![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে ঈশ্বর তুমি আমাদের পাঠালে আমরা তোমাকে ছোট ছোট খন্ড করলাম ! আমরা তোমার শাখাপ্রশাখার ভেতর আরও ছোট ছোট ঈশ্বর তৈরি করলাম। এখন তোমার অনেক নাম ,আমাদের দেওয়া নাম তোমার নামে আমরা ব্যবসা করি, তোমাকে প্রতিদিন বিক্রি করি এবং তোমার নামে ছদ্দবেশে জিকির করি। হে প্রভু ,আমি অনুতপ্ত এবং আমি এই ছোট ছোট ঈশ্বরদের দলে মিশে আছি । হে ক্ষুদ্র ক্ষুদ্র ঈশ্বর তোমারা এক হও, হে ঈশ্বরদের ঈশ্বর তুমি জেগে ওঠো। _:_
এটা খুবই লজ্জাকর এবং হতাশাজনক! যখন দেখি বেতনবৈষম্য নিয়ে জাতির অভিভাবক সমাজ (শিক্ষক) দের আন্দোলনে নামতে হয়। সরকার অনুদপাদনশীল খাতে কাড়ি কাড়ি টাকা ব্যয় করে, বছর না পেরোতেই পদ্মা সেতুর নামে নিজেদের পেট সেতুর বাজেট তিন গুন বৃদ্ধি পায়, অকার্যকর হিসেবে বিবেচিত হওয়া সত্বেও নতুন নতুন ফ্লাইওভারের ভিত্তি প্রস্থর স্থাপিত হয়। আবার যেখানে হাজার কোটি টাকা তাদের কাছে কোন টাকা'ই নাহ! তাহলে শুধু শিক্ষকদের ভাগ্যেই কেন পঁচা কলাটা থাকবে?? সরকার এত ঢং না করে সরাসরি বলে দিলেই তো পারে, পুলিশ প্রশাসন ছাড়া তাদের আর অন্য কিছুর দরকার নেই।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২১
আনন্দ বড়ুয়া বলেছেন: সব ভালো মানুষের মাথায়,
সামান্য গন্ডগোল থাকে ।
উনারা এত্ত ভালো যে আর আনুমানিক ধারণা পোষণ করতে পারলাম কৈ ?>
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
তিক্তভাষী বলেছেন: এটাকেই উন্নয়নের রাজনীতি বলে! কোনো প্রশ্ন করা যাবে না।