![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপসহীন নিজেই নিজের সাথে, জানালার পাশে বসে প্রতিটি রাতে, মনে মনে কথা কই ঁচাদ তারাদের সাথে..… শত চেষ্টা যেখা হেরে যায়, আমি অমানুষের মত দু'হাত পেতে ভিক্ষা চেয়ে যাই… আকাশটা এত ভালবাসা দিয়েও ঁচাদটাকে আমাবর্ষার রাতে পায়না, এই আমি ফেলে আশা জীবনে স্বপ্নের চির সাথী হয়েও কঠিন বাস্তবতায় স্বপ্ন খুজে পাইনা…
আমি বুঝতে পারি কতটা ভালবাসি তোমায়, যখন ভাবি নিরালায় বসে তোমার সাথে কাটানো দিন গুলির কথা। আমি বুঝতে পারি আমার ভেতরের শূণ্যতা, যখন আমার চোখে ভেসে আসে তোমার মায়া ঝরা মুখ। আমি হেরে জাই আমার চেপে রাখা কান্নার কাছে, যখন নিশ্বঙ্গ রাতে তোমায় ভেবে চোখ ভিজ
©somewhere in net ltd.