![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
its... my faith, my voice, Don't care what they say, this is my voice.... I know the prophet lived and I know what he taught us...
কি বলে শুরু করবো?
হাই? হ্যালো? কেমন আছো? আমি ভালো আছি?
সবকিছুই খুব সেকেলে মনে হচ্ছে। ১০ বছর হলো। তারপর থেকেই ধীরে ধীরে দূরে সরে গিয়েছি একে অপরের থেকে। আমরা হয়তোবা বন্ধু ছিলাম, অথবা বেস্ট ফ্রেন্ড, অথবা তার চেয়ে বেশি কিছু?
কিছুটা বেশি বা কিছুটা কম।
আজ আমি ভালো আছি, মহান আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমি জানি তুমিও ভালো আছো।
তোমার থেকে দূরে থাকতে অনেক নাটক করতে হয়েছে আমাকে। শুরুতে হয়তোবা তুমি আমাকে দূরে ঠেকেছিলে, পরে আমি দূরে ঠেলেছি তোমাকে। এই কয়টা দিন খুব কঠিন ছিল। নাটক করা অভিনেতাদের মানায়, আমি তো অভিনেতা হওয়ার অভিনয় করেছিলাম।
বয়স ৩০ থেকে ৩৫ এর দিকে ধাবিত হচ্ছে। মানুষ বাঁচে কতদিন? জীবনের খুব বেশি বাকি নেই।
তোমাকে কিছু বলতে চাই, বলতে চাই যে আমি দুঃখিত তোমার মন ভেঙে দেবার জন্য। কিন্তু এটাই হয়তোবা ছিলো “A price to pay for 2 people getting a happy life, maybe not with themselves but each with someone else.”
আক্ষেপ আমার যে হতে পারে তোমার সাথে এভাবে শেষ কথা না হলেও পারত। হয়তোবা আমরা বন্ধু হিসেবেই শেষ কথা বলতাম। তুমি অনেক ভালো।
আমার কী মনে হয় জানো? We were made for each other. Good with each other. Maybe too good… That eventually crumbles into chaos. যেন আমরা দুজন হলাম সোডিয়াম এবং পানি, একসাথে মিশলেই আগুন। এটা আমার জীবনের একটা রহস্য হয়েই থাকবে।
ভালো থেকো। I have changed a lot. So are you. Maybe we are not the same person anymore. We grow, we evolve and we crumble. This was my last message dedicated to you.
Goodbye My Dear Friend.
২| ১১ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৪
ক্ষণিক বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৩
আরোগ্য বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছি না, প্রতিটি শব্দ বেশ চেনা পরিচিত মনে হচ্ছে। একটা লাইন হাইলাইট করতে চাই।
বয়স ৩০ থেকে ৩৫ এর দিকে ধাবিত হচ্ছে মানুষ বাঁচে কতদিন জীবনের খুব বেশি বাকি নেই