নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

নাম বললে চাকরি থাকবে না

২৮ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৩


সোশ্যাল মিডিয়ায় লেখাটা চোখে পড়েছিল। সেটা কাটছাঁট করে এবং নিজের হালকা মত্সহ এখানে লিখছি। কাকে নিয়ে লিখছি, সেটা লেখাটা পড়লেই বোঝা যাবে। নামটা সরাসরি বললাম না।

ভদ্রলোক সম্প্রতি এক অনুষ্ঠানে বললেন জিয়াউর রহমান নাকি স্বাধীনতার একমাত্র ঘোষক। জিয়ার স্বাধীনতার ঘোষণা তিনি নিজের কানে শুনেছিলেন (কালুরঘাট বেতারকেন্দ্রের ফ্রিকোয়েন্সি কত ছিল? ১০ কিলোমিটারের বাইরে কেউ শুনতে পেয়েছিল?)। সে ঘোষণা শুনে আমেরিকাতে মুক্তিসংগ্রামের স্বপক্ষে কাজ করেছেন। অথচ তিনি এ কথা আগে কখনো বলেননি। এমনকি তার লেখা বইয়ে একবারও জিয়ার নাম নেননি।

নিজের লেখা বই ‘গ্রামীন ব্যাংক ও আমার জীবন’-এর ৪৩-৫৩ পৃষ্ঠায় একটা অনুচ্ছেদ আছে ‘বিয়ে ও মুক্তিযুদ্ধ’। তাঁর বিয়ে ও মুক্তিযুদ্ধ সম্পর্কে, আমেরিকায় তার কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। এ লেখায় তিনি একবারও ‘মেজর জিয়ার’ কথা উল্লেখ করেননি। বাঙালিদের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের নাম অনেকবার আছে। শেখ মুজিবের বক্তব্যে বাংলার মানুষদের উজ্জীবিত হওয়া ও স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কথা আছে। এমনকি ২৯শে মার্চ যখন শেখ মুজিবের গ্রেফতারের কথা শোনেন, তখন তাদের বৈঠকে উপস্থিত সব বাঙালির চোখে পানি এসে যায় বলে উল্লেখ করেন।

ক্ষমতার মদ-মত্ততা মানুষকে কতটা বদলে দেয়! সকালের মত্ বিকেলেই বদল। যে শেখ মুজিবের গ্রেফতারের খবরে কান্নাকাটি, তাঁকে ইতিহাস থেকে খারিজ করতে তার ৩২ নম্বরের বাড়ির ওপর হামলা হলো। শুধু কি তাই? মুক্তিয‍ুদ্ধের ইতিহাস-ঐতিহ্যের ওপর সরাসরি হামলা হচ্ছে। মানুষ বড় আজব।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর।
এই ৫৪ বছরে স্বাধীনতার ঘোষক নিয়ে দোলাচল।
শেখ মুজিব না জিয়া। এই সমস্যা মনে হয় কেয়ামত পর্যন্ত থাকবে। অথচ যুদ্ধ করে মরেছে সাধারন মানুষ।

২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যুদ্ধ করে সাধারণ মানুষ মরলেও নেতৃত্বে কেউ না কেউ থাকে।

২| ২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২১

শ্রাবণধারা বলেছেন: তাও তো ভালো যে তিনি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন - এটা বলেছেন। গোলাম আযমের রাজাকার-আলবদরি ডাক শুনে জামায়াতের গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন - এটা অন্তত বলেননি।

আগামীতে এ ধরনের কথাও শুনতে হতে পারে- হয়তো তার মুখে নয়, অন্য কোনো সরকারি উচ্চপদের লোকের কাছে! :)

২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গোলাম আযমের রাজাকার-আলবদরি ডাক শুনে জামায়াতের গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন - এটা অন্তত বলেননি। আগামীতে এ ধরনের কথাও শুনতে হতে পারে- হয়তো তার মুখে নয়, অন্য কোনো সরকারি উচ্চপদের লোকের কাছে! তারা কোনোভাবে ক্ষমতায় আসতে পারলে এমন হওয়ার সম্ভাবনা আছে।

৩| ২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৮

মাথা পাগলা বলেছেন: আপনি যত ডকুমেন্টশনই দেখান না কেন ফেবু থেকে পাওয়া ইতিহাসে পিএইচডি ডিগ্রী পাওয়া জ্ঞানীরা এগুলা মানবে না।

২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বদরুদ্দীন উমরের ডক্টর ইউনুসের দারিদ্র্য বাণিজ্য নিয়েও আলোচনা হয় না তেমন। এখানে ড. ইউনূসের কার্যক্রম, বিশেষ করে ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং তাঁর আর্থিক লেনদেন সম্পর্কিত বিভিন্ন সমালোচনা ও বিশ্লেষণ করা হয়েছে। বিচারপতি আবু সাদাত মুহাম্মদ সায়েম বঙ্গভবনে শেষ দিনগুলি, যেখানে ৬ই নভেম্বর থেকে ২১শে এপ্রিল ১৯৭৭—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জটিল বর্ণনা আছে, জিয়া কীভাবে তাকে সরালেন সে বিষয়ে লেখা আছে, এ বই নিয়েও কথা হয় না। আমার ফাঁসি চাই নিয়ে যতটা আলাপ হয়। এর মতো মার্কেট অন্য বইয়ের নেই।

৪| ২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: এসব নিয়ে কারো ভাবনা নেই এখন ।

২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিএনপি, জামায়াতের প্রশংসা করে যা খুশি লিখুন, পাশাপাশি আওয়ামী লীগ সম্পর্কে যা তা বলুন মার্কেট পাবে।

৫| ২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৬

মাথা পাগলা বলেছেন: @সৈয়দ কুতুব,

ভাবনা শুধু "সব দোষ হাসিনার"।

২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শেখ হাসিনাকে দোষারোপ করলেও সেফ জোনে থাকা যায়।

৬| ২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: মাথা পাগলা @ লাইনে আসুন , দেশ কে ভালোবাসুন ।

২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কে দেশকে ভালোবাসে বোঝার উপায় নেই। সব ধান্ধাবাজ।

৭| ২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:১৪

মাথা পাগলা বলেছেন: @সৈয়দ কুতুব

পাক সার জমিন সাদ বাদ।

২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বইটা নিয়ে কথাসাহিত্যিক হুমায়ুন আজাদের উপন্যাস "পাক সার জমিন সাদ বাদ" এবং বইটিকে নিয়ে আরেক লেখক হুমায়ূন আহমেদের বিতর্কিত মন্তব্য, ব্যাখ্যা ও একটি প্রতিক্রিয়া। এই লেখাটা পেলাম ব্লগে।

৮| ২৮ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৪

নিমো বলেছেন: শ্রাবণধারা, ২৪ এর পর উনি রাজাকারির বাকওটা কী রেখেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.