![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে ঈশ্বর তুমি আমাদের পাঠালে আমরা তোমাকে ছোট ছোট খন্ড করলাম ! আমরা তোমার শাখাপ্রশাখার ভেতর আরও ছোট ছোট ঈশ্বর তৈরি করলাম। এখন তোমার অনেক নাম ,আমাদের দেওয়া নাম তোমার নামে আমরা ব্যবসা করি, তোমাকে প্রতিদিন বিক্রি করি এবং তোমার নামে ছদ্দবেশে জিকির করি। হে প্রভু ,আমি অনুতপ্ত এবং আমি এই ছোট ছোট ঈশ্বরদের দলে মিশে আছি । হে ক্ষুদ্র ক্ষুদ্র ঈশ্বর তোমারা এক হও, হে ঈশ্বরদের ঈশ্বর তুমি জেগে ওঠো। _:_
কবি
ফরহাদ চৌধুরী আনন্দ
পিয়ন্তি ছোয়া
কবি বাসে
ছবি হয়ে
বইয়ের ভিতর
কাছে আসা ?
সকাল বেলা
শেষ প্রহরেও
ছন্দ দোলে
অবাক হলে
লক্ষি ছেলে ?
মন ভোলানো
কাজের ফাকে
তোতলামিতে
ধরছে জেলে
টোল ফেলিয়ে ।
কাব্য খানা রম্য যেনেও
জিমের ভিতর আগুন জ্বলে
আসছি আবার সব ছুটিয়ে
কবিতো ভাবনা পাগল ভালোবাসি বলে ।
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৬
আনন্দ বড়ুয়া বলেছেন: কল্লোল পথিক দাদা। আপনাকে আমার উদাস জগতে স্বাগতম আর রইলো ২৯ টা বেগুনি রজনিগন্ধার ...............।
আপনাদের অমন পরিবারে ঠাই দিয়েছেন .........তাই কৃতজ্ঞতা অমন ভাবে প্রকাশ করে ভাষা গুলিয়ে ফেলতে চাইনা। আপনাকে পরিশেষ আন্তরিক ভাবে ধন্যবাদ পাশে থাকার জন্য।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা
শুভ ব্লগিং
৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭
আনন্দ বড়ুয়া বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। এভাবে পাশে থাকার জন্য,।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে।সুস্বাগতম কবি।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।