নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ সর্বশক্তিমান

নুর3ডিইডি

আমি মানুষ । আমি মুসলমান ।আমি বাংলাদেশী। আমি বাঙ্গালী ।

নুর3ডিইডি › বিস্তারিত পোস্টঃ

গোলাম আযম স্বীকার করলেন তিনি মুক্তি যুদ্ধের বিরোধিতা করেছেন।

১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০২













গোলাম আযম বলেন ভারত থেকে পাকিস্তান ভাগ হওয়ার পর ২৫ বছর পর্যন্ত ভারত যে আচরণ করেছে, তাতে ভারতকে কোন মতেই বন্ধু মনে করার কারণ ছিল না। যখন বাংলাদেশের জনগণের প্রতিনিধি আওয়ামীলীগের নেতারা ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে ধরনা দিল, যে আমাদের মুক্তির জন্য আপনারা সাহায্য করেন। তখন আমরা চিন্তা করলাম ভারততো আমাদেরকে স্বাধীন করতে আসবে না। তারা আসবে তাদের স্বার্থে, তারা এসেছেও তাদেরই স্বার্থে।



তাদের স্বার্থ গুলো হচ্ছে:-

১। ভারতের চির দুশমন পাকিস্তানকে দুর্বল করা, যদি পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান আলাদা করতে পারে তাহলে পাকিস্তান দুর্বল হবে।

২। বাংলাদেশ ভূখণ্ড যেহেতু ভারতের বিতরে, সেহেতু বাংলাদেশ আলাদা একটা দেশ হলেও এই দেশ ভারতেরই আধিপত্যের অধীনে থাকতে বাধ্য হবে।

৩। পাকিস্তানের মেজরিটি এলাকা অর্থাৎ পাকিস্তানের যে অংশে জনসংখ্যা বেশি সে অংশকে তাদের পণ্যের মার্কেট বানানো।



আমাদের সাথে স্বাধীনতার পর ৪০ বছরের ভারতের আচরণ কি গোলাম আযম সাহেবের কথার সত্যতা প্রকাশ করে না?





গোলাম আযম সাহেবরা আরও যে আশঙ্কা গুলো করেন নি।

১। সাংস্কৃতিক অগ্রাসন।

২। ট্রানজিটের নামে বাংলাদেশকে ব্যবহার।

৩। বাংলাদেশের নদী গুলোতে বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে রূপান্তর।

৪। বাংলাদেশের মুসলিম প্রধান জনগোষ্ঠীকে পথভ্রষ্ট করে ধর্মহীন করা।

৫। ভারতীয় পচা পণ্যের বাজার, যেমন: পেনসিডেল, ইয়াবা, অস্র, দিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষকে ধ্বংস করা।

৬। বাংলাদেশের সরকারের নিয়ন্ত্রণ তাদের হাতে রেখে দেশর মানুষকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া।

৭। বিশ্বের শ্রমবাজার থেকে বাংলাদেশের শ্রমশক্তিকে দাবিয়ে রাখার সুযোগ।

৮। বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার।



মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সব কিন্তু মিথ্যা নয়।

১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৭

নুর3ডিইডি বলেছেন: সচেতনরা সত্য উপলব্ধি করতে পারে।

২| ১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৮

সেকেলে মানুষ বলেছেন: তার মানে তো এই না যে সে গণহত্যা চালাবে। তার নিজের কাজের বিচারে আগে ফাসি হোক।

১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

নুর3ডিইডি বলেছেন: গণহত্যা যেই চালিয়েছে তার শাস্থি হতেই হবে। কিন্তু জাতির পিতা যে তাদের ক্ষমা করে দিয়েছেন।

৩| ১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সব হবে।

আমরা এখন বুঝতে শিখেছি।

পাপ বাপকেও ছােড় না।

৪| ১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৫

সোলায়মান বলেছেন: আমি খুব বেশি বেশি জানি না গোলাম আযমের সম্পর্কে। তবে এ পোস্টে যত কিছুই বলেছেন সবই তো দেখছি সত্যি। তৎকালীন যুদ্ধে উপ-পর্যায়ে তিনজন বিশিষ্ট ব্যক্তির লিখা বইটা পড়লাম। পড়ে আমার কাছে কিছু বিষয় স্পষ্ট হয়েছে। তার অনেকটা বিষয়ই গোলাম আযম সাহেব বলেছেন।
তবে উনি যেসব কর্মকান্ড করেছেন তা মেনে নেয়া যায় না। যথার্থ প্রমাণের মাধ্যমে বিচার হওয়া উচিত।

১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩১

নুর3ডিইডি বলেছেন: যথার্থ প্রমাণের মাধ্যমে সচ্ছ বিচার হতে হবে। চোর বাটপার দিয়ে নয়, অভিজ্ঞ বিচারপ্রতি এবং আইন জীবি দিয়ে এই বিচার করতে হবে। এবং আন্তর্জাতিক মানও বজায় রাখতে হবে।

৫| ১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৮

ইবনে সালাম বলেছেন: কেবল গোলাম আযম কেন, আওয়ামী লীগের ৮৮জন এমপিও স্বাধীনতার বিরোধীতা করেছিলেন। তাদের মধ্যে ৪৫ জনকে শেখ মুজিব দল থেকে বহিষ্কারও করেন।

৬| ১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২১

মানজুর মজুমদার বলেছেন: পাকিস্তান আমলে আমরা যত কিছু হারাইছি, তার থেকে বেশি হারাইছি স্বাধীনতার পর। যত মানুয পশুর মত গুলি খেয়ে মরেছে, যত মানুষ মরেছে ছাত্র রাজনীতির নামে।
মানবতা বিরোধী আইনে গোলাম আযম দন্ডিত হওয়ার সাথে সাথে একই আইনে শেখ হাছিনাকে ও দন্ডিত করা উচিত।

৭| ১১ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

সাদাচোখ বলেছেন:
শোন ছাগুর বাচ্চা। গোলাম আজম খালি পাকিস্থান নিয়াই ভাবছে। স্পেশালী পশ্চিম পাকিস্থান। হেরলাইগাই তো ইন্ডিয়ার লগে হ্যার শত্রুতামি। তোর বাবাগো হেড কোয়ার্টার কিন্তু এখনো পাকিস্থানে-- বিশ্বাস না হয় পইড়া দেখ।

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০৩

নুর3ডিইডি বলেছেন: পাকিস্তান জামায়াত ইসলামের হেড অফিস তখনও ছিল লাহোর এখনো লাহোর......। এই খানেতো ভুল কিছু দেখছিনা।

বাংলাদেশ জামায়াত ইসলামের অফিসতো লাহোর বলেনি।

৮| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০৩

সাদাচোখ বলেছেন:

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০৯

নুর3ডিইডি বলেছেন: অতিতের কথা বর্ণনা করতে যাইয়া যদি উনি যা বলেছেন আমি মিথ্যা কিছু দেখছিনা।

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৫

নুর3ডিইডি বলেছেন: পোস্টে আমি যে ভিডিওটি দিয়েছি ঐ ভিডিওর অংশ হচ্ছে আপনার দেয়া ভিডিও।

পুরো ভিডিওটি আপনি দেখুন।

৯| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০৭

সাদাচোখ বলেছেন:

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪০

নুর3ডিইডি বলেছেন:
যে সকল আশঙ্কার জন্যে গোলাম আজম বা জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের আশঙ্কা গুলো মিথ্যে হলে অবশ্যই ক্ষমা চাওয়াটা ছিল তাদের বাধ্যতা মুলক।

১। ভারতের চির দুশমন পাকিস্তানকে দুর্বল করা, যদি পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান আলাদা করতে পারে তাহলে পাকিস্তান দুর্বল হবে।
২। বাংলাদেশ ভূখণ্ড যেহেতু ভারতের বিতরে, সেহেতু বাংলাদেশ আলাদা একটা দেশ হলেও এই দেশ ভারতেরই আধিপত্যের অধীনে থাকতে বাধ্য হবে।
৩। পাকিস্তানের মেজরিটি এলাকা অর্থাৎ পাকিস্তানের যে অংশে জনসংখ্যা বেশি সে অংশকে তাদের পণ্যের মার্কেট বানানো।

বর্তমান বাংলাদেশের অবস্থা বিবেচনা করলে, তাদের এই তিনটি আশঙ্কাকে কি অস্বিকার করা যাবে?

১০| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০৯

হাসনাইন শাওন বলেছেন: আপনার কথা অনুযায়ী গো আজম কে জাতির মাতা হিসেবে স্বীকৃতি দেয়া উচিত। ভারতের সমালোচনা করেন কিন্তু ওইসময় ভারত যদি সীমান্ত না খুলত তাহলে আজকে এইদেশ কই থাকত????? তাজউদ্দিন বলেছিলেন ইন্দিরা গান্ধী আমরা আপনাদের সেনা চাই না, এইটা আমাদের যুদ্ধ আমরাই লড়ব

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩০

নুর3ডিইডি বলেছেন: কেন খুলেছে সেটাতো গোলাম আযম বলেছে।

১১| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:১৬

মুশাহা বলেছেন: যুদ্ধে যারা পরাজিত তাদের যুক্তি শোনার সময় নেই, কারণ তারা তো, যারা তাদের বিরোধিতা করেছিল তাদের বাঁচতে দেয়নি। ইসলামের বিধান অনুযায়ী প্রমাণ সাপেক্ষে তাদের রক্তপণ দিতে হবে। কেননা তাদের জন্য সুযোগ ছিল গণহত্যা ও লুন্ঠনে অংশ না নেওয়ার । ইসলামের নামে তারা সেই গণহত্যা ও লুন্ঠনে অংশ নিয়ে ইসলামের অবমাননা করে আজ পর্যন্ত ইসলামপ্রিয় মানুষগুলোর সহনুভূতি পাবার জন্য চেষ্টা করছে। তাদের কলঙ্ক নিয়ে হাজার হাজার নিরপরাধ মুসলিম আজ সমাজের কাছে রাজাকার নামে কলঙ্কিত । ইসলামের মতো শ্রেষ্ঠ আদর্শের রাজনীতি এ দেশে তাদের কারণে কলঙ্কিত। এগুলোর দায় থেকে মুক্ত হবার জন্য তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। তাতে আল্লাহ তায়ালা খুশি হবেন। আমি মনে করি তাদের কৃতকর্ম অনুযায়ী শাস্তি হওয়া উচিৎ।

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩১

নুর3ডিইডি বলেছেন: ১৯৯৪ সালে নাগরিকত্ব মামলায় আদালতের ঐতিহাসিক রায়; গোলাম আযম একাত্তরের বর্বরতার সাথে জড়িত নন- ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে যেসব বর্বরতার অভিযোগ রয়েছে, তা সংঘটনের সাথে অধ্যাপক গোলাম আযম কোনোভাবে সরাসরি জড়িত ছিলেন, এমন কোনো কিছু আমরা পাইনি।’ রায়ে আরো উল্লেখ করা হয়, ‘পাকিস্তানি আর্মি ও তাদের সহযোগী বাহিনী রাজাকার, আলবদর কিংবা আলশামসের বিরুদ্ধে ১৯৭১ সালে যেসব বর্বরতার অভিযোগ রয়েছে, তার একটির সাথেও অধ্যাপক গোলাম আযমের সরাসরি কোনো সম্পর্ক নেই

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৩৪

নুর3ডিইডি বলেছেন: পাকিস্তানি আর্মি ও তাদের সহযোগী বাহিনী রাজাকার, আলবদর কিংবা আলশামস ১৯৭১ সালে আত্মসমর্পন করেন, তাদের বিচার হয়নি কার স্বার্থে, সেটাও ভারতের স্বার্থে।

১২| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
২৫সে মার্চ কালরাতে সামরিক জান্তা ভারি আস্ত্রসস্ত্র নিয়ে নিরস্ত্র ঢাকাবাসির উপর বিপুল গনহত্যা চালায়।
এরপরও গোলাম আজম কোন যুক্তিতে ঘাতক সামরিক জান্তার সাথে হাত মিলালেন ?
অকুন্ঠ সমর্থন দিলেন? ঘনিষ্ঠ সম্পর্ক রাখলেন?

যা তিনি আবারো শ্বীকার করেন বিভিন্ন টিভি সাখ্যাতকারে। নয়াদিগন্ত ও জামাতের দৈনিক সংগ্রাম এ তার ইন্টারভিউ সম্প্রতি প্রকাশিত হয়েছিল।
তিনি স্পষ্ট শ্বীকার করেছেন টিক্কা খান ও জেঃ রাও ফরমান আলির সাথে তার ঘনিষ্ট যোগাযোগ ছিল। তার হটলাইন ফোন নম্বর সব সময় তার কাছে থাকতো (দুর্গত-বিপদগ্রস্থ দের সাহায্যের জন্য.!!)
তার বক্তব্যে প্রকাশ পেয়েছে তিনি যেকোন সময় ক্যান্টনমেন্টে ঢুকে তাদের বাসভবনে যেতে পারতেন।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:২৩

এ হেলাল খান বলেছেন: আমার মায়ের ধর্ষণকারীর পক্ষে যারা কথা বলে আমি তাদের ব্যান চাই।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১২ রাত ১:২৬

লালন রিটার্ন বলেছেন: আপনার কথা গুলো গোলাম আযমের বলে চালিয়ে দিলেন? গোলাম আযম ইন্ডিয়া বা কার পক্ষ নেইনি সেইটা বাদ দেন কার পক্ষ নিয়েছে সেইটা বলেন।

১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৮

নুর3ডিইডি বলেছেন: নিজ দেশের সাধারণ মানুষের পক্ষ নিয়েছে।

১৫| ১২ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৮

সাদাচোখ বলেছেন:
তোদের বাবা গোলাম আযম সেই সাক্ষাৎকারে কি পরিমান মিথ্যাচার করছে সেইটা দেখ---


গোলাম আযমের মিথ্যাচার ---















১২ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০৭

নুর3ডিইডি বলেছেন: আপনি যে ভাবে ভাষার ব্যবহার দেখালেন তোদের বাবা তাতেই আপনার রুচি-বোধ বুঝা যায়।

প্রথম ভিডিওর প্রথম প্রশ্ন দেখেও তেমন রুচিরই মনে হয়েছে..........

কেউ কাউকে খুন করলে বা ধর্ষণ করলে তাকে প্রথম থেকেই খুনি বা ধর্ষক বলাটাই স্বাভাবিক। পাকিস্তানের পক্ষে থাকা আর যুদ্ধাপরাধ এক জিনিস আপনি মনে করতে পারেন, আমি বা আন্তর্জাতিক আইন তা মনে করে না।

পাকিস্তান সেনা বাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ভারত সরকার সহ শেখ মুজিব সিমলা চুক্তির মাধ্যমে ক্ষমা করেছেন কথাটি কি মিথ্যা?

শেখ মুজিব ক্ষমা করার পরে সহযোগীদের মধ্যে যারা আটক ছিলেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের মধ্যে বর্তমানে যারা আটক আছেন তাদের নাম ছিল না কেন? জেনে নিন তখনকার সরকার পক্ষের আইন জীবীর মুখ থেকে।

গোলাম আযম বলেছেন ক্ষমা করেছেন, ভিডিওতে কি লিখল আসল ইতিহাস- দলমত নির্বিশেষে সবাই যাতে মহান জাতীয় দিবস ১৬ ডিসেম্বর ঐক্য বদ্ধ ভাবে নতুন দৃষ্টি ভঙ্গী নিয়ে কাজ করতে পারে সরকার সে জন্যে দালাল আইনে আটক ও সাজা প্রাপ্ত ব্যক্তিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন- প্রধান মন্ত্রী শেখ মুজিবর রহমান।
গোলাম আযমের সাথে মিলে গেল না?

গোলাম আযম যদি সাধারণ ক্ষমার শর্তের কাজ গুলো করতেন তাহলে অনুতপ্ত হওয়ার প্রয়োজন ছিল, গোলাম আযম যে তিনটি কারণে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলেছেন সেটাতো তিনি পরিষ্কার করেছেন, এবং আমরা মুক্তি যুদ্ধের পরের প্রজন্ম সেটাই সঠিক দেখতে পাচ্ছি।
আর শুধু মাত্র অনুতপ্ত না হওয়ার জন্য একজন মানুষের ফাঁসি দাবী করা কতটুকু যৌক্তিক?

প্রেস-নোট এ যে অভিযোগ গুলার কথা বলা হচ্ছে সে গুলা প্রমাণের কথাতো গোলাম আযম নিজেই বলেছেন।

আমিও চাই সত্যিকার যুদ্ধাপরাধীদের বিচার হোক। বিচার হতে হবে সচ্চ, কোন ক্যাঙ্গারু কোটের মাধ্যমে নয়।

১২ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:১৭

নুর3ডিইডি বলেছেন: পত্রিকার রিপোটের কথা গোলাম আযম ভিডিওতে বলেছেন যে তারা পাকিস্তানের বিরুদ্ধে যা বলতেন তখন তা পত্রিকায় চাপা হতোনা।

আর পত্রিকার খবর দিয়ে যদি কাউকে ফাঁসি দেয়া যেত, তাহলে হাসিনা সরকারের সময় খালেদাকে এবং খালেদা সরকারে সময় হাসিনাকে হাজার বার ফাঁসি দেয়া যেত।

গোলাম আযম স্বীকার করলো যে তারা মুক্তিযুদ্ধ চায়নি, আর আপনি প্রশ্ন করলেন টিক্কা খানের কাছে গোলাম আযম গেল কেন? সেটাও সে ভিডিওতে বলেছে।

১২ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৩

নুর3ডিইডি বলেছেন: স্বাধীনতার পর বাকশাল সরকারতো অন্য সকল রাজনৈতিক দলকেই ব্যন করেছিল।

১২ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৬

নুর3ডিইডি বলেছেন: সাজেদার পাকিস্তানের প্রতি অনুগত্যে যুদ্ধাপরাধ হয়না, শুধু কি গোলাম আযমের অনুগত্যে যুদ্ধাপরাধ হয়?

বর্তমান বাংলাদেশ তখন কিন্তু পাকিস্তান।

১২ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৫০

নুর3ডিইডি বলেছেন: রাজাকারের তালিকা করে............. মুক্তিযু্দ্ধের সময়ের সকল কে মুক্তিযুদ্ধা সনদ দেয়া উচিৎ। যুদ্ধের সময় সুধু কি মুক্তিযুদ্ধা আর রাজাকার ছিল? তখন সাধারণ মানুষ ছিল না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.