নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'আমিই আমার সবচেয়ে বড় শত্রু\'\' \" আমি আবেগের সন্তান । আমার ছোট্ট যুক্তির নৌকো যেন ভয়াল ঝড়ের মাঝখানে উত্তাল তরঙ্গে আছাড় খাচ্ছে ।\'আমার সমালোচক যদি আমার সমস্ত ত্রুটির কথা জানতেন তাহলে আরও জোর সমালোচনা করতে পারতেন ।\' \"আমি আদৌ সর্বদোষ মুক্ত নই\

আনন্দ বড়ুয়া

হে ঈশ্বর তুমি আমাদের পাঠালে আমরা তোমাকে ছোট ছোট খন্ড করলাম ! আমরা তোমার শাখাপ্রশাখার ভেতর আরও ছোট ছোট ঈশ্বর তৈরি করলাম। এখন তোমার অনেক নাম ,আমাদের দেওয়া নাম তোমার নামে আমরা ব্যবসা করি, তোমাকে প্রতিদিন বিক্রি করি এবং তোমার নামে ছদ্দবেশে জিকির করি। হে প্রভু ,আমি অনুতপ্ত এবং আমি এই ছোট ছোট ঈশ্বরদের দলে মিশে আছি । হে ক্ষুদ্র ক্ষুদ্র ঈশ্বর তোমারা এক হও, হে ঈশ্বরদের ঈশ্বর তুমি জেগে ওঠো। _:_

আনন্দ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

হাত আছে তাই লিখে বলি মুখে মুখে আওয়াজ তুলি

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২

এদিক তাকা ওদিক তাকা
উরছে টাকা ছোট রাস্তা বড় কুলি
বেউয়ারিশ সব ফুলের মতো জলের মতো
কমিয়ে খা জমিয়ে খা
মানুষ খা

চুপ করে নে গুম করে দে
আমার টাকা সবার সাথে
ঘামে ভিজা রক্তে মিশে
একটু হিসাব ,ছার পাবিনা
মানুষ খা আস্ত গিলে ।

সবাই ডাকে সুভিদা কে
মিলছে মানুষ মনে মনে
কেমন করে শিল্প বড়ই
ফুচকা গিলে
অভাব দেখ অন্ন ছুরে ময়লা ঘড়ে ।

চুপ ছেড়ে দে আর বেরে দে
খাচ্ছে খাক শুধরে যাবে
বিচার দেবো বিচারপতি
পাল্টা আগুন জ্বাল দিয়ে দে
মামলা ঘুরে মাল দিয়ে দে ।

বায়না করো হয়না কারো
সভাব সুলভ সুযোগ আরও
আমায় মারো ওদের আরও
চমচামিটা হচ্ছে না আর
দল আগালে বাছ বিচার ।

আমার দলে খেলার ছলে
ওরা মানুষ কর্ম বলে
জাগলে পশু বললে কথা
নির্জনে সে করছে বরন
আমি গেলাম নুনের ছিটা পানি এলে আমার মরন ।

এই নে খা এদিক তাকা অদিক তাকা
উরছে টাকা করিস খা খা
এদিক টাকা চোখটা বাকা
সেই নুনের ছিটায় অন্ধ হবি
সব ছেড়ে দে সময় এখন পথে ঘাটে জব্দ হবি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.