নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।।

অংকনের সাতকাহন

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।।

অংকনের সাতকাহন › বিস্তারিত পোস্টঃ

আমরা আর হবনা ওদের দাবার ঘুঁটি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

চরমতম আঘাত সয়েও মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস যাদের-

তারা কি কাঁপবে তোদের পর্দাহীন রক্তচক্ষুকে !?



ওরা প্রমাণ করে দিয়েছে আবার- যা করেছে ওদের পথপ্রদর্শকেরা ৪২ বছর আগে, সে একই আদর্শ করছে লালন ওরাও ধমণীর রন্ধ্রে রন্ধ্রে ।

এরপরের আঘাতও সহজে অনুমেয়।



ওদের সবসময়ের প্রিয় অস্ত্র ধর্ম। এবারও ওরা সেটাই কাজে লাগাতে চাইবে।

হয়তবা চাইবে সৃষ্টি করতে আরেকটি সাম্প্রদায়িক দাঙ্গা। আর সে অরাজকতার ফাঁকে উদ্ধার করে নিতে তাদের স্বীয় স্বার্থ।



তাই অসাম্প্রদায়িক বাংলার ভাইয়েরা আমার,

সাবধান! সাবধান!! সাবধান!!!



আমরা আর হবনা ওদের দাবার ঘুঁটি ।।



*************************************



সলতের শিরায় শিরায় বহমান কেরোসিনে চুমু দেয়- ঠোঁটকাটা ম্যাচকাঠি;

দাবানল লাগে রাজপথে,

অষ্টাদশীর ঘুমন্ত ওড়নায়,

কিংবা সে শিশুর বাগযন্ত্রে- যে কেবল চারের নামতা শিখল কাল ।।



ডায়েরীর পাতা জুড়ে হরাইজন্টাল লাইনগুলোও-

মিছিলে গেল সেদিন;

আহত গুয়েভারা সেদিন উঠল জেগে কন্ঠে তাদের,

প্রিয় এবং প্রিয়াকে ভাঁজ করে রেখে গোপনতম দেরাজটায়,

কবিতারা অঙ্গে জড়াল সেদিন আগুন রঙের শাড়ী;

লাখো পায়ের ছাপ বুকে নিয়ে চেনা পথও হল অচেনা,

চেতনায় সাঁতরে আমিও সেদিন-

হ্যারিসনের সুরে কন্ঠে নিয়েছি তুলে

বাংলাদেশ ।।



।।সা।ত।কা।হ।ন।।[/sb

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.