নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।।

অংকনের সাতকাহন

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।।

অংকনের সাতকাহন › বিস্তারিত পোস্টঃ

পাঁচবৃন্তে সাতকাহন “০২”

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২





৬.

পতঙ্গ হয়ে উড়ে গিয়ে বসি তোর শরীরের সবুজ শর্ষেক্ষেতে;

তবে পরাগ ছড়াব কি ভাইরাস- সে তোর বুকের দোল খাওয়া হলুদাভ ফুলেরাই জানে ।।



৭.

একই দিনের এপিঠ ওপিঠ আলো আর কালো;

তোর মনটাও কি তেমনই সখি- আলোর আদলে কালোর বসবাস ??



৮.

মাঝে মাঝে মনে হয়- ছেলেবেলার সেই কানামাছি এখনো খেলে যাচ্ছি, চোখে পট্টি বেঁধে যেন হাতড়ে চলেছি স্বপ্নগুলো ।।



৯.

বেলা যত গড়ায় তোর হাসিটা প্রশস্হতর হয়ে অবাক দ্যুতি ছড়ায়;

দেখিস যেন বেলান্তে ফিউজ না হয়ে যায় ।।



১০.

দিনের আলো দেখে অনুমান করা বড় কঠিন গতরাতের উদযাপিত অমাবস্যা;

ঠিক তেমনই- আজ তোর মুখের স্মিত হাসি দেখে খুঁজে নেয়া দায়… গতদিনের দু’ফোঁটা অশ্রুর শুকোনো দাগ ।।



সাতকাহন ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.