নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ কিরন

অনিরুদ্ধ কিরন › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৩

সারারাত জেগে একটা কবিতা লিখবো
তুই ভোরবেলা উঠে পড়বি।
একবার দুবার বারবার।
তারপর শব্দেরা তোর মাথার ভেতর
মাকড়শার মত জাল বুনবে।
উইয়ের ঢিবির মত বাসা বানাবে।
কুয়াশার মত বিস্তৃত হবে তোর বারান্দায়,
তোর রাস্তায়, ক্লাসে, আড্ডায়।
তোর সমস্ত চরাচরে।
আমাকে পাবিনা তবু আমার শব্দেরা
মিশে যাবে তোর চুলে,নখে, ঠৌঁটে।
তুই কথা বলবি কিন্তু তোর শব্দেরা আমার হবে।
তোর চিন্তারা আমার হবে
সকালে, দুপুরে, বিকেলে।
তোর সন্ধ্যায় বাসের হর্নগুলো মিলিয়ে যাবে
তোর রাতের ঘুৃম সমাধান খুঁজতে যাবে আবার সকালে, আবার বিকেলে।
তুই চক্কর দিতে থাকবি
রমনা থেকে ধানমন্ডি
উত্তরা মতিঝিল মালিবাগ।
ট্রাফিক পুলিশ থামিয়ে দেবে সমস্ত যান।
রাস্তায় আটকে থাকবে
ট্রাক প্রাইভেটকার লরী।
তবু একটা মানুষ একটা কদম ফেলে যাবে না কোথাও।
শুধু তুই হাঁটবি।
রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোকানে তাকালে দেখবি গোলাপের ডাঁটায় পাতার ওপর বসে আসে শব্দেরা।
একটাও গ্লাডিওলাস নেই।
নেই রজনীগন্ধা।
বাতাশে বৃষ্টির মত শব্দের ঝড়ে পড়বে।
এটিএম বুথে কেবল শব্দের ঝংকার।
দিনের আলোতে রাতের অন্ধকারের নিওনে।
কালোকোটের মানুষগুলো থেকে ছাপড়া দোকান, ফাইবস্টার হোটেল সব শব্দ হয়ে গেছে।
তুই একটা বিস্তীর্ন শব্দের প্রান্তরে ক্রমাগত খুঁজে যাবি আমায়।
এরকম এক মোহময় জালের রচনায় আমি সারা রাত বসে আছি,
শব্দের তরঙ্গে ভেসে যাবি এপার ওপার,
খুঁজবি আমায় তবু আমাকে পাবিনা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

মাহমুদুর রহমান বলেছেন: আহারে
এভাবে আর কত দিন?

২| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩| ২২ শে মার্চ, ২০১৯ রাত ২:১০

আকতার আর হোসাইন বলেছেন: কবে যে এমন কবিতা লিখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.