![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার মধ্যে একটা ভূত চেপে বসে। সেই ভূতটা আমায় দিয়ে কিছু বলিয়ে নিতে চায়। আমার ভিতরে আলোড়ন তুলে আমায় তোলপাড় করে ফেলে। ভূতটা কিছুতেই বুঝতে চায়না আমার ক্ষমতা নেই যে আমি আমার ভিতরের “আমি”টাকে শব্দ দিয়ে বাইরে বের করে আনব। তবু চেষ্টা করি। ইদানিং আবিষ্কার করলাম সেই ভূতটা আর কেউ নয়। আমার বিবেক, আমার মনুষ্যত্ববোধ।আমি এখানে অন্য কিছু বলতে এসেছি। ঠিক অন্যরকম কিছু যা আমাদের বিবেককে, আমাদের মনুষ্যত্ববোধকে একটু হলেও নাড়া দেবে। আমার লেখাগুলো আমার ভিতরের সেই ভূতের গল্প।আমার মধ্যে দুইটা “আমি”র বাস। একটা এই আমি, সুজন সরকার। যে আর পাঁচটা সাধারণ মানুষের মত ভাবে, স্বপ্ন দেখে। আর একটা আমার অন্তর। অনিন্দ্য অন্তর অপু। যে আত্মকেন্দ্রিকতার দেয়াল ভেঙ্গে পৃথিবীটাকে অন্য চোখে দেখে, বদলে দেয়ার স্বপ্ন দেখে প্রচলিত সমাজ, প্রচলিত সব বস্তাগলা পচা নিয়ম নীতির। অপেক্ষা করছি এমন একদিনের যেদিন আমার অন্তর যে স্বপ্ন দেখে, এরকম স্বপ্ন সেদিন দেখবে অনেকেই। সেদিন সত্যি পৃথিবী বদলে যাবে।▓▒░▒▓【অনিন্দ্য】▓▒░░▒▓【 অন্তর 】▓▒░░▒▓【 অপু 】▓▒░▓
অনিতার সাথে আমার প্রেম ছিল ঠিকই
প্রথম যৌবনের পোক্ত প্রেম ভেঙে গেছে সেই ছাব্বিশেই
অন্য প্রেয়সীর আয়েশী মায়া এখনও স্পন্দন তোলে লোমশ বুকে-
তোমরা তা জানো না ; তবু সেই একই ফিসফাস-
“বুড়ো প্রেমিক ছিল বটে...
চিরকুমার চোখে এখনও অনিতার উচ্ছ্বল রূপ
যৌবনের উত্তাল সমুদ্র একাই করেছে পার-
আহ! বুড়ো প্রেমিক বটে ।”
এ চোখে আর দেখবে না আমায় ।
দেখ তিরিশ বছরের অভিজ্ঞতা নিয়ে ছাব্বিশ বছরের ছোকড়া
কি স্পর্ধায় প্রত্যাখ্যান করে সংজ্ঞায়িত জীবনের চেনা পথ
বেলা শেষে ঘরে ফেরা অন্ধকারে তৃপ্ত বাহুডোর ।
দেখ আকাশ সমান বিশালতা নিয়ে পাহাড়টা আজ দাঁড়িয়ে
ওর বুকে ঝড়ে পড়া অনেক অনেক ফুলের এতিম মুকুল ।
আমার বাড়ি ফেরা হয় নি, বাঁধা পড়া হয়নি কোন ঐন্দ্রজালিক মায়ায়
তবু দেখ অনেক ছোট্ট হৃদয় আমায় আঁকড়ে ধরে আছে
তুল তুলে নরম গাল আমার গাল ছুঁয়ে যাচ্ছে-
উহঃ এটাকে এতিমখানা বলবে না
এ আমার প্রেম, আমার আরাধ্য জীবনের একমাত্র মন্দির ।
কোন ভেঙে যাওয়া ভুল স্বপ্নে নয়; জীবনটা উৎসর্গ আমার-
ঐ ঝড়ে পড়া ফুলের মুকুলগুলো ফোটাব বলে ।
ওদের মাঝে টুকরো টুকরো বিক্ষিপ্ত আমি;
আমি ঐ ছোট্ট শিশুর টোল খাওয়া গালের হাসিতে
নির্ভার সোনা হাতে গলা জড়ানো আলিঙ্গনে
কিংবা নতুন কথা বলতে শেখা মুকুলের নিষ্পাপ চুম্বনে ।
অনিতার সাথে আমার প্রেম ছিল ঠিকই-
কিন্তু আমি ব্যর্থ প্রেমিক নই,
কফিনে মোড়ানো অন্তসারহীন স্মৃতির উপর দেখ আজ এক তৃপ্ত পুরুষ ।
জীবন পথের শিক্ষানবিস আজও পথিক-
অজানা গন্তব্যে; আজীবন সুখে থাকার স্পর্ধা নিয়ে ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: ধন্যবাদ । নিজস্বতার স্ফুরণ হোক । শুভ কামনা
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
প্রামানিক বলেছেন: অনেক দিন পর অপুর লেখা পেলাম। ধন্যবাদ
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৫
জসীম অসীম বলেছেন: লেখা পড়লাম। ভালো লাগলো। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩২
চাঁদগাজী বলেছেন:
কবিতা ভালোই লাগছে, বেশ স্বকিয়তা আছে