নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।।

অংকনের সাতকাহন

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।।

অংকনের সাতকাহন › বিস্তারিত পোস্টঃ

আড়ালের কাঁচচোখ

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০



মনে কর একটা চোখ-

কাজলের ছোঁয়া নেই,

মাসকারার প্রলেপের নেই ঘনঘটা;

শুধু কোণার দিকে একটুখানি-

শুষ্ক জলের দাগ!

ও কিছু নয়;

খালি খানিকটা বুক উপচানো-

যাতনার মৌনচিহ্ন মাত্র ।।



মনে করে নাও- সে চোখ,

জানালার শার্সির ফাঁকে-

দেখছে আকাশ;

আকাশের নীলে সে চোখ-

বেদনার ছোপদাগ দেখে!

সাদা মেঘের ভাঁজে খোঁজে-

ধূলোপড়া হৃতসুখ ।।

কিছুটা স্মৃতির বিস্মৃত চোরাগলি,

ছুঁয়ে দেয় অনুভবের-

দুর্বলতম প্রকোষ্ঠখানা অবলীলে;

চোখের প্লবতায় বাঁধ ভাঙে অজান্তে,

ঝরে পড়ে দিবালোক মুখরতায় সাজানো-

চারচোখে দেখা স্বপ্ন,

তিমির রাতের নির্জনে;

দু’চোখের কার্নিশে ।।



আর যাই হোক-

রঙিন কাঁচের ফ্রেমের আড়ালে, কষ্টেরা তো লুকোয় না ।।



।।সা।ত।কা।হ।ন।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

sushama বলেছেন: সুন্দর

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

অংকনের সাতকাহন বলেছেন: ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.