নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'আমিই আমার সবচেয়ে বড় শত্রু\'\' \" আমি আবেগের সন্তান । আমার ছোট্ট যুক্তির নৌকো যেন ভয়াল ঝড়ের মাঝখানে উত্তাল তরঙ্গে আছাড় খাচ্ছে ।\'আমার সমালোচক যদি আমার সমস্ত ত্রুটির কথা জানতেন তাহলে আরও জোর সমালোচনা করতে পারতেন ।\' \"আমি আদৌ সর্বদোষ মুক্ত নই\

আনন্দ বড়ুয়া

হে ঈশ্বর তুমি আমাদের পাঠালে আমরা তোমাকে ছোট ছোট খন্ড করলাম ! আমরা তোমার শাখাপ্রশাখার ভেতর আরও ছোট ছোট ঈশ্বর তৈরি করলাম। এখন তোমার অনেক নাম ,আমাদের দেওয়া নাম তোমার নামে আমরা ব্যবসা করি, তোমাকে প্রতিদিন বিক্রি করি এবং তোমার নামে ছদ্দবেশে জিকির করি। হে প্রভু ,আমি অনুতপ্ত এবং আমি এই ছোট ছোট ঈশ্বরদের দলে মিশে আছি । হে ক্ষুদ্র ক্ষুদ্র ঈশ্বর তোমারা এক হও, হে ঈশ্বরদের ঈশ্বর তুমি জেগে ওঠো। _:_

আনন্দ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

Afrin Wants To Be A Pilot Lamp (আলোর দিশারী হতে চায় আফরিন)

০৪ ঠা মার্চ, ২০১৬ ভোর ৪:১৯

আফরিন হোসেন। পরীর মত সাত বছরের ছোট্ট মেয়ে। আপনি কিছু বললেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। কত কিউট মেয়েটি। কেমন মায়া কাড়া চেহারা! আদর করতে ইচ্ছে হবে আপনার। আপনি ভাবছেন সে বুঝি আপনাকে দেখছে? না। সে আপনাকে দেখতে পাচ্ছে না। তার দুইটা চোখই নষ্ট। ২০০৯ সালে যখন তার বয়স দেড় বছর তখনই চোখে ক্যান্সার (Retino Blastoma) ধরা পড়ে। সেই থেকে চিকিৎসা শুরু হয়। বাংলাদেশের বিভিন্ন চক্ষু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়। অবশেষে ইন্ডিয়ার সংকর নেত্রালয়ের (Dr. Vikas Khetan) তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয়। ২০১০ সালের জানুয়ারী থেকে ২০১৪ পর্যন্ত জমি বিক্রয় করে ও বিভিন্ন সংস্থা থেকে ঋণ করে প্রায় ৪০ লক্ষ টাকা সংগ্রহ করে ব্যয় করা হয়েছে। কিন্তু কিচ্ছু লাভ হয়নি। বাম চোখটি তুলে সেখানে পাথর বসিয়ে দেওয়া হয়েছে। ডান চোখটিও যায় যায় অবস্থা। সেটি ভালো রাখতে আরো ২০ লক্ষ টাকা প্রয়োজন।
আফরিনের বাবা একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সমান্য চাকুরী দিয়ে তিনি অনেক দুর এগিয়েছেন কিন্তু সফল হতে পারেননি। এখন একরাশ কান্না নিয়ে আপনাদের কাছে সহযোগিতার জন্য হাত পেতেছেন। তার মেয়ের ডান চোখের আলোর জন্য। সবার সহযোগিতাই এখন শেষ ভরসা। আফরিনের চোখের আলো ফিরিয়ে দিতে এদেশের ১৬কোটি মানুষের কাছে ২০ লক্ষ টাকা সংগ্রহ করা কি খুবই কঠিন হবে???
আসুন মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের ছোট ছোট সাহায্যের হাতগুলো বাড়িয়ে দিই.....আমি শুরু করেছি। আপনিও শুরু করুন।

কিভাবে শুরু করবেন? আগে আপনি দান করুন। সেটা হতে পারে ১০,২০ অথবা ৫০ টাকা। তারপর প্রিয় বন্ধুর কাছ থেকে নিন, তারপর বড় ভাইয়ের কাছ থেকে তারপর অন্যকোন পরিচিত জনের কাছে । দেখবেন এই ক্ষুদ্র ক্ষুদ্র সংগ্রহ একটা বড় এমাউন্ট হয়ে দাড়াবে। আমরা সবাই মিলে যদি চাই আফরিনের চোখে আলো ফিরবেই!!!!!!



যেকোন তথ্যে যোগাযোগ-
01757401623 (আফরিনের বাবা)
01990903990 (আনন্দ)
01950284855 (মুন্না)
01875215481 (ফিরোজ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.