নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার প্রতি ভালবাসায় প্রতিশ্রুতিবদ্ধ- কবিতার বিষ কামড়ে তাড়িত একজন শ্রাবণ মুদ্রিত ভেজা কাক- যে ঘুমিয়ে পড়া চেতনার দরজায় কাঠঠোকরার মত ঠকঠক কড়া নাড়ে ।

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ)

মাঝে মাঝে আমার মধ্যে একটা ভূত চেপে বসে। সেই ভূতটা আমায় দিয়ে কিছু বলিয়ে নিতে চায়। আমার ভিতরে আলোড়ন তুলে আমায় তোলপাড় করে ফেলে। ভূতটা কিছুতেই বুঝতে চায়না আমার ক্ষমতা নেই যে আমি আমার ভিতরের “আমি”টাকে শব্দ দিয়ে বাইরে বের করে আনব। তবু চেষ্টা করি। ইদানিং আবিষ্কার করলাম সেই ভূতটা আর কেউ নয়। আমার বিবেক, আমার মনুষ্যত্ববোধ।আমি এখানে অন্য কিছু বলতে এসেছি। ঠিক অন্যরকম কিছু যা আমাদের বিবেককে, আমাদের মনুষ্যত্ববোধকে একটু হলেও নাড়া দেবে। আমার লেখাগুলো আমার ভিতরের সেই ভূতের গল্প।আমার মধ্যে দুইটা “আমি”র বাস। একটা এই আমি, সুজন সরকার। যে আর পাঁচটা সাধারণ মানুষের মত ভাবে, স্বপ্ন দেখে। আর একটা আমার অন্তর। অনিন্দ্য অন্তর অপু। যে আত্মকেন্দ্রিকতার দেয়াল ভেঙ্গে পৃথিবীটাকে অন্য চোখে দেখে, বদলে দেয়ার স্বপ্ন দেখে প্রচলিত সমাজ, প্রচলিত সব বস্তাগলা পচা নিয়ম নীতির। অপেক্ষা করছি এমন একদিনের যেদিন আমার অন্তর যে স্বপ্ন দেখে, এরকম স্বপ্ন সেদিন দেখবে অনেকেই। সেদিন সত্যি পৃথিবী বদলে যাবে।▓▒░▒▓【অনিন্দ্য】▓▒░░▒▓【 অন্তর 】▓▒░░▒▓【 অপু 】▓▒░▓

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) › বিস্তারিত পোস্টঃ

ফুলকপির বদলে বেলীফুল নিয়ে ঘরে ফিরি

৩১ শে মে, ২০১৪ রাত ১০:২০







আমি বাজার থেকে কাঁচা মরিচ আনতে ভুলে যাই

তোমার স্বাদের বেনুন সাদাকালো থেকে যায়

ভুলে যাই হলুদ মরিচের গুড়ো আনতে

ফুলকপির বদলে একতোড়া বেলীফুল নিয়ে ঘরে ফিরি ।



অস্মিতার স্কুলের বেতনের ডেট ভুলে যাই

তোমার প্যারাসিটামল আনতে ভুলে যাই

তুমি গোল মরিচ আনতে বললে-

তোমার জন্য গোল টিপ নিয়ে ঘরে ফিরি ।



রাজহাঁস দম্পত্তি এনে তোমার হাতে দিলে

তুমি জানতে চাও ঝোল না ফ্রাই?



তোমার কাছে ভালবাসা আজ সিঁদুরের কৌটায় বন্দী

প্রাতঃকালের দাঁত ব্রাশের মত এ এক অভ্যস্ত আহ্নিক ।



বেলা, চল আবার চিল হই- নীল আকাশের দখল নেই

আটপৌড়ে জীবনের তৈজসপত্র ফেলে চল আবার

রৌদ্রের রঙ গায়ে মাখি, চল আবার জ্যোৎস্না ভিজি ।



বেলা,

বড় অবেলায় চল আবার পালিয়ে বিয়ে করে ফেলি ।

মন্তব্য ৪৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৪ রাত ১১:১৫

একজন ঘূণপোকা বলেছেন: বেলা,
বড় অবেলায় চল আবার পালিয়ে বিয়ে করে ফেলি ।


:) :) :)

০১ লা জুন, ২০১৪ রাত ১১:০২

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ঘুণে পড়া সম্পর্কে নতুন প্রাণ দিতে আবার বিয়ে করতে দোষ কই ।

২| ৩১ শে মে, ২০১৪ রাত ১১:২০

এহসান সাবির বলেছেন: বেশ!!

০১ লা জুন, ২০১৪ রাত ১১:০৩

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: শুভেচ্ছা সাবির । শুভ কামনা নিরন্তর

৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:০৭

সুন্দর মমিন বলেছেন: আমারও প্রায় এই ঘটনা ঘটে নিয়মিত,
তবে বেচে গেছি কারণ এখনো আমি অবিবাহিত!

০১ লা জুন, ২০১৪ রাত ১১:২৩

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: নিয়মিত
অবিবাহিত ।

ভালোই বলেছেন । কিছু পাগল প্রাণ তো থাকবেই জীবনে- আপন মনে যে জীবনের রসরূপে মুগ্ধ হয় ।

৪| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:০৯

ওয়্যারউলফ বলেছেন: এখনো বিয়েই করেননি তবে কাঁচামরিচ,গোল মরিচ, এগুলো কার জন্য!!!

০১ লা জুন, ২০১৪ রাত ১১:২৪

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: বিয়ে না করেও যদি বিয়ের অনুভব পাওয়া যায় মন্দ কি?

শুভেচ্ছা উলফ

৫| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন তো।

এইরকম কিছু লেখার জন্য বিয়ে করা দরকার। কি বলেন?

০১ লা জুন, ২০১৪ রাত ১১:২৭

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: বিয়ে না করেও লেখা যায়-- আমি যেমন---

তবে কেউ যদি এই লেখার অযুহাতে বিয়ে করতে চায় তবে আলাদা কথা । শুভেচ্ছা দূর্জয় । ভালো থাকবেন

৬| ০১ লা জুন, ২০১৪ রাত ১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা কবিতা। খুবই ভালো লাগল। অহেতুক কঠিন কথা নেই, খুব সাধারন কথায় অনবদ্য।

০১ লা জুন, ২০১৪ রাত ১১:২৮

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: খুবই ভালো লাগল। অহেতুক কঠিন কথা নেই, খুব সাধারন কথায় অনবদ্য।


--- শুভেচ্ছা ভালবাসা । আপনার অন্তরের অনুভব ছড়িয়ে যাক সবার অন্তরে ।

৭| ০১ লা জুন, ২০১৪ রাত ১:৫৪

আরজু মুন জারিন বলেছেন: আমি বাজার থেকে কাঁচা মরিচ আনতে ভুলে যাই
তোমার স্বাদের বেনুন সাদাকালো থেকে যায়
ভুলে যাই হলুদ মরিচের গুড়ো আনতে
ফুলকপির বদলে একতোড়া বেলীফুল নিয়ে ঘরে ফিরি ।..

আমি ও একই রকম করি। কিনতে যাই গ্রোসারী। কিনে নিয়ে আসি অন্য জিনিস ফুল বা অন্য অদরকারী জিনিস ওই মুহুর্তে। মাঝে মাঝে এরকম হতে পারে সবার।

অস্মিতার স্কুলের বেতনের ডেট ভুলে যাই
তোমার প্যারাসিটামল আনতে ভুলে যাই
তুমি গোল মরিচ আনতে বললে-
তোমার জন্য গোল টিপ নিয়ে ঘরে ফিরি ।

সব ই কিনতে হবে। দেহের জন্য কিনতে হবে গোলমরিচ। ..প্রানের মনের জন্য কিনতে হবে সময় সময় ফুল লাল ফিতা কুমকুম। সব ই করতে হবে। ..পার্থিব আত্মিক। ..সমন্নয় করতে হবে সব ভাব এর সব বোধের। ফুলকপির বাজার ও চাই। খোপায় দেওয়ার ফুল ও দরকার তাইনা ? সন্যাসী হওয়াটা গ্রহনযোগ্য নয়। আবার শুধু পার্থিব পৃথিবীর মানুষ হলে মন আত্মা মরে যায়।

অনেক চমত্কার লাগলো আপনার কবিতা। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভালো থাকুন সবসময়। এরপর এ ফুলকপি কিনতে যেন আর ভুল না হয়। জীবনে বাচতে হলে এ ও দরকার !!!

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩৩

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: কিনে নিয়ে আসি অন্য জিনিস ফুল বা অন্য অদরকারী জিনিস ওই মুহুর্তে।---

হতেই পারে । ধরাবাঁধার মধ্যে জীবন থেমে থাকলে বেঁচে থাকার অনুভূতি ক্ষীণ হয়ে যায়।

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩৫

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: .পার্থিব আত্মিক। ..সমন্নয় করতে হবে সব ভাব এর সব বোধের। ফুলকপির বাজার ও চাই। খোপায় দেওয়ার ফুল ও দরকার তাইনা ?

-- আপনার দারুণ মন্তব্য একজন লেখকের জন্য কাঙ্ক্ষিত । কবিতাটির সুন্দর বিশ্লেষণ করেছেন । জীবন সাজাতে এবং রাঙাতে সব ধরণের অনুভূতিই দরকার ।

৮| ০১ লা জুন, ২০১৪ রাত ২:২৬

আকাশ মামুন বলেছেন: সুন্দর বাঁধন

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩৬

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ আকাশ । শুভেচ্ছা

৯| ০১ লা জুন, ২০১৪ রাত ২:২৯

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: বেলা, চল আবার চিল হই- নীল আকাশের দখল নেই
আটপৌড়ে জীবনের তৈজসপত্র ফেলে চল আবার
রৌদ্রের রঙ গায়ে মাখি, চল আবার জ্যোৎস্না ভিজি ।


সত্যিই খুব সুন্দর!

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩৭

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: আমার ভালো লাগা কিছু অনুভব ভাইয়া

১০| ০১ লা জুন, ২০১৪ ভোর ৬:৫৩

সকাল হাসান বলেছেন: সুন্দর!!!

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৪১

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ সকাল । শুভেচ্ছা

১১| ০১ লা জুন, ২০১৪ সকাল ৯:২৮

ছবিঘর বলেছেন: ভালোবাসার অনন্য প্রকাশ। একরাশ মুগ্ধতা !!!!!!!!

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫২

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: জীবনের রঙ প্রকাশে কখনও ভালবাসাও স্বপ্নের মত রঙ্গিন হয় ।

১২| ০১ লা জুন, ২০১৪ সকাল ৯:৫৭

সত্যের পথে আরিফ বলেছেন: রাজহাঁস দম্পত্তি এনে তোমার হাতে দিলে
তুমি জানতে চাও ঝোল না ফ্রাই?

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫৬

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: 8-|

১৩| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আহ! কোবতে একখান লিখছেন বটে।

অন্য রকম একটা স্বাদ পেলাম।+++++

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫৭

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা রইল

১৪| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আবার পালিয়ে বিয়ে ...

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৪৭

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: হোক আবার নতুনের শুরু । পুরাতন আবার নতুন হোক ।

১৫| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধ হলাম !

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৪২

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: শুভ কামনা অভি । আপনার অনুভূতি জেনে ভালো লাগল

১৬| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহা ... মন্ত্রমুগ্ধ কয়েকটা লাইন ...


++++++++++++++++++++++++++

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩৯

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ মাননীয় মন্ত্রী । শুভ কামনা

১৭| ০১ লা জুন, ২০১৪ রাত ৮:২৪

মিনুল বলেছেন: ভালোলাগা আছে এ লেখাতে।শুভকামনা রইলো।

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩৮

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: অনেক ধন্যবাদ মিনুল । শুভেচ্ছা নেবেন

১৮| ০১ লা জুন, ২০১৪ রাত ৯:০৪

বেসিক আলী বলেছেন: আপনি অনেক ভালো লেখেন ।

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩৮

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ বেসিক আলী । আমি চেষ্টা করি ।

১৯| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


নারে ভাই আর না। একবার পালিয়ে বিয়ে করে শিক্ষা হয়েছে। আমার এখন পুরাতনই ভাল। নতুন করে ঝামেলা কাঁধে নিতে চাইনা। তাছাড়া এখন আমার বয়স হয়েছেরে ভাই। আর রিস্ক নেয়া যাবেনা। :)

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫৬

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: অনেকদিনের বোতলবন্দী ভালবাসা যদি মরচে ধরে যায়--- তবে ভাবীকে আবার দ্বিতীয় বিয়ে নয় কেন? পুরানো প্রেমিকাকে নতুন একটা গোলাপ দিলে ভালবাসাও তো আবার নতুন অনুভূতি নিয়ে ফিরে আসতে পারে । :)

২০| ০২ রা জুন, ২০১৪ রাত ১২:০১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০২ রা জুন, ২০১৪ রাত ১২:১৯

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ হাসান ভাই । শুভেচ্ছা

২১| ০২ রা জুন, ২০১৪ রাত ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাবনায় ফেলে দিলেন ?

০২ রা জুন, ২০১৪ রাত ১২:১৮

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: জীবনের সাথে পাগলামীর আনন্দও কিন্তু অনেক । যদি রাজী থাকেন সে--- তবু আর একবার মধুচন্দ্রিমা হয়ে যাক ।

২২| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:৫৭

মামুন রশিদ বলেছেন: বেলা, চল আবার চিল হই- নীল আকাশের দখল নেই
আটপৌড়ে জীবনের তৈজসপত্র ফেলে চল আবার
রৌদ্রের রঙ গায়ে মাখি, চল আবার জ্যোৎস্না ভিজি ।


বেশ, দারুণ লিখেছেন ।

০৬ ই জুন, ২০১৪ রাত ৯:১৪

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা রইল

২৩| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৯

আমি স্বর্নলতা বলেছেন: খুব চমৎকার একটা কবিতা পড়লাম।

০৬ ই জুন, ২০১৪ রাত ৯:১৪

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: অনেক ধন্যবাদ স্বর্ণলতা । শুভ কামনা নিরন্তর

২৪| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৬

দীপান্বিতা বলেছেন: সুন্দর :)

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১২:০৯

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.