সামনে আগাতে পারবেন না । ইলকেশনের দিকে যেতে পারবেন না । আপনাকে যেতে দেয়া হবে না । সালাউদদিন সাহেব ফেইসবুকে লিখেছিলেন যেন সবাই কে দায় মুকতি দিয়ে দেয় । তবুও জুলাই যোদধা নামে কতিপয় লোক সালাউদদিন সাহেব কে র এর লোক বলে মারতে গিয়েছে। তাহলে তিনি ভুল কোথায় বললেন ?

সালাউদদিন সাহেব বলেছেন কেউ কেউ ভাড়া খাটা জুলাই যোদধা । তিনি সঠিক বলেছেন।

১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভাগ-বাঁটোয়ারার হিসাব মিলছে না। অনেককিছুই কারও নিয়ন্ত্রণে নেই। একটি সনদ সবসময় বাঁচাতে পারে না। দায়মুক্তি দিলেও কাজে দেবে বলে মনে হয় না।

৬| ১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




'টিস্যু পেপার কালচার' বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক দিন ধরেই প্রচলিত।

আমি যে ইসলামী রাজনৈতিক দলে ছিলাম, সেই দলেও এই তত্ত্বের ব্যবহার হতো।

১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জামায়াত তো তার কর্মীদের ভালোই সুযোগসুবিধা দেয়।

৭| ১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি জামায়াতের কথা বলি নাই।
আমি জামায়াতের সদস্য পদ কিনি নাই। উনারাও কখনোই পার্টিতে জয়েনের জন্যে আমার কাছে দাওয়াত দেন নাই।

১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অন্যান্য রাজনৈতিক দলের ত্যাগী কর্মীদের তুলনায় জামায়াত তাদের কর্মীদের ভালোই মূল্যায়ন করে। আপনি জামায়াতে গেলে মূল্যায়ন পেতেন মনে হয়।

৮| ১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪০

কামাল১৮ বলেছেন: অপরাধ করলে দায়মুক্তি হয় না।আগেও অনেককে দায়মুক্তি দেয়া হয়েছিল তারা ফাঁসিতে ঝুলেছে।যারা দায়মুক্তি দেয় তাদের বিচারের আওতায় আনতে হবে।

১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভয় পাচ্ছে। অপরাধ করলে দায়মুক্তি হয় না। গণেশ উল্টে গেলেই হিসাব বরাবর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.