![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহান্ন হয়নি দেখা আমার,
দেখিনি ঊনসত্তর, কিংবা রণবেশে একাত্তর;
কালরাত পঁচিশে আমি থাকতে পারিনি-
শকুনের ক্ষুধার্ত ঠোঁটের সামনে;
আমার কলিজা তাই ঠোকরাতে পারেনি ওরা-
উদভ্রান্ত ঈর্ষায়।
নয় মাস কাদামাখা মুখে আমি-
পোকায় সয়লাব ভাত-রুটি খাইনি,
শরীরে আমার তন্নতন্ন করে খুঁজেও পাওয়া যাবেনা-
বেয়নেটের রক্তলোভী খোঁচা,
সিগারের মাংসপোড়া চুম্বনের দাগ।।
গণতন্ত্রের মুখস্হ সংজ্ঞা
বইয়ের পাতা থেকে চুকলি করে শুধু-
পূর্ণ করেছি পরীক্ষার খাতার সাদা হৃদয়,
বুকে পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান নিয়ে-
লাল আলপনা আঁকিনি রাস্তায়;
শরীরে আঁকা হয়নি কখনো-
চাপাতির ধারালো আঘাতে
মুত্যুময় ট্যাটু।।
সেকারণেই কি এখন-
স্বাধীনতা বলতে বুঝি আমি, প্রকাশ্যে রক্তপান!
স্বাধীনতা মানে কি, বরফকুচি গ্লাসে সততার ককটেল?
কিশোরীর সতীত্বে পৌরুষের স্বেচ্ছাচারী প্রমাণ?
কিংবা, রাজপথ সভায় গলা ফাটিয়ে স্লোগানে স্লোগানে-
বাবা হত্যাকারীর মুক্তির দাবি!
রঙিন কালিতে রাতভর আঁকা-
‘যুদ্ধাপরাধীর মুক্তি চাই’ ফেস্টুন আঁকাই কি স্বাধীনতা?
এই যদি হয় তো-
নাচতে নেমে ঘোমটা করে কি লাভ!
শহীদের রক্তমাখা তোদের ঐ হাতে দেয়া-
ভড়ংয়ের ফুল সব ছুঁড়ে ফেলে,
শহীদ বেদীতে একটা মাস্টার ফ্ল্যাট করার স্বাধীনতা তো-
পেতেই পারি আমি…!
।।সা।ত।কা।হ।ন।।
©somewhere in net ltd.