![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবেগের চোখে নয়, সম্ভাবনার চোখে
ইস্কাটনে ওয়ারফেইজ প্র্যাকটিস প্যাড-এ ধুমিয়ে চলছে অনুশীলন। প্রতিদিন রাত ২টা- ৩টায় সব্বাই বাড়ি ফিরে। অনুশীলনের ফাঁকে গিটারিস্ট কমলভাই হঠাৎ একদিন নান-রুটি ব্রেকে বললেন," নারে এইসব নানরুটি-ফুটি দিয়া হবে না, আমি ববং ভাত খেয়ে আসি।" তখন বাজে রাত ১২:৩০। কমল ভাই ভাত খেতে চলে গেলেন। কিন্তু প্র্যাকটিস চললো। তখন প্র্যাকটিস চালিয়ে গেলেন আমেরিকার কানসাস সিটিতে আইভানেজ নির্বাচিত বেস্ট গিটার প্লেয়ার, যার নামে বিশ্বের নামী ও দামী গিটার ব্র্যান্ড আইভানেজ-এর " R" সিরিজ গিটার বের হয় এবং বর্তমানে যিনি গিবসন লেসপল এর সাথে এন্ডোরস সেই রাসেল আলী মানে ওয়ারফেইজ-এর এক্স কিবোর্ড ও গিটার প্লেয়ার আমাদের রাসেল ভাই। ওনার প্লেইং দেখে চোখ ফেরানো অসম্ভব একটা ব্যাপার। তার স্টাইলিস গিটার পিকিং এন্ড প্লেইং দুর্দান্ত। রাসেল ভাই কথায় কথায় বলছিলেন, "ফ্যানদের আক্রমন থেকে বাঁচতে আমেরিকায় তাকে সিকিউরিটি নিয়ে ঘুরতে হয়, এমন জীবনের বাইরে এ দেশে এতো বন্ধুবান্ধবের সান্নিধ্য সত্যি অসাধারণ।" তার এক পুরানো বন্ধু এসেছে দেখা করতে, সে বন্ধুর পায়ের স্যান্ডেল নিজের পাযে পড়ে ঘুরছে। বন্ধু বিদায় বেলায় যখন ঘরে ফেরার জন্য স্যান্ডেলটা চায় , রাসেল ভাই বলে, "যা না! এতোদিন পর দেশে এলাম...স্যান্ডেলটা একটু পড়ি!!" খুব রসিক একজন মানুষ রাসেল ভাই। বাবনা ভাইও কম যান না। তার প্রত্যেকটা কথা যে একটা লাফিংবোমা!! এছাড়া সানজয় ভাই। ও মাই গড...এখনো সেই গলা..১০ বছর পর সেই একই ডেলিভারি। এছাড়া প্র্যাকটিসের ফাকে ফাকে চুটিয়ে চলা আড্ডায় যোগ দিচ্ছেন অর্থহীনের সুমন ভাই, বালাম ভাই, সাজ্জাদ সহ অনেক এক্সমেম্বাররা। ২০ বছর পর দেশে এসেছেন রোমেল ভাই। রাসেল ভাইয়ের বড় ভাই। তিনি আর . বি.আর এর জন্য প্র্যাকটিস করছেন। কিবোর্ড ও পিয়ানো তে মায়ার জাল সৃষ্টি করার এক বিস্ময়কর কারিগর রোমেল ভাই। কিন্তু তার দু:খ একটাই...আমেরিকায় বাঙ্গালীরা গানের টেস্ট বোঝে না বোঝে শুধু বিনোদন ও ব্যবসা। এতো পুওর তাদের ম্যানেজমেন্ট। অতি দু:খের সাথে জানালেন আমেরিকার ম্যাডিসন স্কয়ার বাঙ্গালির জন্য নিষিদ্ধ করেছে সরকার। রাজনীতি, শ্রেণীদ্বন্দ্ব, আঞ্চলিকতা ইত্যাদি আমাদের জন্য কাল বয়ে এনেছে। কিন্তু বাংলাদেশে এসব নেই। এখানকার ছেলেরা মিউজিক নিয়ে যথেস্ট সিনসিয়ার। তিনি এখানকার সংগঠকদের দারুণ প্রশংসা করলেন। আর টিপু ভাইয়ের অবস্থাতো একেবারে কেরোসিন...। ফোন, কমিউনিকেশন ইত্যাদি নিয়ে দারুণ চিন্তিত সে। তার মধ্যে আবার প্র্যাকটিস। বাইরে ছুটোছুটি করছে বন্ধুরা, কিভাবে আগামীকালের (১৫ অক্টোবর ২০০৮) এর শো সাকসেস ফুল করা যায়।...
আগামীকাল শেরাটন উইন্টারগার্ডেনে সন্ধ্যা ৬ টা থেকে টানা ৪ ঘন্টা ওয়ারফেইজ পারফর্ম করবে। ওয়ারফেইজের পুরানো ও নতুন সব সদস্যরা এক হয়ে গাইবেন জনপ্রিয় সব গান। কেউ ভাবতেই পারেনি ওয়ারফেইজ এর বাবনা ভাই, রাসেলভাই ও সানজয় ভাই একসাথে আবার স্টেজ মাতাবে। এ পর্যন্ত ৬ টি এ্যালবাম ও ৭১টি গান দিয়ে তারা জয় করেছে তরুণ-তরুণীদের মন। মেটাল ও প্রোগ্রেসিভ রককে বাংলাদেশে করেছে জনপ্রিয়। বাংলাদেশে এখনকার জনপ্রিয় অনেক ব্যান্ডই ওয়ারফেইজ শুনেই বড় হয়েছে। তাদের গানে, প্লেইংএ আছে ওয়ারফেইজের প্রভাব। আমিতো মাঝে মাঝেই নস্টালজিক হয়ে যাই..তাই ওয়ারফেইজ-এর এই শো মিস করতে চাইনা। আমি আগামীকাল অবশ্যই যাবো ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত "ওয়ারফেইজ রি-ইউনিয়ন কনসার্ট"- এ। শুনবো আমার প্রিয় গান....মনে পড়ে যাই আমার কৈশোর...।
যারা কনসার্টের গেট পাস এখনো সংগ্রহ করেন নি , ফোন করুন এই নম্বরে : 01914-915299 , 01733973363 ( হট লাইন)। আর কনসার্ট দর্শকরা ব্রুশিয়ার হিসেবে পাচ্ছেন একটি অটোগ্রাফ সম্বলিত টি শার্ট। সো , ডোন্ট মিস ইট। সি ইউ অন দ্য ব্যাটল!!
১৪ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
অন্যআনন বলেছেন: না...জ্ঞাপন।
২| ১৪ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
রাখাল ছেলে বলেছেন: টিকেট প্রাইস কত?
৩| ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০১
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: অন্যআনন,
কমল ভাইকে আমার পক্ষ থেকে সালাম দিয়েন। আমার ডাক নাম সুমন। যদিও ৯৯% চান্স যে আমাকে চিনবেন না।
গুড ওল ডেইজ...
৪| ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৪
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: Warfaze এর গান এক সময় খুবই ভাল লাগত। সব এলবাম কিনেছিলাম। এখন আর Warfaze এর গান শুনে মজা পাই না। ওল্ড হয়ে গিয়েছে। Old Sucks......................
৫| ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১৫
গুপী গায়েন বলেছেন: খুব ভাল লাগল পোষ্ট টা।
৬| ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৫১
সুদীপ চৌধুরী বলেছেন: লেখককে অশেষ ধন্যবাদ।বাংলা গানেও যে রক্,মেটাল সুর হ্য় এটা ওয়ারফেজ শুনে আমার প্রথম উপলব্ধি।নিঃসন্দেহে ওয়ারফেজ একটা ইতিহাসের নাম।বাংলাদেশী আন্ডারগ্রাউন্ড মিউজিক আজকে যে অবস্হানে তার পিছনে এই ওয়ারফেজের বিশাল অবদান আছে।কমলের কাছে গিটার শিখে নাই এমন নতুন প্রতিষ্ঠিত গিটারিস্ট খুঁজে পাওয়া ভার।বাকিদের কথা না হয় নাই বললাম।
আজকে অনেকদিন পর নতুন করে ওয়ারফেজের গান শুনতে বসে
পুরনো দিনের কথা মনে পরে যায়।প্রথম বার যেকোন কিছুর স্বাদ
মনেই অন্যরকম অনুভূতি।
যদিও এখন বাংলাদেশে অনেক ভলো গান হ্য়, অনেক জেনারের গান হ্য় তারপরও বলতে হ্য় শ্রোতাদের রুচির যে পরিবর্তনটা কাঙ্খিত ছিলো সেটা পুরোপুরি আসে নাই।আমেরিকান বাঙালিদের মতো আমাদের এখানেও একটা বড় জনগোষ্ঠী শুধু সস্তা বিনোদনের খাতিরে গান শুনে।ইদানীং কালের প্রচুর জননন্দিত গানে চটুল সুর আর "তুমি আমি" টাইপের লিরিক্সে তার প্রমান পাওয়া যায়।স্বাভাবিকভাবে আর্টিস্টরাও আগ্রহী হচ্ছেন ওইসব ছাইপাশ গান করতে।উদাহরন হিসেবে হালের জনপ্রিয় গায়ক বালামের কথাই ধরুন না!
ওয়ারফেজকে জন্মদিনের শভেচ্ছা।
৭| ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০১
আছহাবুল ইয়ামিন বলেছেন: এইখানে দেখেছি। যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টিকেটের দাম তো চড়া!!!
৮| ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৩
ফারহান দাউদ বলেছেন: আহ,ওয়ারফেজ,ওয়ারফেজ,ওয়ারফেজ!!!
৯| ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪
সৌম্য বলেছেন: বালাম বজ্জাতটা নাই তো। ছাগলের পেটে ঘি সয়না। ওরে ওয়ারফেজের মত কটঠিন ব্যান্ডের ভোকাল (গলা নাই এর পরেও) বানাইছিল, ছাগল কিনা সেটা ফেলে নেকা নেকা গান গায়।
সময়ের ছলনায়, একটি ছেলে, মহারাজ, ছুটেছি আমি, মনে পড়ে সেই রাতের কথা।
ওয়ারফেজ ইজ ওয়ারফেজ। আমি টিকেট পাইছি। আইতেছি
১০| ১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫১
আগলিআগলি বলেছেন: আরো কিছু লিখেন ,রোমেল ,রাসেল ,কমল ভাইদের নিয়ে ...... ......... খুব একটা বেশি জানতে পারি না ওনাদের নিয়ে । এই পোস্ট টাও চমতকার হইছে ।আফসোস যাইতে পারতেছি না
আজকে ।
১১| ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৮
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
মুক্তি হোক গৃহবন্দী শিশুদের। যারা চার দেওয়ালে মাঝে একান্ত অপারগ হয়েই কাটাচ্ছে শৈশব ভিডিও গেমস, টেলিভিশন অথবা কম্পিউটার নামক যন্ত্রটাকে সাথে করে।
উন্নয়ন-পরিকল্পনা যদি হয় শুধুমাত্র বাণিজ্যিক বিবেচনায়, তাহলে তা এই শহর ও শহরের প্রতিটি মানুষকে পণ্য বানাবে।
আমার শিশু, আমার ঘরের জীবন্ত এক আসবাব।
১২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৪
লাস্টসাপার বলেছেন: আইবানেজ র আর সিরিজ বলতে কোন গীটার নাই। আর রাসেল আলি র নামে কোন আইবানেজ র সিরিজ নাই। আর,জি আছে । এ ব্যাপারগুলো জেনে লিখবেন।
১৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৭
লাস্টসাপার বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: বিজ্ঞাপন নাকি এটা