![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার মধ্যে একটা ভূত চেপে বসে। সেই ভূতটা আমায় দিয়ে কিছু বলিয়ে নিতে চায়। আমার ভিতরে আলোড়ন তুলে আমায় তোলপাড় করে ফেলে। ভূতটা কিছুতেই বুঝতে চায়না আমার ক্ষমতা নেই যে আমি আমার ভিতরের “আমি”টাকে শব্দ দিয়ে বাইরে বের করে আনব। তবু চেষ্টা করি। ইদানিং আবিষ্কার করলাম সেই ভূতটা আর কেউ নয়। আমার বিবেক, আমার মনুষ্যত্ববোধ।আমি এখানে অন্য কিছু বলতে এসেছি। ঠিক অন্যরকম কিছু যা আমাদের বিবেককে, আমাদের মনুষ্যত্ববোধকে একটু হলেও নাড়া দেবে। আমার লেখাগুলো আমার ভিতরের সেই ভূতের গল্প।আমার মধ্যে দুইটা “আমি”র বাস। একটা এই আমি, সুজন সরকার। যে আর পাঁচটা সাধারণ মানুষের মত ভাবে, স্বপ্ন দেখে। আর একটা আমার অন্তর। অনিন্দ্য অন্তর অপু। যে আত্মকেন্দ্রিকতার দেয়াল ভেঙ্গে পৃথিবীটাকে অন্য চোখে দেখে, বদলে দেয়ার স্বপ্ন দেখে প্রচলিত সমাজ, প্রচলিত সব বস্তাগলা পচা নিয়ম নীতির। অপেক্ষা করছি এমন একদিনের যেদিন আমার অন্তর যে স্বপ্ন দেখে, এরকম স্বপ্ন সেদিন দেখবে অনেকেই। সেদিন সত্যি পৃথিবী বদলে যাবে।▓▒░▒▓【অনিন্দ্য】▓▒░░▒▓【 অন্তর 】▓▒░░▒▓【 অপু 】▓▒░▓
তখন আমার দু’টো ডানা ছিল-
উড়তে উড়তে রোদ্দুর ছোঁয়ার দুঃসাহস দেখাতাম;
স্বপ্ন দেখতাম- একদিন আমিও হব স্বপ্নডানার ইছামতি ।
রোদ্দুরের মশাল নিয়ে তাড়িয়ে দেব শীতের কুয়াশা;
শঙ্খচিলের ডানায় উড়ে যাব সোনালি রোদ্দুরের আঙিনায়
যেখানে চড়ুই পাখিদের নিয়ে হবে চড়ুইভাতি ।
আজ আমি- অফিস ফাইলের স্তূপে চাপা- মৃত প্রায়,
ঋণপ্রস্তাব- ঋণঝুঁকি, ঋণ চোরদের বিশ্লেষণ করতে গিয়ে
আমার গোধূলি হারিয়েছে মধ্যরাত্রির নিয়ন আলোয়;
রোদ্দুরের মশাল ভিজে যায় ভোরের শিশিরে
আত্মজার হাসি, স্নেহাশিস আহ্বান- আমার কবিতার খাতা
আজ অশ্রুসিক্ত- হারিয়ে খোঁজে স্বপ্নডানার ইছামতিকে ।
আমি এখন ব্যাংকার- কোট- স্যুট পরা এক কেতাদুরস্ত;
আমি যেন উড়তে ভুলে যাওয়া নিঃসঙ্গ এক পেঙ্গুইন পাখি ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন সবসময়
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১
তামান্না তাবাসসুম বলেছেন: বাস্তবতা কখনো কখনো মেনে নিতেই হয়, সবকিছুর সমন্বয় করতে পারলে জীবন মন্দ না
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ঠিক তাই । চেনা ভিড়ে নিজেকে রঙিন করে নিতে পারলে জীবনের আলাদা মানে খুজে নেয়া যায়। শুভেচ্ছা ।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: রোদ্দুরের মশাল নিয়ে তাড়িয়ে দেব শীতের কুয়াশা;
শঙ্খচিলের ডানায় উড়ে যাব সোনালি রোদ্দুরের আঙিনায়
যেখানে চড়ুই পাখিদের নিয়ে হবে চড়ুইভাতি
কথাগুলো অনেক সুন্দর। ইচ্ছেরা পূর্ণতা পাক, জীবন ভরে উঠুক হাসি আনন্দে।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০২
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার শুভ কামনা অন্তরে লালিত হবে ।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪০
ফেরদৌসা রুহী বলেছেন: অফিস ফাইলের নিচে চাপা পরেছেন বিশ্বাস করলাম না। কারন আগেও চাকুরি করেই সারাক্ষণ ব্লগে থাকতেন।
আমি মনে করি চাপা পরেছেন সংসারের চাপে। বিয়ের পর থেকেই তো আপনার আর ব্লগ, ফেইসবুক কোথাও পাত্তা নেই। এই নিয়ে আমরা অনেকেই আলাপ করি।
চাকরি, সংসার সবকিছু করার পর নিজের জন্য কিছু সময় রাখুন।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: আপা ওসব ব্যাপার না । একটু ডুব দিয়েছিলাম আর কি । ফিরছি.।.।
নিজের জন্য কিছু সময়ই তো বেঁচে থাকার সঞ্জীবিনী সুখ যোগায় ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: অনেক ধন্যবাদ । আপনার শুভকামনা এনে দেবে সঞ্জীবিনি সুখ ।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৩
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: এই নিয়ে আমরা অনেকেই আলাপ করি।
আলোচ্যবিষয় হয়ে গেলাম দেখছি । বেশ দারুণ তো । হুম--- তা এই অনেকের মধ্যে কে কে আছে শুনি?
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৭
চৌধুরী ইপ্তি বলেছেন: আপনার কবিতাটি সরল ভঙ্গিমায়। ভাল।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা রইল
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
প্রামানিক বলেছেন: প্রথম পোষ্টে কবিতার জন্য জানাই আনরিক শুভেচ্ছা। আশা করি নিয়মিত লেখা পাবো।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
দেবজ্যোতিকাজল বলেছেন: রোদ্দুরের মশাল কথাটা ভাল লাগল
১৭ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৪
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা রইল
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: সুপাঠ্য ছিলো
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৮
জনম দাসী বলেছেন: উড়তে ভুলে যাওয়া এক......;;; ভাল থাকুন, কবিতায় ভাল লাগা রেখে গেলাম।