![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
যদি ছুঁয়ে যায় মেদহীন সোনারোদ মিষ্টি হেসে তোকে শারদ প্রভাতে,
দিস না যেতে তারে, আঁকড়ে ধরিস- আলতো আদরে মিঠেকণা হাতে ।।
২.
স্বপ্নান্তে দেখি… চিকমিক করে তোর শ্যামল চিবুকে- এককণা ঘুমঘুম রোদ ।।
৩.
তোর কালো চোখের তারায় যখন শরতের সকালের নীল ছায়া জড়ায়,
যেন নীল কালোর অনাসক্ত সঙ্গমে জন্ম নেয় আমার স্বপ্নজঠরে কুমারী কামনা ।।
৪.
অমন করে হাসিস যদি পিঁপড়ে পড়বে ও ঠোঁটে-
দংশনে তার উঠিস না কেঁপে, চোখ মেলে দেখ চেয়ে…
আমার পুরুষালি অধর কেমন হেঁটেচলে বেড়ায় তোর রক্তিম অধরে- পিপীলিকা ছদ্মবেশে ।।
৫.
ঘুমঘুম চোখ আলতো নেশায় জড়ায় তোর মদির আঁখিতে,
জানিয়ে দিলাম- যদি সংজ্ঞা হারাস চুরি যাবে তোর একমুঠো সকাল ।।
সাতকাহন ।।
©somewhere in net ltd.