নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।।

অংকনের সাতকাহন

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।।

অংকনের সাতকাহন › বিস্তারিত পোস্টঃ

পাঁচবৃন্তে সাতকাহন “০৩”

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭



১১.

আকাশের বুক থেকে একমুঠো নীল এনে যদি মাখাই তোর গালে, লাবণ্য কি খানিক বাড়বে তোর ??

থাক, অমানিশার কালোই মাখাব নাহয়; লাবণ্যের সমান্তরালে নয়তো যে দেমাকও বাড়বে তোর ।।



১২.

সারাদিন বইয়ের মাঝে পড়ে থাকলেই বিদ্যাসাগর হওয়া যায়না ।

ছারপোকাও বইয়ের ভাঁজে ভাঁজে থাকে সারাদিন, তবে তার কাজ জ্ঞান ধ্বংস করা, অর্জন করা নয় ।।



১৩.

লেখক আর একাকিত্ব বড় আপন সঙ্গী । তবে লেখক একাকিত্বের কারণে লিখেন, নাকি লেখার জন্য একাকিত্ব বেছে নেন- বোঝা দায় ।।



১৪.

দুঃস্বপ্ন দেখে ধড়ফড় করে উঠিস, আর চিৎকার করে জড়িয়ে রাখিস বুকে; তবু সুখস্বপ্ন বেশ একাই দেখিস ।

থাক্, তবে তোর দুঃস্বপ্নই ভালো ।।



১৫.

যুগের তালে চলতে গিয়ে মডার্ণ যদিও বা হোস আলট্রামডার্ণ হোস না ।

চুলের ক্রমহ্রাসমানতায় যেন শেষে তোর অতি সাধের খোঁপাটাই না হারিয়ে যায় ।।



সাতকাহন ।।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

লোনলিফাইটার বলেছেন: চলছে গাড়ি চলবে ;) B-))

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

অংকনের সাতকাহন বলেছেন: আশায় বাঁধি বুক... :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.