নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার প্রতি ভালবাসায় প্রতিশ্রুতিবদ্ধ- কবিতার বিষ কামড়ে তাড়িত একজন শ্রাবণ মুদ্রিত ভেজা কাক- যে ঘুমিয়ে পড়া চেতনার দরজায় কাঠঠোকরার মত ঠকঠক কড়া নাড়ে ।

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ)

মাঝে মাঝে আমার মধ্যে একটা ভূত চেপে বসে। সেই ভূতটা আমায় দিয়ে কিছু বলিয়ে নিতে চায়। আমার ভিতরে আলোড়ন তুলে আমায় তোলপাড় করে ফেলে। ভূতটা কিছুতেই বুঝতে চায়না আমার ক্ষমতা নেই যে আমি আমার ভিতরের “আমি”টাকে শব্দ দিয়ে বাইরে বের করে আনব। তবু চেষ্টা করি। ইদানিং আবিষ্কার করলাম সেই ভূতটা আর কেউ নয়। আমার বিবেক, আমার মনুষ্যত্ববোধ।আমি এখানে অন্য কিছু বলতে এসেছি। ঠিক অন্যরকম কিছু যা আমাদের বিবেককে, আমাদের মনুষ্যত্ববোধকে একটু হলেও নাড়া দেবে। আমার লেখাগুলো আমার ভিতরের সেই ভূতের গল্প।আমার মধ্যে দুইটা “আমি”র বাস। একটা এই আমি, সুজন সরকার। যে আর পাঁচটা সাধারণ মানুষের মত ভাবে, স্বপ্ন দেখে। আর একটা আমার অন্তর। অনিন্দ্য অন্তর অপু। যে আত্মকেন্দ্রিকতার দেয়াল ভেঙ্গে পৃথিবীটাকে অন্য চোখে দেখে, বদলে দেয়ার স্বপ্ন দেখে প্রচলিত সমাজ, প্রচলিত সব বস্তাগলা পচা নিয়ম নীতির। অপেক্ষা করছি এমন একদিনের যেদিন আমার অন্তর যে স্বপ্ন দেখে, এরকম স্বপ্ন সেদিন দেখবে অনেকেই। সেদিন সত্যি পৃথিবী বদলে যাবে।▓▒░▒▓【অনিন্দ্য】▓▒░░▒▓【 অন্তর 】▓▒░░▒▓【 অপু 】▓▒░▓

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরঘরে নিষিদ্ধ নারী

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৫



ঠিক একমাস পর পর আমি অপবিত্র হই
প্রাকৃতিক অপবিত্র- সৃষ্টির নিয়ম রক্ষার্থে অপবিত্র
আমায় একঘরে করে রাখা হয়-
কেড়ে নেয়া হয় পূজার অধিকার,
আমি অচ্ছুৎ হই, আমার রোজা রাখতে বারণ ।

আমার মা, পিসিমা টাইপের কেউ কানের
কাছে প্রতিনিয়ত তপ্ত বাণীর বিষ ঢেলে যায়
মন্দিরে যাসনে, ঠাকুর ধরিস নে----

অপবিত্র আমি,
ঈশ্বরঘর, তোমার পবিত্র প্রাঙ্গনে বঞ্চিত- নিষিদ্ধ
তোমার গ্রন্থ- কিতাব স্পর্শ করতে বারণ ।

আমার বাবার কাছে, আমার ছোট্ট ভাইয়ের কাছে-
আমার অন্যসব স্নেহের, শ্রদ্ধার পুরুষের কাছ থেকে
আমাকে অদৃশ্য করে রাখা হয় ।
স্বামীর অমঙ্গল চিন্তায় ওকে স্পর্শ আমার পাপ ।

লজ্জায় আমি গুটিয়ে যাই, একঘরে হয়ে থাকি
যেন সমস্ত অপরাধ আমার- স্রষ্টার কোন দায় নেই ।
সৃষ্টির দায় কাঁধে নিয়ে
আমি ঠিক একমাস পর পর অপবিত্র হই ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪২

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: যেন সমস্ত অপরাধ আমার- স্রষ্টার কোন দায় নেই ।
সৃষ্টির দায় কাঁধে নিয়ে....... Excellent !

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৩

শরীফ আজাদ বলেছেন: অপবিত্রতা বলে কিছু নেই। আর যদি থাকেও, তাহলে কেবল আপনি ঈশ্বরঘরে অপবিত্র/নিষিদ্ধ নন, ঈশ্বরও আপনার ঘরে নিষিদ্ধ, ঈশ্বরও অপবিত্র।

আপনি এই অপবিত্রতা নিয়ে মাথা উঁচু করে হাঁটুন। শুভ কামনা।

কবিতায় প্লাস।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা সব সময়

৩| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এতে যদি পবিত্রতা হারায় তেমন পবিত্রতা আমি চাই না।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৬

ইফতি সৌরভ বলেছেন: যেন সমস্ত অপরাধ আমার- স্রষ্টার কোন দায় নেই। - awesome!

নারী & নারীদের অধিকার নিয়ে সোচ্চার সবাই যদি শুধু এই কবিতাটি Facebook এ share করত, তাহলে এক বিরাট revolution হয়ে যেত! নূন্যতম, গোঁড়া হুযুরদের মুখে জুতার বালি তো লাগত

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৯

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ । সবার মধ্যে সত্য প্রয়াস জাগুক । শুদ্ধ বোধের সৃষ্টি হোক এই প্রত্যাশা অন্তরের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.