![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবে তাই হোক-
যাত্রা হোক শুরু অনন্তের,
শূন্য থেকে পদব্রজে পূর্ণের পথে;
বাহান্ন থেকে দ্বি-সহস্রাব্দ পেরিয়ে-
হয়তোবা আলো নামে আঁধারের বুকে,
সমর্পিত বিবেকের দ্বার,
কড়াহীন নগ্ন কাঠ-লজ্জা ঢাকে হিংসার আস্তরণে।
চলতে ওঠা হৃদয় চিরে দেখি মৃত্তিকার-
সেখানেও শোণিতের ছোপ ছোপ,
ষাট বছরের ধকল কম তো নয়!
প্রসবক্লান্ত মায়ের কোলে কত বীর,
শহীদ হল তার মাঝে কজন?
আর কজন স্বজনের রক্তে আঁকে হাতে-
মেহেদীর কলুষিত আলপনা!
শিউরে ওঠে ছাপ্পান হাজার বর্গমাইল;
ডুকরে কাঁদে জননী ।।
ধর্ষণে ধর্ষিত হইনা বাঙালি,
শরীর ছিঁড়েখুঁড়ে খেয়েও শকুন কখনো-
ঠোকরে পায়নি নাগাল হৃদয়ের;
দূষিত শরীরের ঘামে সিক্ত বঙ্গশরীরে
তাতে জ্বলেছে দাবানল বারেবার,
অঙ্গারে শুদ্ধ হওয়ার প্রত্যয়ে;
গুলি বুকে পেতে ছেলে বলেছে প্রতিবারে-
দেখ মা, আমি বিজয় এনেছি;
সে বিজয় খুঁজে বেড়াই আজ পথে-প্রান্তরে
শুধু হাহাকার শুনি এক মায়ের,
আর গুটিকয় হায়েনার উল্লাস!
স্ব-পরাধীন শিকলে তাই
আজো ধর্ষিত হয় বঙ্গ,
নিজভুমী জারজের ক্ষুধার্ত বীর্যে;
আর তাতেই পিলপিল করে জন্মায়-
সহস্র দু’পেয়ে লালজিভ ডালকুত্তা;
যাদের স্বার্থ-নিঃশ্বাসে বাংলামাতা হারায় সম্ভ্রম পুনর্বার!
ছাপ্পান্ন হাজার বর্গমাইল সচিৎকারে কাঁদে;
নীরবাশ্রু জননীর ।।
আজো একাত্তর পুরো দেশ জুড়ে-
ঊনসত্তরের রাজপথ এখনো লোকারণ্য!
বুকে টের পাই লাখো চরণের ধূলিঝড়,
সাথে হায়েনার সন্তর্পণ বিচরণ!
অপ্রকৃতিস্হ আমি??
দেখ চোখ মেলে দেখ-
এখনো আগুন রামুতে,
রাজপথে এখনো অস্ত্রের গর্জন-
আমার ছেলে মাটিতে বুক মিশিয়ে ঢলে পড়ে দেখ,
আমারই বুক করে লালে মাখামাখি!
দেশদ্রোহীর নিঃশ্বাস এখনো আমার বুকে-
কষ্টের প্রলেপ মাখায়;
স্বাধীনতার নামে একি অভিশাপ পরলাম গলে!
এ দায়ভার থেকে মক্তি চাই আমি;
শৃঙ্খল জড়িয়ে দে আবার মুমূর্ষু হৃদয়ে আমার।
ডুকরে কাঁদে জননী,
কিছুই আসে যায়না ছাপ্পান্ন হাজার বর্গমাইলের-নন্দিত পশুদের ।।
।।সা।ত।কা।হ।ন।।
©somewhere in net ltd.