নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

এমন রাজনীতি কে কবে দেখেছে?

০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২০


জেনজিরা আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামল দেখেছে। মোটামুটি বীতশ্রদ্ধ তারা। হওয়াটাও স্বাভাবিক। এক দল আর কত? টানা ১৬ বছর এক জিনিস দেখতে কার ভালো লাগে? ভালো জিনিসও একসময় বিরক্ত লাগে, আর কেউ বাড়াবাড়ি করলে তো আরও বিরক্ত হওয়ার কথাই। তার ওপর আবার পড়ালেখার বারোটা বেজে গেছে। পাশের হার বাড়াতে গিয়ে গরু-ছাগলও ডিগ্রিধারী।

নতুন কিছু দরকার, নতুন কাউকে দরকার। বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে মোটামুটি গর্তে ফেলতে পেরেছে। নিজেদের ভালো প্রমাণের চেষ্টা করেছে। জেনজিরা তো বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামল (২০০১-২০০৬) দেখেনি। তখন যে কী স্বর্ণযুগ ছিল, মোটামুটি ৩০-৩৫ বছর যাদের বয়স তারা কিছুটা জানে। জেনজিরা জানার কথাও না। ওই আওয়ামী লীগ পড়ালেখার যে দশা করেছে, ব্রেন ব্যবহারের তো দরকার নেই।

১৯৭৮-এ জিয়া যখন বিএনপি গঠন করেন, তখন আওয়ামীপন্থিদের বেশিরভাগ তার সাথে যোগ দেয়নি। কিছু উচ্চাভিলাষী এবং ভিন্ন মতাদর্শী লোকজন অবশ্য যোগ দেয়। জাতীয় চার নেতা যদি ’৭৫-এর ১৫ আগস্ট পরবর্তীতে খোন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিতেন, তাহলে হয়তো অকালে মরতে হতো না। পরে জিয়ার দলে যোগ দিলে তো আরো সুবিধা পেতেন।

তো জিয়া যখন আওয়ামী লীগের সমর্থন তেমন পেলেন না, আওয়ামীবিরোধী, স্বাধীনতাবিরোধী এবং ভিন্ন মতাদর্শের লোকদের নিয়ে দল করলেন। তবে যে পথে এসেছিলেন একসময় সে পথেই চলে যেতে হলো। জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগ এবং বিএনপির কিছু লোক ভাগিয়ে এরশাদ দল করলেন। তার পতনের পর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলো। তাদের সাথে স্বাধীনতাবিরোধীরাও যোগ হলো। ২০০১-২০০৬ সালেও তাই। প্রতিপক্ষ কেবল আওয়ামী লীগ।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে ‘দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে’। এতদিন ওরা খন্ডিত ছিল, এখন স্বাধীন সত্তা। এতদিন জাতি আওয়ামী লীগের কুকীর্তি সম্পর্কে ওয়াকিবহাল ছিল। এখন বিএনপি ও জামায়াতের লোকজন একজন আরেকজনের পেছনে লেগেছে। আওয়ামী লীগ দর্শক গ্যালারিতে। এমন স্বাধীন রাজনীতি তো তারা আগে পায়নি। যদিও দেড় বছরে জেনজিদের মোহভঙ্গ হয়েছে।

জিয়া সম্ভবত একমাত্র মুক্তিযোদ্ধা, যাকে স্বাধীনতা বিরোধীরাও পছন্দ করে। কেন করে সে কথা বলার দরকার নেই। পছন্দের তালিকায় এমএ জলিলও আছেন অবশ্য। তাহেরের নাম বলা যেত। কিন্তু জিয়া যেহেতেু তাকে ওপারে যাওয়ার রাস্তা করে দিয়েছেন, তাই তার নাম নিয়ে বিএনপি বিপদে পড়তে চায় না।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দুই দলের (বিএনপি-জামায়াত) ভেতরের অনেক খবর অজানা থেকে যেত। আওয়ামী লীগ বললেও বিশ্বাস করত না। এখন বোঝা যাচ্ছে কে কেমন? স্বার্থের দ্বন্দ্বে গোপন বিষয়ও ফাঁস হয়ে যাচ্ছে। যে জামায়াত বাংলাদেশ চায়নি, তারাই এখন বড় দেশপ্রেমিক। কিন্তু কী আর করা যাবে? আওয়ামী লীগ ব্যর্থ তাই দায়িত্ব তো কাউকে নিতেই হবে। কিন্তু গোলাম আজমকে প্রতিষ্ঠা করা যাচ্ছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে অপদস্থ করে রাগ মেটানো হচ্ছে।

এখন খুব ইতিহাস চর্চা হচ্ছে। আগে শুনতাম আওয়ামী লীগ স্বাধীনতা কুক্ষিগত করে ফেলেছে। এখন তো সবাই বুঝতে পারছেন মুক্তিযুদ্ধ আসলে কারা বহন করে। গত ডিসেম্বর আর এই ডিসেম্বর দেখে বোঝা যায় এই মাসে বিজয় লাভ করেছিল বাংলাদেশ?

এই দিনও একদিন পরিবর্তিত হবে, তখন আবার ইতিহাস বদলাবে। কিন্তু মূল যেটা সেটা থাকবেই। 

ছবি: ইন্টারনেট

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

সৈয়দ কুতুব বলেছেন: কারো ফেইসবুক status কি আসলে matter করে ? এটা কি পলিটিক্স ?

০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ফেসবুক status মুখ্য না, কী পলিটিক্স করে সেটাই মুখ্য।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫০

মাথা পাগলা বলেছেন: জঙ্গি-রাজাকাদের নেতা ইউনুসের প্রেশার গ্রুপরা রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধ মুছে ফেলে বাংলাদেশ ২.০ বানানোর চেষ্টা করছে। যখন যেখানে সুযোগ পাচ্ছে ৭১-কে ছোট করে দেখার প্রয়াস চালাচ্ছে।

@সৈয়দ কুতুব

আমি খেয়াল করে দেখেছি, ৭১-কে ডিফেন্ড করতে আসলে আপনি সবসময় এধরনের কথা বলেন।

তাইলে বাউলা শিল্পী কি দুশ করলো? তার কথাও কি ম্যাটার করে? আপনি তো তার দুশ খুঁজে পাইসেন। সব দুশ হসিনার।

০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যে দেশে যা ভাও, উপুড় করে নৌকা বাও।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: মাথা পাগলা আপনি বলেছেন @ আমি খেয়াল করে দেখেছি, ৭১-কে ডিফেন্ড করতে আসলে আপনি সবসময় এধরনের কথা বলেন।

দেখেন আপনি যা ভালো মনে করেন । =p~

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১২

মাথা পাগলা বলেছেন: @সৈয়দ কুতুব

আমার কথায় অস্বস্তি লাগলে বুইঝা লইবেন, আঘাত ঠিক জায়গায় লাগছে। ইমোজি দিয়ে কোন কিছু প্রমাণ করার দরকার নাই।
তবে ইতিহাস কিন্তু সুবিধামতো কথা কয় না, এইটুকু মনে রাখলেই চলবে।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৪

জেন একাত্তর বলেছেন:



আপনাদের এলাকা কোন সেক্টরের অধীনে ছিলো?

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার আগের আইডি ভোগে?

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৪

সৈয়দ কুতুব বলেছেন: মাথা পাগলা@কিসের আঘাত ? এখন ৭১ সাল নিয়ে পলিটিক্স করলে হবে ? সামনে দরকার ইলেকশন , মানুষের আয় রোজগার। বিএনপি-জামাত পাওয়ারে আসলে যে বিজয়ের মাস পালন কম হয় সেটা কি নতুন কিছু ? এর আগে মানুষ দেখেনি ?

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিএনপি-জামায়াত পাওয়ারে আসলে যে বিজয়ের মাস পালন কম হয় সেটা কি নতুন কিছু? জামায়াত বাদ। বিএনপি তো স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে, তারা কেমন বিজয় নিয়ে উৎসাহী না?

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গোবরে পদ্ম ফুল , কেউ কি দেখেছেন ???

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ফুটে তো মাঝেমধ্যে।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৮

জ্যাক স্মিথ বলেছেন: ফাহাম আব্দুস সালাম একজন সাইকো, ইউটিউবে উনার কিছু ভিডিও দেখে তার প্রতি আমার এমন ধারণার জন্ম নিয়েছে।

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বড় মাপের দালালও বটে।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৪

আহা রুবন বলেছেন: যারা বলত মুক্তিযুদ্ধকে আওয়ামীলীগ কুক্ষিগত করেছে, তারা কুক্ষিগত করতে কেন দিয়েছিল?

১০| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৪

জেন একাত্তর বলেছেন:



আগের আইডিকে প্যারালাইসিস করে দিয়েছে সামুটিম।

আপনাদের এলাকা কোন সেক্টরের অধীনে ছিলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.