![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার মধ্যে একটা ভূত চেপে বসে। সেই ভূতটা আমায় দিয়ে কিছু বলিয়ে নিতে চায়। আমার ভিতরে আলোড়ন তুলে আমায় তোলপাড় করে ফেলে। ভূতটা কিছুতেই বুঝতে চায়না আমার ক্ষমতা নেই যে আমি আমার ভিতরের “আমি”টাকে শব্দ দিয়ে বাইরে বের করে আনব। তবু চেষ্টা করি। ইদানিং আবিষ্কার করলাম সেই ভূতটা আর কেউ নয়। আমার বিবেক, আমার মনুষ্যত্ববোধ।আমি এখানে অন্য কিছু বলতে এসেছি। ঠিক অন্যরকম কিছু যা আমাদের বিবেককে, আমাদের মনুষ্যত্ববোধকে একটু হলেও নাড়া দেবে। আমার লেখাগুলো আমার ভিতরের সেই ভূতের গল্প।আমার মধ্যে দুইটা “আমি”র বাস। একটা এই আমি, সুজন সরকার। যে আর পাঁচটা সাধারণ মানুষের মত ভাবে, স্বপ্ন দেখে। আর একটা আমার অন্তর। অনিন্দ্য অন্তর অপু। যে আত্মকেন্দ্রিকতার দেয়াল ভেঙ্গে পৃথিবীটাকে অন্য চোখে দেখে, বদলে দেয়ার স্বপ্ন দেখে প্রচলিত সমাজ, প্রচলিত সব বস্তাগলা পচা নিয়ম নীতির। অপেক্ষা করছি এমন একদিনের যেদিন আমার অন্তর যে স্বপ্ন দেখে, এরকম স্বপ্ন সেদিন দেখবে অনেকেই। সেদিন সত্যি পৃথিবী বদলে যাবে।▓▒░▒▓【অনিন্দ্য】▓▒░░▒▓【 অন্তর 】▓▒░░▒▓【 অপু 】▓▒░▓
অনিন্দ্য, তুমি আমার সাথেই থাকো
অমরতা দেব...
স্থির যৌবনের দাপটে অমর তুমি,
ইন্দ্রিয় সুখে অপ্সরা যুগলবন্দী
তন্দ্রাচ্ছন্ন আদর লুটবে ।
অনিন্দ্য তুমি আমার সাথেই থাকো ।
না দেবী, আমি মানুষই থাকব,
আমি যৌবন ভালবাসি
আমি জরা ভালবাসি
আমি মৃত্যু ভালবাসি
আমি মানুষ হয়ে বাঁচতে ভালবাসি ।
প্রিয়তমার গোলাপী আলিঙ্গন ভালবাসি ।।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ দাদা । খুব ভালো আছি । আপনার তারুণ্যে মুগ্ধতা ।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে চমৎকার কবিতা
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ । আনন্দে থাকুন
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩
রক্তিম দিগন্ত বলেছেন: আমি যৌবন ভালবাসি
আমি জরা ভালবাসি
আমি মৃত্যু ভালবাসি
আমি মানুষ হয়ে বাঁচতে ভালবাসি ।
প্রিয়তমার গোলাপী আলিঙ্গন ভালবাসি ।।
চমৎকার কথন। কবিতা বেশ ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
অপু কেমন আছ?