নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধার, স্বপ্ন, আর্তনাদ, ভালোবাসা

আঁধার, স্বপ্ন, আর্তনাদ, ভালোবাসা

এগারো

আঁধারের নিঃসঙ্গতা আমায় আর ভয় দেখায় না, বর্ণহীন সে পৃথিবীতে বড়ই নিষ্পাপ আমি

এগারো › বিস্তারিত পোস্টঃ

নেশা

২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

-স্যারে কবে আইবো, জানোস কিছু?
-নাহ, আমি ওঠার আগেই গেছে গা।
-নিজাম ভাই কইলো স্যারে নাকি ভৈরব গেছে, কবে আইবো ঠিক নাই।
-নিজাইম্যার লগে স্যারে কয়া গ্যাছে নাকি? কাইল রাইতে তো মারামারি কইরা উলটাইয়া ফালাইলো......
-কস কি? তাই নাকি?
-হ, আমি বাইরে খাড়ায়া শুনছি।
-কি শুনছোস?
-নিজামে কয়, আমার ভাগ আমারে দিয়া দাও। স্যারে কয়, তোর মতো কুলাঙ্গার ভাইরে একটা টাকাও দিমু না, নিজামে তো ক্ষেইপা-তেইপা কয়, তোরে আমি খুন করুম......
-কস কি?
-ক্যান, তুই জানোস না? তোরে দেখি তার পর স্যারে বেল বাজায়া ডাকলো।
-নাহ, নিজাম ভাই তো তখন ছিলো না। কখনকার ঘটনা এইটা?
-শালা, টানতে টানতে সব গিলছোস? আরে, তুই আর আমি এইখানে বইসা কাইল টানতে ছিলাম, তারপর আমি উইঠা উপরে গেলাম না স্যারের ঔষধ দিতে? তখনই তো স্যারে তোরে বেল টিপা ডাকলো......আমি ভিতরে ঢুকতে পারি নাই কথার ঠ্যালায়, নাইমা আইলাম......আরে তুই আওয়ার পর আমি জিগাইলাম না, স্যারের ঘরে গিয়া ওনারে ঔষধ দিমু কি না, তুই কইলি, না, স্যারে ঘুমায়া গেছে।
-ওঅঅঅ......, মনে পড়ছে। আইজ মনে হয় ডোজ একটু বেশিই পড়ছে। নাহ, তখন স্যার একলা ছিলো, কি জানি পড়তাছিলো, দলিল মনে হয়। আমারে কইলো এক পেগ বানায়া দিতে......
-স্যারে গাঁজার গন্ধ পায় নাই তো?
-আরে সেইখানেই তো মজা হইলো। স্যারে গন্ধ পায়া গেছিলো, চ্যাঁচায়া ম্যাচায়া অস্থির......কয়, বাইর হ, আমার বাড়ির থেইকা বাইর হ, নয়তো লাত্থায়া বাইর করুম। ।
-কি কস তুই? তারপর?
-বুঝসোস, মেজাজ গেলো খারাপ হয়া। শালার, কত্তদিন হয়া গেছে আমার এইখানে, এখনো এমন কুত্তা বিলাইয়ের মতো করে।
-তুই কিছু কস নাই তো?
-নাহ, হাত থাকতে মুখে কি ?
-মানে ?
-টেবিলের ফুলদানিটা দেখসোস না, ওইডা দিয়া দিলাম মাথার ওপর একটা বাড়ি। শালার এক বাড়িতেই শ্যাষ।
-অইইইইইই, তুই কি কস?......
-ধুর, আগে পুরাডা শোননা, মজা যখন পাইছি, পুরা কাহিনী কয়া লই। আমি তো ডরায়া শ্যাষ। আস্তে কইরা ফুলদানিটা লইয়া নিচে নাইমা আইলাম। ওইটা ওইখানে বস্তার তলায় রাইখা এইখানে আইসা চুপচাপ শুয়া পড়লাম......
-হায় হায়......
-ধুর শালা পুরাডা শোন। সকালে উইঠা তো ডরায়া আমি শ্যাষ। মনে হইলো, পুলিশ আয়া বুঝি কোমরে দড়ি দিলো বইলা। আল্লার খোদার নাম নিয়া রুম থেইকা বাইরাইলাম, দেখি কিছুই হয় নাই। নিজাম ভাই বাইরের থেইকা আইলো, আইয়া কয় স্যারে নাকি খুব ভোরে ভৈরব গেছে। কবে আইবো ঠিক নাই।
-মানে কি এইডার?
-আরে বোঝোস নাই বলদ, কাইল গাঁজার নেশায় ভুলভাল কি দেখছি মাবুদ জানে। মনে করছিলাম স্যারেরে দিছি এক্কারে, কিন্তু সবই জিনিসের নেশা।
-ওঅঅঅ, আর ওই ফুলদানিটা ?
-ওইটা মনে হয় নেশার ঘোরে হাতে কইরা লয়া আইছিলাম......সকালে দেখি বস্তার তলাতেই আছে। পরে আবার উপরে রাইখা আইলাম।
-হে হে, এর লাইগাই আমারে কাইল রাইতে উপরে যাইতে দাও নাই, না? তুই যে ডরের মধ্যে আছোস, সেইটা আমি তখনই টের পাইছিলাম।
-ধুর ব্যাটা, তুই খালি কথা বানাস।
-আরে না, সত্যি, আমি টের পাইছিলাম। তয় একটা জিনিস ভালোই হইছে, স্যারে বাইরে গেছে দেইখাই আইজকা এতো দেরি কইরা উঠতে পারছি আমরা। সকালে নিজামেও ডাকে নাই,।
-হ, এইটা ভালো হইছে অবশ্য। নিজাম ভাইও তো বাড়িতে ছিলো না ভোরে, সে নাকি স্যাররে আগায়া দিতে গেছিলো।
-শালায় সেই সকাল থেইকা স্যারের রুমে ঢুইকা কি যে করতাছে কে জানে? আমারে আজকে ঝাড়ুও দিতে দেয় নাই।
-বাদ দে।
-ওই শোন, বেল বাজে, নিজামেও এখন এইটা শিক্ষা গেছে, ভালোই। দেখ গিয়া কি চায়।
-ধুর শালার......
.........................................................
.........................................................
-কি হইছে, ডাকছিলো ক্যান?
-আরে শালার, আমি গিয়া দেখি পুরা রুম লণ্ডভণ্ড কইরা রাখছে। আমারে কয়, স্যারে নাকি আমারে কোন দলিল দিছিলো লুকায়া রাখতে...... সেইটা বাইর কইরা দিতে কয়। আমি কইলাম, আমার কাছে কোন দলিল নাই। শুইনা এমন হাবিজাবি কওয়া শুরু করছে, কয়, আমারে নাকি স্যারে অনেক বিশ্বাস করে, ১৫ বছর আছি এইখানে, আমার কাছে লুকাইলে কার কাছে লুকাইবো। বোঝ, আমি নাকি মিথ্যা কইতাছি।
-কস কি?
-হ, তয় একটা মজা হইছে।
-কি?.
-আমি কইলাম, নাই, নিজামে তখন কয়, বাইর হ, বাইর হ বাড়ির থেইকা, নয়তো তোরে লাত্থায়া বাইর করুম।
-হে হে, তারপর?
-আমিও দিলাম কাইল রাইতের মতোই ডোজ। কেল্লাফতে।
-কস কি, তাই নাকি?
-হ, নয়তো তো কি, নিজাম ভাই আমার লগে এমনে জীবনেও কথা কইছে? আরে সে আমারে কতো সম্মান দেয়, তুই জানোস? আরে হাছোস ক্যান, সত্যি......তখনই বুঝলাম, কাইল রাইতের মতো নেশা চাপছে, তাই কাইলকার মতোই দিলাম একটা বাড়ি......
-হে হে, আমি উপরে গিয়া চেক করুম? নাকি কাইলকার মতোই বলবি, উপরে যাইস না।
-আরে না, ইচ্ছা হইলে যা, কিচ্ছু পাবি না। নেশা, নেশা, আর কিচ্ছু না......

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৮

ফা হিম বলেছেন: অ্যা, এইটা কি হইল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.