![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমাবস্যা________♥
তোর আগডুম বাগডুম প্রেমে সন্ন্যাসী আমি কতকাল,
সেই কবে থেকে-
বৈরাগ্যের নিয়মতান্ত্রিক বাস বুকের চিলেকোঠায়,
অকৃত্রিম কৃপণতায় বুঝে নেয়া ঠোঁটের দখল-
রাত্রিশেষে অপ্রাপ্তির অঙ্কুর বোনে বিবস্ত্র বালিশে;
ভুল সমীকরণে হিসেব কষে-
ভালবাসা পরিশেষে সমাধান মেলায় শূন্যে,
নিঃশ্বাসে তখন ভালোবাসা দীর্ঘশ্বাসের কাব্য বোনে;
প্রিয়ার হাতে তখন বাঁধা পড়ে দখিনের জানালা,
চোখে সোনালী ছায়া এঁকে যায় পড়ন্ত গোধূলী,
আরেকটি রাতের শুরু হয় ঠিকই-
তবু, নিঃসঙ্গ ঠোঁট উষ্ণতার সংকটে ভোগে।
শ্রেয়সী,
তখন আমার জানালায়ও উঁকি দেয় কৃষ্ণপক্ষ;
আমার নিরাশ্রয় আঙ্গুলগুলোও তখন-
বাঁধা পড়ার স্বপ্ন দেখে তোর আঙ্গুলের কারাগারে।
তবু, প্রেমিক হৃদয়ের অংকগুলো ভাগশেষে মেলে না কখনোই ।।
।।সা।ত।কা।হ।ন।।
ফেসবুক প্রোফাইল
১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪২
অংকনের সাতকাহন বলেছেন: ভাষায় না বললেও দীর্ঘশ্বাসে বলে একথা সবাই-ই। ধন্যবাদ লেখাটিকে সময় দেয়ার জন্য।
২| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯
নীল কষ্ট বলেছেন: সুন্দর
১৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৭
অংকনের সাতকাহন বলেছেন:
৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ১০:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: শ্রেয়সী,
তখন আমার জানালায়ও উঁকি দেয় কৃষ্ণপক্ষ;
আমার নিরাশ্রয় আঙ্গুলগুলোও তখন-
বাঁধা পড়ার স্বপ্ন দেখে তোর আঙ্গুলের কারাগারে।
তবু, প্রেমিক হৃদয়ের অংকগুলো ভাগশেষে মেলে না কখনোই ।।
++++
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৬
অংকনের সাতকাহন বলেছেন: হুমম
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেমাবস্যা_ বাহ বেশ বেশ ।

রাত্রিশেষে অপ্রাপ্তির অঙ্কুর বোনে বিবস্ত্র বালিশে;
ভুল সমীকরণে হিসেব কষে-
ভালবাসা পরিশেষে সমাধান মেলায় শূন্যে,
বলি এই শূন্যতায় কেনা ভূগেছে
কিন্তু ক'জন পেরেছে এমন করে বলতে