![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে ঈশ্বর তুমি আমাদের পাঠালে আমরা তোমাকে ছোট ছোট খন্ড করলাম ! আমরা তোমার শাখাপ্রশাখার ভেতর আরও ছোট ছোট ঈশ্বর তৈরি করলাম। এখন তোমার অনেক নাম ,আমাদের দেওয়া নাম তোমার নামে আমরা ব্যবসা করি, তোমাকে প্রতিদিন বিক্রি করি এবং তোমার নামে ছদ্দবেশে জিকির করি। হে প্রভু ,আমি অনুতপ্ত এবং আমি এই ছোট ছোট ঈশ্বরদের দলে মিশে আছি । হে ক্ষুদ্র ক্ষুদ্র ঈশ্বর তোমারা এক হও, হে ঈশ্বরদের ঈশ্বর তুমি জেগে ওঠো। _:_
সরকারী চাকুরী সরকারী বাসাতে
একটু সুখ নিবো মুখ গুঁজে আসাতে
বৈশ্বিক মন্দার অল্পের বেতনে
পাক্ষিক দিন গেলে কি থুয়ে কি আনে ।
৫তলা বিল্ডিং থাকি ঘড় ফুটা পরে পানি
আমি ছুট ঘুম নাই গামলা টানা টানি
বসে হায় শুয়া দায় ঘড়ে কত্ত বৃষ্টি
সরকারী বাসাগুলো ,ছাদ গুলো ড্যাম হয়ে ফুটা গুলো সৃষ্টি ।
মাস যায় দিন যায় এমপি ও ঠিকাদার
১০ লাখ পেলে গিলে ২ লাখে কাম সার
ও দিকে কসরত আকিজের চামে দামে
কাজ এলে বেন্সন এ টানে ও টানে ।
ভাগ্যটাও আগাগোড়া ঐ দিকে সব্বাই
নিরহ মানুষের পেটে লাথি হক ভাই
সরকার প্রশাসন তারা কি অন্ধ
সব মিলে গিলে নেয় টাকাটার গন্ধ ।
সরকারী অফিসার তার প্রিয় কর্তা
pwd office এ ধন্নার ভর্তা
কথা খুব যেন বিয়ে কত্ত বুলি সদ্য
৯ ৬ বুঝিয়ে কেড়ে নেয় ফদ্দ।
কত্তটান কত্ত নুন কত্ত ঝাল কি লাজে
তার পর জীবনটা তেজপাতা িঢ লা জে
মানতাম তাও যেতো ইট গুঁজে থাকতে
স্বপ্নের রঙ ধনু স্বপ্নেই আঁকতে ।
২৪ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০৫
আনন্দ বড়ুয়া বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ দাদা শুভ্র বিকেল ।আপনার মূল্যবান মতামত জানিয়ে সাথে থাকার জন্য ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮
হৃদছায়া বলেছেন: ছন্দময় ছড়া, ছড়া শেষে কথামালার সত্যতার প্রমানস্বরূপ ছবি! ভালো লাগলো।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩
আনন্দ বড়ুয়া বলেছেন: এটা কবিতা লেখার সমকালীন ।আর কিছু ই বলার নাই দাদা ?
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।