নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারছেঁড়া খেরোখাতা

আঁতেল বেঙ্গলেনসিস

উলোটপুরাণের লেখক টাইপের মানুষ

আঁতেল বেঙ্গলেনসিস › বিস্তারিত পোস্টঃ

এত পড়ে কি হবে?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

এত পড়ে কি হবে?
একদিন তো মরেই যাব

সামনে একখানা Junquiera আর একখানা আরিফ গাইড। হিস্টোলজি নামক মহাপ্যারাদায়ক বিষয়ের প্র্যাকটিকাল খাতা পূর্ণ করতে হবে।
এমন একটা জীবনে এসেছি, যেখানে, প্রত্যেকটা শব্দ মনে রাখা লাগে।
ভর্তি পরীক্ষার আগে, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দ ছিল একেকটা ইনফো, পরীক্ষায় আসবে না কি। আর, এখন, বই এর প্রত্যেকটা শব্দও মনে রাখা লাগে, একটা মিস হয়ে গেলে যদি ডায়াগনোসিস মিস হয়ে যায়!
কখনোই টেবিলের সাথে লেগে থাকা ছাত্র ছিলাম না, এখনো পারিনা। তারপরেও থাকা লাগে।
যাহোক, ধান ভানতে শিবের গীত অনেক গেয়ে ফেলসি, মূল কথা হচ্ছে, জীবনটা হিস্টোলজি খাতার মত হয়ে যাইতেসে,
ছবি আঁকতে পারলে কালার খুঁজে পাইনা, কালার খুঁজে পাইলে ছবির Shape ঠিক হয় না :)
বি.দ্রঃ বারবার হিস্টোর নাম নিচ্ছি, যাদের এটা জানা নাই, তাদের উদ্দেশ্যে, এটা হছে কোষবিদ্যার একটা পার্ট, বিভিন্ন অংশ থেকে কোষ নিয়ে, মাইক্রোস্কোপে নিয়ে দেখা হয় এই বিষয়টাতে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

এম এম করিম বলেছেন: মহা প্যারা দেখতেসি।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

নাহিদ০৯ বলেছেন: পড়ায় ফাঁকি দেওয়াতে ওস্তাতরাই বলে এত পড়ে কি হবে? নামাজের যার খবর নাই সেই বলে এত পূন্য দিয়ে কি করবো? কোনদিন ১ টাকা দান করার অভ্যেস নাই যার সেই বার বার মসজিদ মাদ্রাসায় গিয়ে হিসেব চায়।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পড়লে পাঁড় না পড়লে পীড়া।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: তার পরও পড়ুন। পড়ার কোনো বিকল্প নাই।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

আঁতেল বেঙ্গলেনসিস বলেছেন: আমি তো বললুম, আমি বেশি পড়তে পারি না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.