নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন চাইলে নির্বাচন কমিশনের কাছেই চাইতে হবে, ড. ইউনুসের কাছে নয়।

৩০ শে মে, ২০২৫ দুপুর ১২:১৯


বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে—বিএনপি আসলে নির্বাচন চায় কার কাছে? সম্প্রতি নানা বক্তব্যে বোঝা যাচ্ছে, দলটি যেন নির্বাচন চাচ্ছে ড. ইউনুসের (অর্থাৎ প্রধান উপদেষ্টার) কাছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গেলে চলবে না—নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন, কোনো ব্যক্তি বা দলের ইচ্ছায় নয়।

গত কয়েকটি জাতীয় নির্বাচন আমাদের দেখিয়েছে, নির্বাচন কমিশন নামমাত্র থেকে গেছে, আর কার্যত নির্বাচন পরিচালনা করেছে সরকার দলীয় শক্তি। যার কারণে নির্বাচনগুলোর নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ থেকেই গেছে। এই বাস্তবতায়, বিএনপির উচিত ছিল নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে সেখানেই দাবি জোরদার করা, যাতে কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে।

কিন্তু হতাশার বিষয় হলো, বিএনপি এখন নির্বাচনের দাবি জানাচ্ছে সেই ব্যক্তির (ড. ইউনুস) কাছে, যিনি নিজেই একটি দিন বেশি ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা লালন করছেন। এমন একজনের কাছে নিরপেক্ষ নির্বাচনের আশা করাটাই অবান্তর। তার সাম্প্রতিক বিদেশ সফরগুলোতেও দেখা গেছে, তিনি কৌশলে বিএনপিকে দায়ী করে আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের রাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করার চেষ্টা করছেন।

এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই হয়তো আমরা শুনব, তিনি সরাসরি বিএনপির সিনিয়র নেতাদের, এমনকি তারেক রহমানের নাম ধরে সমালোচনায় নেমেছেন। এমন অবস্থায় বিএনপির রাজনৈতিক ভিত্তি আরও দুর্বল হয়ে পড়বে, কারণ নেতৃত্ব নিয়ে যখন বিভ্রান্তিকর বার্তা দিবে ড. ইউনুসের মত ব্যক্তি তখন কর্মী ও সমর্থকের মনোবল ভেঙে যেতে পারে।

নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া। এটি কোনো রাজনৈতিক উপহাসের বিষয় নয়। তাই বিএনপির উচিত হবে ব্যক্তিবিশেষের কাছে নির্বাচন চাওয়া বন্ধ করে সরাসরি নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে বাধ্য হয়। অন্যথায়, একের পর এক ভুল কৌশল অবলম্বনের মাধ্যমে বিএনপি নিজেই নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে তুলবে।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২৫ দুপুর ২:৪০

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি ঠিক কাজ করছে। রোডম্যাপ দিতে কি সমস্যা? অল্প সংস্কার বা বেশি সংস্কার জাতির সামনে উন্মোচন করা হউক।

৩০ শে মে, ২০২৫ বিকাল ৫:৪৪

নূর আলম হিরণ বলেছেন: আপনার কথার মূল ভাবনার সঙ্গে একমত হ্যাঁ, জাতি এখন স্পষ্টতা চায়।
বিএনপি যদি সত্যিই পরিবর্তনের কথা বলে, তাহলে শুধু সরকার পতনের কথা বলেই থেমে থাকলে হবে না। একটা পরিষ্কার রোডম্যাপ, কোন কোন সংস্কার চায়, কীভাবে তা বাস্তবায়ন হবে—এগুলো জাতির সামনে আনতেই হবে।

২| ৩০ শে মে, ২০২৫ বিকাল ৩:০৯

জুল ভার্ন বলেছেন: নির্বাচন কমিশনের কাজ নির্বাচন দেওয়া। তবে তা যখন সরকার চাইবে। কারণ, একটা জাতীয় নির্বাচনের সাথে রাষ্ট্রের, সরকারের অনেক লজিস্টিক সাপোর্ট নিতে হয়।

৩০ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

নূর আলম হিরণ বলেছেন: নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করার দরকার সরকার তা ব্যবস্থা করে দেবে। উনি তো ড. ইউনুস, শেখ হাসিনা না, তাহলে উনার এত সমস্যা কোথায় একটি নির্বাচন কমিশন গঠন করে দিতে? উনি নির্বাচন কমিশনকে নির্দেশ দেবে দ্রুত ডিসেম্বরের ভিতরে নির্বাচন আয়োজন করার জন্য। নির্বাচন কমিশন তার ডিমান্ড জানাবে ডিসেম্বরে নির্বাচনের আয়োজন করতে হলে কি কি করতে হবে।

৩| ৩০ শে মে, ২০২৫ বিকাল ৫:৪৪

ফেনিক্স বলেছেন:




বিএনপি'র জন্ম হয়েছিলো ১ম আমেরিকান ক্যু'তে; এখনো বিএনপি তার জন্মের সময়ের মতো আছে, পতিত রাজনীতির ধারক বাহক, চোর-ডাকাত- বাটপারের দল; ইউনুস নিজেই ৩য় আমেরিকান ক্যু করায়েছে, এই লোক জাতির বিপক্ষে ক্রাইম করেছে। সেখানে আপনি সুস্হ রাজনীতি আশা করছেন?

৩০ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

নূর আলম হিরণ বলেছেন: আছে বস্তু নিয়ে কথা, কি আর করা।

৪| ৩০ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫২

সৈয়দ কুতুব বলেছেন: ফেনিক্স@কোনো একটা সমস্যা আছে ড. ইউনূসের ! তিনি নির্বাচন নিয়ে প্রচুর তেনা পেচাচ্ছেন। :(

৩০ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

নূর আলম হিরণ বলেছেন: উনার ছাড়ার ইতিহাস নেই, চলে বলে উনি ক্ষমতার কাছাকাছি থাকতে চান।

৫| ৩০ শে মে, ২০২৫ রাত ৮:৫৬

ফেনিক্স বলেছেন:



ইউনুস হলো বিশ্বের বৃহত্তম এনজি'র মালিক, যেই এনজিওর ব্যাংক ও জাতীয় ষ্টক মার্কেটে টেলিফোন কোম্পানী আছে; এসবের মুলধন কোথা থেকে সে পেয়েছে? সে দরিদ্র বাংগালীদের জন্য পশ্চিমে কেঁদে, সামান্য মুলধন এনে, গড়ে শতকরা ৩০/৩৫ ভাগ সুদ নিয়েছে। সে নোবেল প্রাপ্ত ডাকাত।

৩১ শে মে, ২০২৫ সকাল ১০:৩৯

নূর আলম হিরণ বলেছেন: আমি সুদের যারা ব্যবসা করে তাদের মধ্যে নীতি নৈতিকতা খুবই কম দেখি। এবার সে ৫০০০ টাকার সুদের ব্যবসা হোক আর ৫০০ কোটি টাকার হোক।

৬| ৩০ শে মে, ২০২৫ রাত ৯:২৩

এ পথের পথিক বলেছেন: ডিসেম্বরে নির্বাচন হলে বাংলাদেশে কি কি হবে ? আর যদি না হয় তাহলে বাংলাদেশে কি কি হবে না অথবা হবে ?

৩১ শে মে, ২০২৫ সকাল ১০:৪১

নূর আলম হিরণ বলেছেন: ডিসেম্বরে হলে ইউনুস ৬ মাস আগে বিদায় হবে, জুন হলে ৬মাস পরে। আপদ যত আগে বিদায় হবে ততই ভালো। সে এবং তার নিয়োগকর্তারা দেশের জন্য ভালো কিছু করছে না।

৩১ শে মে, ২০২৫ সকাল ১০:৪২

নূর আলম হিরণ বলেছেন: ডিসেম্বরে হলে ইউনুস ৬ মাস আগে বিদায় হবে, জুন হলে ৬মাস পরে। আপদ যত আগে বিদায় হবে ততই ভালো। সে এবং তার নিয়োগকর্তারা দেশের জন্য ভালো কিছু করছে না।

৭| ৩১ শে মে, ২০২৫ রাত ১২:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দেশের দরীদ্র মানুষেরা আগে যেমন ভালো অবস্থায় ছিলো না, এখনো তেমন অবস্থায়ই আছেন। আমার এলাকায় কোন পরিবর্তন দেখছি না।

তাই, নির্বাচন নিয়ে ভাবিত নই।

৩১ শে মে, ২০২৫ সকাল ১০:৪৩

নূর আলম হিরণ বলেছেন: মানুষের অবস্থা আগের চেয়ে খারাপের দিকে। বেকারত্ব বেড়েই চলছে। নির্বাচিত সরকার এলে কিছুটা ভালো হবে।

৮| ৩১ শে মে, ২০২৫ ভোর ৬:৪০

কামাল১৮ বলেছেন: ইউনুসের কিছুই করার নেই।তাকে যারা নিয়োগ করেছে তাদের উদ্দেশ্য শেষ না করে তার বিদায় নাই।

৩১ শে মে, ২০২৫ সকাল ১০:৪৪

নূর আলম হিরণ বলেছেন: মনে হয় না, তারা তাদের হিডেন এজেন্ডা বাস্তবায়ন করে যেতে পারবে। বিএনপি ঘাড় চেপে ধরেছে।

৯| ৩১ শে মে, ২০২৫ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: আপনি কি ইউনুস সাহেবের পক্ষে না বিপক্ষে?

৩১ শে মে, ২০২৫ সকাল ১০:৪৪

নূর আলম হিরণ বলেছেন: বিপক্ষে।

১০| ৩১ শে মে, ২০২৫ দুপুর ১২:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


যদি সংবিধান মানা হয় তাহলে সংসদ ভেঙ্গে যাবার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন হবার কথা।
কেউ তো কিছু মানে না।
যার যা খুশী করে।

০১ লা জুন, ২০২৫ সকাল ১১:২৫

নূর আলম হিরণ বলেছেন: এই সরকার তিন তত্বাবধায়ক সরকারের মেয়াদ পার করে ফেলল, ডিসেম্বরে নির্বাচন হলে ছয় তত্ত্বাবধায়কের সময় হবে।

১১| ৩১ শে মে, ২০২৫ দুপুর ১২:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


গুটি কয়েক উচ্ছৃঙ্খল পোলাপান তার নিয়োগকর্তা।
কর্তার ইচ্ছায় কর্ম ।

১২| ৩১ শে মে, ২০২৫ দুপুর ১২:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নির্বাচন কমিশন তো লোকে বলে জামাত মনোনীত লোকদের নিয়ে গঠিত।

০১ লা জুন, ২০২৫ সকাল ১১:২৬

নূর আলম হিরণ বলেছেন: না, এই নির্বাচন কমিশনারকে বিএনপি সুপারিশ করেছিল।

১৩| ০২ রা জুন, ২০২৫ দুপুর ২:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: উনি যদি আগামী বছরের জুন পর্যন্ত ক্ষমতায় থাকে তাহলে সমস্যাটা কি, সেটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। ডিসেম্বরের মধ্যেই কেন নির্বাচন দিতে হবে? বিএনপি কি আর একটু ধৈর্য ধরতে পারে না?

০৩ রা জুন, ২০২৫ দুপুর ২:১৬

নূর আলম হিরণ বলেছেন: আপনি কোথাও খেতে গেলেন, যে চেয়ারে বসবেন সেখানে বসে যে খাচ্ছে তার উঠার জন্য অপেক্ষা করছেন কিন্তু সে উঠছে না, আঙুল চাঁটছে, পানি খাচ্ছে, আরেকটু মাংস নিচ্ছে, ঝোল চাচ্ছে, বারবার অযথা এদিক ওদিক তাকাচ্ছে তখন আপনার দাঁড়িয়ে থাকতে কেমন লাগবে?
বিএনপির হয়েছে সে দশা।

১৪| ০২ রা জুন, ২০২৫ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৩ রা জুন, ২০২৫ দুপুর ২:১৭

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.