নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'আমিই আমার সবচেয়ে বড় শত্রু\'\' \" আমি আবেগের সন্তান । আমার ছোট্ট যুক্তির নৌকো যেন ভয়াল ঝড়ের মাঝখানে উত্তাল তরঙ্গে আছাড় খাচ্ছে ।\'আমার সমালোচক যদি আমার সমস্ত ত্রুটির কথা জানতেন তাহলে আরও জোর সমালোচনা করতে পারতেন ।\' \"আমি আদৌ সর্বদোষ মুক্ত নই\

আনন্দ বড়ুয়া

হে ঈশ্বর তুমি আমাদের পাঠালে আমরা তোমাকে ছোট ছোট খন্ড করলাম ! আমরা তোমার শাখাপ্রশাখার ভেতর আরও ছোট ছোট ঈশ্বর তৈরি করলাম। এখন তোমার অনেক নাম ,আমাদের দেওয়া নাম তোমার নামে আমরা ব্যবসা করি, তোমাকে প্রতিদিন বিক্রি করি এবং তোমার নামে ছদ্দবেশে জিকির করি। হে প্রভু ,আমি অনুতপ্ত এবং আমি এই ছোট ছোট ঈশ্বরদের দলে মিশে আছি । হে ক্ষুদ্র ক্ষুদ্র ঈশ্বর তোমারা এক হও, হে ঈশ্বরদের ঈশ্বর তুমি জেগে ওঠো। _:_

আনন্দ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

নগ্নতাকে রুখতে চাই

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৭

কবি
ফরহাদ চৌধুরী আনন্দ

নারী দন্দ
নারী মন্দ
নারী নিয়ে ফুসছে জাতি,

পুরুষ গুলো
সঠিক না, ঠিক
থমকেছে মিল অগ্রগতি ।।

অশালীন সব
ভিন দেশীদের
পণ্য গুলো জাত জাতকে ,

উরন্ত সব
পাখির মতো
ছুটছে কামুক দৃষ্টি কিতে ।?

মায়ের জাতি
বাবার জাতি
দুষছে মানুষ বন্যরাও

আরে সবাই মানুষ
তাই বলে কি
গাল খাবে অন্যরাও ।?

দৃষ্টান্ত সব
নষ্টামিতে
আবেগ প্রবন চিন্তাশীল ।

ছিটকেছে সব
কথার দিকে
সুযোগ বুঝে মারছে ঢিল ।

আমরা কোথায়
দারাই বোলো
নিষ্পাপ সব ভণ্ড লোক ,

ওরাই শুরু
নগ্ন শেষে
আমরা খারাপ করছে ভোগ ।


আসল কথা এবার শুনেন
নগ্নতাকে রুখতে চাই
নষ্টামিতে ওষ্ঠাগত ,আমার তোমার প্রান বাঁচাই।।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


"নগ্নতাকে রুখতে চাই"

-সোজা ব্যাপার, ল্যাংটা হবেন না

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৬

আনন্দ বড়ুয়া বলেছেন: এই কবিতা খানি নিয়ে এমন মনে হল আপনার কাছে দাদা।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০

রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল।সুন্দর হয়েছে...লিখতে থাকুন
+++

৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১

আনন্দ বড়ুয়া বলেছেন: রুদ্র জাহেদ দাদা।নতুন মানুষ হিসাবে যেভাবে আপনাদের পরিবারে অংশ হিসাবে নিয়েছেন ,আশাকরি এভাবেই অধমের পাশে থাকবেন। আপানকে আন্তরিক ভাবে ধন্যবাদ রইলো দাদা।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: (শব্দটা দন্দ হবে না দ্বন্ধ হবে? ফুঁসছে, দাঁড়াই, প্রাণ)

'মায়ের জাতি
বাবার জাতি
দুষছে মানুষ বন্যরাও
আরে সবাই মানুষ
তাই বলে কি
গাল খাবে অন্যরাও?" এটাই প্রশ্ন!

ভালো লেগেছে ।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

তার আর পর নেই… বলেছেন: কোথাও কোথাও অস্পষ্টতা আছে। কামুক দৃষ্টি কিতে?

৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

আনন্দ বড়ুয়া বলেছেন: রূপক বিধৌত সাধু দাদা নতুন মানুষ তো আর মানুষ মাত্র ই ভুল তবে , এবার যেমন ছিলেন এমন ভাবে পাশে থাকলে হয়তো অচিরেই ভুল গুলো সুধ্রে হয়ত আপনাদের মাঝে একটু যায়গা করে নিতে পারবো , ধন্যবাদ দাদা আমি চাই আমার গুনের কথা থেকে দোষ গুলো মানুষ ধরে ধরে প্রকাশ করুক গুন সবার মাঝে এ বিদ্যমান এবং সে নিজে ই অবহিত থাকে ,তেমনি বিপরীত ভুল বা দোষ অনেক সময় বুঝা যায়না । কেও আমায় এমনি করে প্রকাশ করলে সব থেকে খুশী হব যাতে আমি কিছু শিখতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ,পাশে থাকার জন্য । আলোচনা সমালোচনা আমার ২ টাই একান্ত প্রয়োজন খুব ,।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

আনন্দ বড়ুয়া বলেছেন: তার আর পর নেই… দাদা ধীরে ধীরে আরও পরিণীত হব তখন হয়তো, আরও ক্ষুরধার মার্জিত ভাবে প্রকাশ পাবে সবে তো শুরু দাদা। দুয়া করবেন দাদা, পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ দাদা।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

নিমগ্ন বলেছেন: ফাটিয়ে দিয়েছেন গো কুভি দাদা

১০| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

আনন্দ বড়ুয়া বলেছেন: নিমগ্ন দাদা, পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ ।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

আহা রুবন বলেছেন: ভাল লেগেছে। বানানের দিকে একটু নজর দিতে হবে।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭

আনন্দ বড়ুয়া বলেছেন: আহা রুবন দাদা আপনাকে ধন্যবাদ অধম এর দিকে সুদৃষ্টি দেয়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.