![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসিফ মহিউদ্দীন।
নিঃসন্দেহে বাংলাদেশের ফেসবুক এবং ব্লগ জগতের একটি অত্যন্ত আলোচিত নাম। আবার সমালোচিতও বটে। তবে আলোচিত সমালোচিত যাই হোক, ভার্চুয়াল জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্হান যে তার এতে কোন সন্দেহের অবকাশ নেই।
তার বলিষ্ঠ লেখনী পড়ে আপ্লুত হয়েছি বহুবার। অনেকবার তার লেখা পড়ে মনে হয়েছে এ লেখা তো আমার লেখার কথা ছিল। অতি সরলভাবে মূল বক্তব্য ছেঁকে তুলে আনার একটা সহজাত গুণ আছে তার। পরিষ্কার ভাষায় সাবলীল গাঁথুনীতে তিনি তুলে আনতে পারেন সমাজের নানা ক্ষেত্রের নানা সমস্যার জড়। তাঁর লেখনীতে বারবার উঠে এসেছে প্রকিবাদীর ডঙ্কাধ্বণি।
তবে হ্যাঁ, এটাও ঠিক তার সকল মতাদর্শের সাথে আমার নিজেরও মতাদর্শ মেলে না। কিছু কিছু ব্যাপারে তাঁর দৃষ্টিভঙ্গি দেখে আমি নিজেও নাক সিঁটকেছি। হয়তবা কখনো বিরূপ কিছু মন্তব্যও করেছি। কিন্তু সেটা সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার।
ব্যক্তি আসিফ আর তার দৃষ্টিভঙ্গির সবটুকু কারো মনে ধরবে তা কেউ আশা করেনা, আবার লেখার সব টপিকসই কারো ভাল লাগবে এমনটাও ভাবা বোকামিরই নামান্তর। তবে সেটা সম্পূর্ণ হল ভার্চুয়াল জগতের ময়দানে নিজেদের আদর্শের মতভেদ।
তবে কাল যেটা হল সেটা সম্পূর্ণ অনায্য ও অমানবিকও বটে। ভার্চুয়াল জগতের রেষারেষিকে টেনে ব্যক্তি আসিফকে এভাবে শারীরিক আক্রমণকে আমি ঘৃণ্য ও পৈশাচিক মনে করি। আমি নিজেও লিখছি বেশ অনেকদিন ধরে, ব্লগিং করছি অল্প কিছুদিন। আর এতেও আমার সাথে নানা সময় নানা বিষয়ে অনেকেরই মতদ্বৈততা হয়। এমনকি বাকবিতন্ডাও যে হয়না , তা তো না। কিন্তু সেই ইস্যুকে আমরা সেখানেই যুক্তিতর্কের আলোকে সমাপন করাটাকেই সুবুদ্ধির পরিচায়ক ও যুক্তিযুক্ত মনে করি। এখন কেউ যদি সেই রেষ টানে কারো শরীরে ছুরির আঘাতে জর্জরিত করে তাহলে তাকে কি বলা যায়?
গতকাল আসিফ মহিউদ্দীনের উপর বর্বরোচিত হামলা হল। যতটুকু জেনেছি তার পেটে-পিঠে ছুরির আঘাত করা হয়েছে। তবে ঘাড়ের কোপটাই মারাত্মক। তবে মৃত্যুর আশংকা নেই এখন।
তার সঙ্গের টাকাপয়সা, মোবাইল বা অন্য কিছুই খোয়া যায়নি। তাই, হামলার উদ্দেশ্য অত্যন্ত সুষ্পষ্ট।
আমি শুধু একটুকুই জানি- উনি মতাদর্শে যাই হোক, উনার পরিচয় উনি একজন ব্লগার।
যিনি সর্বদাই নানা সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার।
যেন একজন আসিফকে নয় কোপানো হল দেশের অসংখ্য স্বনামধন্য ব্লগার ও তাদের কলমকে। যেন লেখার স্বাধীনতার উপর টেনে দেয়া হল কালো পর্দা। লাখো প্রতিবাদী লেখনীকে স্তব্ধ করার সুনিপুণ পায়তারা। কামনা করি, আসিফ মহিউদ্দীন আবার ফিরে আসুন আমাদের মাঝে স্বরূপে তার সেই জ্বালাময়ী লেখনী নিয়ে।
আবার আমরা সকল ব্লগাররা গর্জে উঠব অন্যায় আর অপরাধকে পায়ে দলে এগোনোর প্রত্যয়ে।
।।সা।ত।কা।হ।ন।।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
অংকনের সাতকাহন বলেছেন: আমাদেরও অনুরূপ আশা।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
সিদ্ধার্থ. বলেছেন: যেন লেখার স্বাধীনতার উপর টেনে দেয়া হল কালো পর্দা। লাখো প্রতিবাদী লেখনীকে স্তব্ধ করার সুনিপুণ পায়তারা।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
অংকনের সাতকাহন বলেছেন: স্বাধীনতার গলা টিপে ধরা হয়েছে। মৃত্যু হতে খুব একটা বেশি দেরী নেই তার!!!
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
জানতেএলাম বলেছেন: ফরিদ আলম বলেছেন: লিউনেল মেসি বলেছেন: এবং আম্রিকা তাকে স্বাগত জানাবে।
এই আশায় হয়ত নিজেই ছুরিকাহত হয়েছেন
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
অংকনের সাতকাহন বলেছেন: কুত্তা শুধু চোর এলেই ঘেউ ঘেউ করেনা, চুলকাইলেও করে। এগুলার এইটুকু বুঝার ক্ষমতাও নাই যে অভিনয় করতে ছুরি গলায় নিতে হয়না। পেটে নিলেই চলে।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬
লেখোয়াড় বলেছেন:
ন একজন আসিফকে নয় কোপানো হল দেশের অসংখ্য স্বনামধন্য ব্লগার ও তাদের কলমকে। যেন লেখার স্বাধীনতার উপর টেনে দেয়া হল কালো পর্দা। লাখো প্রতিবাদী লেখনীকে স্তব্ধ করার সুনিপুণ পায়তারা। কামনা করি, আসিফ মহিউদ্দীন আবার ফিরে আসুন আমাদের মাঝে স্বরূপে তার সেই জ্বালাময়ী লেখনী নিয়ে।
আবার আমরা সকল ব্লগাররা গর্জে উঠব অন্যায় আর অপরাধকে পায়ে দলে এগোনোর প্রত্যয়ে।
valo likhesen, thanks.
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
অংকনের সাতকাহন বলেছেন: আপনাকেও ধন্যবাদ সহমত পোষণের জন্য।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগার আসিফ মহিউদ্দিনের উপর বর্বরোচিত হামলা ন্যক্কার জনক
অমানুষিকতা
আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি । ব্লগার বন্ধুগন
অপরাধী যেই হোক এরা সমাজ ও মানুষের শত্রু
আসুন সবাই এক হয়ে এর প্রতিবাদে
মানব বন্ধন ঘোষণা করি ।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
অংকনের সাতকাহন বলেছেন: মানববন্ধন এখন ডালভাত হয়ে গেছে। এদের সমূল বিনাশ দরকার।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ধর্মান্ধদেরকে মাদি ছাগলের সঙ্গে তুলনা করা যেতে পারে। তারা সাধারনত নিরীহ হিসেবেই বিচরণ করেন। কিন্তু কখনো কখনো এরা কুকুর হয়ে যান। আসিফ মহিউদ্দিনের ওপর হামলা তাঁরই প্রমাণ। এ কারনে কারও মধ্যে ন্যূনতম ধমান্ধতার বীজ থাকলেও তা ক্ষতিকর। আমরা মাদি ছাগল ও কুকুর কোনোটিই চাই না। চারপাশে মুক্ত মনের মানুষ দেখতে চাই, শুধু মানুষ। একইসঙ্গে ধর্মান্ধদের সাবধান করে দিতে চাই, সৃষ্টিকর্তা কোনো ছোটোলোক নন যে, তিনি ধর্মান্ধদের বেহেশতে নেবেন। সবাইকে পড়ার আহবান জানাই
Click This Link
http://blog.bdnews24.com/koushik004/127839
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
অংকনের সাতকাহন বলেছেন: দারুণ বলেছেন। এই কুকুর-ছাগুরা পারে শুধু চেঁচাইতে, আর দুর্বলতা বুঝে কামড়াইতে।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
লোনলিফাইটার বলেছেন: +++ ভালো লিখছ ব্রো
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
অংকনের সাতকাহন বলেছেন: ভালো লেখকদের সঙ্গে থেকে ভাল না লিখে উপায় আছে?? :-)
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
ইখতামিন বলেছেন:
আপডেটঃ আসিফ মহিউদ্দীন এখন শঙ্কামুক্ত এক পলকে ব্লগার আসিফ মহিউদ্দীন ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣ আসিফ! তুমি মৃত্যুঞ্জয়ী। তুমি অতিদ্রুত সুস্থ হয়ে ফিরে এসো। এই কামনায় আমি - ইখতামিন।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
অংকনের সাতকাহন বলেছেন: শুনে প্রীত হলাম। ধন্যবাদ।।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
রূপসা ০০৭ বলেছেন: কোন সাহসী বগ্লারকে যদি এভাবে ন্যাক্কার জনক ভাবে হামলা করা হয় তাহলে বগ্লে লেখার উৎসাহ বগ্লার বন্ধুদের হারিয়ে যাবে। আমরা এ হামলার তীব্র নিন্দা জা ্না। আর যারা
এ হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
অংকনের সাতকাহন বলেছেন: যথার্থ বলেছেন। তবে, কথা হল কুকুরের সীমা ওই হাঁটু পর্যন্তই।
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
রাতুলবিডি২ বলেছেন: কোন মুক্তমনার ওপর হামলা হয়নি। উগ্রবাদী অধার্মিকের ওপর হামলা হয়েছে Click This Link
আরো দেখুন আসিফ পিয়ালদের জানা-অজানা কাহিনী!
ডিজিটাল বলদ নবীর তিন সফর
http://www.nagorikblog.com/node/8749
একজন পর্ন সাইটের মালিক/এডমিন কি কোনো মহৎ কাজে আমাদের সঙ্গী হতে পারেন? http://www.nagorikblog.com/node/2370
ব্লগের মারামারি ছবির হাটে Click This Link
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
১১স্টার বলেছেন: তাঁর সুস্থ্যতা কামনা করছি