![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেট এমসি কলেজের ঘটনায় জাতীয় বিবেক হতভম্ব। একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলছে অহরহ । কোনো প্রতিকার হচ্ছেনা। প্রত্যেকটা দুর্ঘটনায় আমরা রাজনৈতিক রং মাখিয়ে সেটাকে হালকা করে ফেলছি। রাজনৈতিক পরিচয়ের কারনেই প্রশাসন অসহায় হয়ে যায়। কোন দল বা সংগঠন তো আর তার নেতাকর্মীদের এই সকল অপকর্মের পারমিশন দিয়ে রাজনীতি করতে বলে না। সুতরাং এই সকল অপকর্মের নায়কদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে অপরাধকে বিবেচনায় এনে আইনের আওতাই এনে উপযুক্ত ও দৃষ্টান্তমুলক বিচার নিশ্চিত করতে হবে। প্রশাসনের পাশাপাশি সামাজিক ভাবেও এই সকল ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৭
আমি সাজিদ বলেছেন: মোটেও রাজনৈতিক রঙ নয় তো। যে সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তাদের অপকর্ম আপনি ভুলিয়ে দিতে চাইলেও মানুষ তো ঠিকই মনে রেখেছে!
তা, আপনাকে তো ব্লগে দেখি না বিশেষ, আজ কি মনে করে?
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৩
জাহিদ হাসান বলেছেন: এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
ধর্ষকদের শাস্তি চাই।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: সূর্যও একসময় অস্ত যায় আর প্রকৃতি যখন প্রতিশোধ নেয়- তা হয় নির্মম! অভিশাপ, ঘৃণা এবং শত ধিক এ ধর্ষকদের, তাদের পিতা-মাতা, শিক্ষক এবং যাদের কারণে তারা এমন জঘন্য 'কুত্তা' হয়েছে।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৯
আনসারী বলেছেন: দাবী আমাদের একটাই। অপরাধী যেই হউক শাস্তি নিশ্চিত করতে হবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩
তারেক ফাহিম বলেছেন: যেখানে বরের সাথে একজন স্ত্রীর নিরাপত্তা নাই
অবাক হলাম।
দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছি।