নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার প্রতি ভালবাসায় প্রতিশ্রুতিবদ্ধ- কবিতার বিষ কামড়ে তাড়িত একজন শ্রাবণ মুদ্রিত ভেজা কাক- যে ঘুমিয়ে পড়া চেতনার দরজায় কাঠঠোকরার মত ঠকঠক কড়া নাড়ে ।

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ)

মাঝে মাঝে আমার মধ্যে একটা ভূত চেপে বসে। সেই ভূতটা আমায় দিয়ে কিছু বলিয়ে নিতে চায়। আমার ভিতরে আলোড়ন তুলে আমায় তোলপাড় করে ফেলে। ভূতটা কিছুতেই বুঝতে চায়না আমার ক্ষমতা নেই যে আমি আমার ভিতরের “আমি”টাকে শব্দ দিয়ে বাইরে বের করে আনব। তবু চেষ্টা করি। ইদানিং আবিষ্কার করলাম সেই ভূতটা আর কেউ নয়। আমার বিবেক, আমার মনুষ্যত্ববোধ।আমি এখানে অন্য কিছু বলতে এসেছি। ঠিক অন্যরকম কিছু যা আমাদের বিবেককে, আমাদের মনুষ্যত্ববোধকে একটু হলেও নাড়া দেবে। আমার লেখাগুলো আমার ভিতরের সেই ভূতের গল্প।আমার মধ্যে দুইটা “আমি”র বাস। একটা এই আমি, সুজন সরকার। যে আর পাঁচটা সাধারণ মানুষের মত ভাবে, স্বপ্ন দেখে। আর একটা আমার অন্তর। অনিন্দ্য অন্তর অপু। যে আত্মকেন্দ্রিকতার দেয়াল ভেঙ্গে পৃথিবীটাকে অন্য চোখে দেখে, বদলে দেয়ার স্বপ্ন দেখে প্রচলিত সমাজ, প্রচলিত সব বস্তাগলা পচা নিয়ম নীতির। অপেক্ষা করছি এমন একদিনের যেদিন আমার অন্তর যে স্বপ্ন দেখে, এরকম স্বপ্ন সেদিন দেখবে অনেকেই। সেদিন সত্যি পৃথিবী বদলে যাবে।▓▒░▒▓【অনিন্দ্য】▓▒░░▒▓【 অন্তর 】▓▒░░▒▓【 অপু 】▓▒░▓

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) › বিস্তারিত পোস্টঃ

শরবিদ্ধ হরিণীর মায়াবী চোখে অশ্রুসিক্ত ঘৃণা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮





আড়াল করে রাখা স্তূপপাপ দূর্গন্ধ ছড়াচ্ছে বেশ

সভ্য সমাজের শরীর থেকে খুলে পড়ছে অসভ্য পচা মাংস

তবু চুপ করে আছে কিশোরী, শঙ্কিত মা, সমস্ত নারী কুল-

যদি একঘরে করে রাখা হয় সামাজিক অন্দরে

যদি ফতোয়ার চাবুকে প্রকাশ্যে ধর্ষিতা হয় দ্বিতীয়বার

ডাক্তারের বিষাক্ত নখ যদি খুবলে খায় রক্তাক্ত শরীর

আদালতের হাকিম যদি চোখ মেরে বসে অশ্লীল ইঙ্গিতে

যদি মেয়েটা অবিক্রিত থেকে যায় যৌতুকের বিয়ের এই মন্দা বাজারে ?



সময় হয়েছে ঢের; সমস্ত “যদি”কে মাড়িয়ে দিয়ে এবার জেগে ওঠো

অবলা নারীর লেবাস খুলে প্রকাশ করে দাও সভ্যদের সব অসভ্যতা-

আমি তোমার নিরাপদ বেডরুম ত্রাস করে তোলা

কোন হায়েনা- কোন তুত ভাই নই ।

আমার কলম রেখাঙ্কিত করে না কোন তরুণীর স্নিগ্ধ তনু

শিক্ষকের শ্রদ্ধা ঝুলে থাকে না অশ্রদ্ধার নোটিশ বোর্ডে ।

অফিস বসের সভ্য কোর্টের আড়ালে লুকানো নেই

অশ্লীল কাপুরুষ কাম, চেপে ধরি না পর্দার আড়ালে ।

সিদ্ধ পুরুষ, ধর্মগুরুর মুখোশে আমার নেই একপাল রক্ষিতা

ওরা লাঞ্চিত হয় মন্দিরে; স্বর্গপথে, তীর্থযাত্রায় রথের কুটিরে ।



বিবেকের রক্ত টুপটুপ, অভিশপ্ত চোখ অপলক নির্লিপ্ত

যেন সমস্ত পুরুষের লজ্জা বয়ে বেড়াচ্ছে ছন্দহীন পা-

পুরুষ দেখলেই কেঁপে উঠছে- ওর দিকে দৃষ্টি দিতে ভয় হয়,

ওকে প্রেম নিবেদন করতে গিয়ে কেঁপে উঠি-

শরবিদ্ধ হরিণীর মায়াবী চোখে অশ্রুসিক্ত ঘৃণা ।



কথা দিচ্ছি বীরঙ্গনা নয়, ফতোয়া দোররা মেরে একঘরে করা নয়-

নব প্রজন্মের এ তরুণ আর একটা বদলে দেয়ার ডাক দেবে

প্রতিটা পুরুষ শুদ্ধ হতে গিয়ে তোমার প্রতিটা অপমান

যেন ঢেকে দেয় সিঁথির সিঁদুরে, পবিত্র কালেমার উচ্চারণে ।





ছবি কৃতজ্ঞতাঃ পিয়ালী ভুঁইয়া, ব্যঙ্গালোর, ভারত

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২

মাহমুদুল হাসান অনিক বলেছেন: একপাক্ষিক

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: সব হার কিন্তু হার নয় । শুদ্ধ হবে অন্তর

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: দুই একটা টাইপো আছে, ঠিক করে দিয়েন।

কাব্য-প্রতিবাদ ভালো লেগেছে।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ প্রফেসর

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার প্রতিবাদ !

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: বদলে যাক--- মানুষ আরও শুদ্ধ হয়ে উঠবে এই প্রার্থণা

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ লিখেছেন।

+++

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৯

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: অনেক ধন্যবাদ অনুভূতি প্রকাশের জন্য

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

নেক্সাস বলেছেন: চমৎকার প্রতিবাদ

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: হুম । ধন্যবাদ মন্তব্যের জন্য

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রতিবাদ কাব্যে ভালো লাগা!

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

সময় হয়েছে ঢের; সমস্ত “যদি”কে মাড়িয়ে দিয়ে এবার জেগে ওঠো
অবলা নারীর লেবাস খুলে প্রকাশ করে দাও সভ্যদের সব অসভ্যতা-


চমৎকার লিখেছেন +++++

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি

৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ঘৃণাকে কবিতায় রূপান্তর করতে পারা কম কথা নয়...
আরও কত গভীরভাবে ঘৃণা করা যায়...ভাবছি।

পড়ে গেলাম। কবিকে শুভেচ্ছা :)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: শুভেচ্ছা মইনুল ভাই আপনাকেও

১০| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:৪৯

বৃত্তে বন্দী বলেছেন: প্লাস প্লাস প্লাস

০২ রা জুন, ২০১৪ রাত ১২:০০

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.