নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর্জালে আমার বাড়ি

[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]

ইমতিয়াজ আহমেদ ইমন

ভালো লাগে বই পড়তে, গান শুনতে, কম্পিউটারে বসে থাকতে আর আড্ডা মারতে। আস্তাকুঁড়ে জন্ম আমার চিনি শুধু নোংরা ভাগাড় ভদ্্র হবার নেই বাসনা ভদ্্র করতে কেউ এসনা ----কালপুরুষ জেনে যাব জ্বেলে গেছি একটি প্রদীপ তোমার অন্ত:পুরে নিবিড় চিরন্তন কোন ভুলের প্রহরে ----রাগ ইমন

ইমতিয়াজ আহমেদ ইমন › বিস্তারিত পোস্টঃ

থ্যাংক ইউ রাগ ইমন

২৫ শে ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:১৮

মার কথা যখন মনে পরে মনটা খারাপ হয়ে যায়। ভাল লাগে না কিছুই। আশে পাশের সব কিছুকে অসহ্য মনে হয়। তেমনি খারাপ লাগা একদিনে লিখেছিলাম আমার কস্ট গুলো, 'শুন্য আমি মা ছাড়া'। মাঝে মাঝেই ঘুরে ফিরে আসি পোস্টটাতে যখন মন খারাপ থাকে। আসি পোস্টটা দেখার জন্য নয় আসি রাগ ইমনের করা তার নিজের মন্ত্যবটি বারবার পড়ার জন্য। মন ভাল হয়ে যায় তার অল্প কিছু কথার জন্য। বেশী কিছুতো সেদিন তিনি লিখেননি। তারপরেও যতবার পড়ি ততবারই নতুন লাগে। থ্যাংক ইউ ইমন আপু, থ্যাংক ইউ ভেরী মাচ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৩৫

রাগ ইমন বলেছেন: ইমন, কি বলবো বুঝছি না। মন কি আবার খারাপ?

ভালো থাকো ভাইয়া। চায়ের দাওয়াতটা বহাল থাকলো। আজিজে এলে খবর দিবোনে।

মিতার মনে মাঝে মাঝে অ-মিতা দুখ
শীতের রাতে সূর্য হয়ে থাক কিছু মুখ
মায়ের হাতের কোমল পরশ , নরম আলো
মোমের পরে ঘীরে থাকুক রেশমী শাল ও!

মা তো থাকেন যাওয়ার পরে , হন না ফিকে
বুকের কাছে না হলে ঠিক, "চারদিকে" !

২| ২৫ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪৬

অতিথি বলেছেন: না আপু আর মন খারাপ হয়নি। আপনি আছেন না।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪৮

অতিথি বলেছেন: রাগিমনাপু তো হেভি মন্তব্য দিছে।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৫৪

রাগ ইমন বলেছেন: মন আর খারাপ হয়নি জেনে ভালো লাগলো!!!
ধন্যবাদ ইমন ।

চোর , ধন্যবাদ!

৫| ২৫ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৩৩

অতিথি বলেছেন: "শূন্য আমি মা ছাড়া" এই পোষ্টে আর কোন মন্তব্য দিবো না ... তাই আপনার মন্তব্যের রিপ্লাই এখানে দিচ্ছি ...
আরে ভাই শরম দিলাম কই ?? পোষ্ট টা খুবই আবেগ প্রবন হয়েছে সেটাই বললাম।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৩৫

অতিথি বলেছেন: সবার যদি একটা করে রাগ ইমন আপু থাকতো!

৭| ২৫ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৪৩

অতিথি বলেছেন: কেন মান্না হিংসে হচ্ছে বুঝি?

৮| ২৫ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:৫৫

অতিথি বলেছেন: এমন আপুর জন্য হিংসে হওয়ার কথাই তো!

৯| ২৫ শে ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:০৪

অতিথি বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.